ETV Bharat / state

দীর্ঘ 10 বছরের টালবাহানা শেষে জমি পেল বাণিজ্য কর দপ্তর

author img

By

Published : May 14, 2019, 9:59 PM IST

2008-এ জমি বরাদ্দ হয়েছিল । জমি সংক্রান্ত জটিলতা ছিল না । কিন্তু জলপাইগুড়িতে জমি হাতে পায়নি রাজ্যের বাণিজ্য কর দপ্তর । অবশেষে আজ জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক প্রিয়াঙ্কা শিংলার উদ্যোগে প্রশাসনিক ভবন নির্মাণের জন্য জমি হাতে পায় দপ্তর ।

বাণিজ্য কর দপ্তরের জমি

জলপাইগুড়ি, 14 মে : জমি বরাদ্দ হয়েছে 10 বছর আগে । কিন্তু জমি হস্তান্তরিত করা হয়নি । 10 বছর পর আজ অবশেষে জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক প্রিয়াঙ্কা শিংলার উদ্যোগে নিজস্ব প্রশাসনিক ভবন তৈরির জন্য ওই জমি হস্তান্তরিত করা হয় রাজ্য সরকারের বাণিজ্য কর দপ্তরকে । জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সার্কেলের জন্য দপ্তরের ভবনটি তৈরি করা হবে ।

শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে 2008 সালে জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ায় বাণিজ্য কর দপ্তরকে 1.33 একর জমি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল । কিন্তু নানা কারণে সেই জমি এতদিন হাতে পায়নি দপ্তর । এদিন দপ্তরের
সার্কেল হেড সিনিয়র জয়েন্ট কমিশনার শুভঙ্কর বিশ্বাস, জয়েন্ট কমিশনার ডি এস গুপ্ত , ডেপুটি কমিশনার জয়দীপ মণ্ডল সহ 7-8 জন অফিসার এবং সদর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক পুলিশ নিয়ে গিয়ে জমির ডিমার্কেশন করেন ।

জলপাইগুড়ি সদর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বিপ্লব হালদার বলেন, "আজ আমরা জলপাইগুড়ি কমার্শিয়াল ট্যাক্স দপ্তরকে জমি হস্তান্তর করছি । সেই সঙ্গে জমি সংক্রান্ত নথিও হস্তান্তর করছি । জমি নিয়ে আগেও কোনও জটিলতা ছিল না । এখনও নেই । আমাদের বদলির চাকরি । বিভিন্ন সময় ওনাদেরও (বাণিজ্য কর দপ্তরের আধিকারিকরা) বদলি হয়েছেন । তাই জমি হস্তান্তরের এই প্রক্রিয়ায় বেশি সময় লেগে গেছে । এখন ওনারাও উদ্যোগ নিয়েছেন । আমরাও পূর্ণ সহযোগিতা করেছি । তাই আজ কাজটি সম্পূর্ণ হয়েছে । "

বাণিজ্য কর দপ্তরের জলপাইগুড়ি কোচবিহার,আলিপুরদুয়ার সার্কেলের হেড সিনিয়র জয়েন্ট কমিশনার শুভঙ্কর বিশ্বাস বলেন, "আমাদের নিজস্ব ভবন হবে । আশা করছি দ্রুতই কাজটা করতে পারব । "

জলপাইগুড়ি, 14 মে : জমি বরাদ্দ হয়েছে 10 বছর আগে । কিন্তু জমি হস্তান্তরিত করা হয়নি । 10 বছর পর আজ অবশেষে জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক প্রিয়াঙ্কা শিংলার উদ্যোগে নিজস্ব প্রশাসনিক ভবন তৈরির জন্য ওই জমি হস্তান্তরিত করা হয় রাজ্য সরকারের বাণিজ্য কর দপ্তরকে । জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সার্কেলের জন্য দপ্তরের ভবনটি তৈরি করা হবে ।

শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে 2008 সালে জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ায় বাণিজ্য কর দপ্তরকে 1.33 একর জমি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল । কিন্তু নানা কারণে সেই জমি এতদিন হাতে পায়নি দপ্তর । এদিন দপ্তরের
সার্কেল হেড সিনিয়র জয়েন্ট কমিশনার শুভঙ্কর বিশ্বাস, জয়েন্ট কমিশনার ডি এস গুপ্ত , ডেপুটি কমিশনার জয়দীপ মণ্ডল সহ 7-8 জন অফিসার এবং সদর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক পুলিশ নিয়ে গিয়ে জমির ডিমার্কেশন করেন ।

জলপাইগুড়ি সদর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বিপ্লব হালদার বলেন, "আজ আমরা জলপাইগুড়ি কমার্শিয়াল ট্যাক্স দপ্তরকে জমি হস্তান্তর করছি । সেই সঙ্গে জমি সংক্রান্ত নথিও হস্তান্তর করছি । জমি নিয়ে আগেও কোনও জটিলতা ছিল না । এখনও নেই । আমাদের বদলির চাকরি । বিভিন্ন সময় ওনাদেরও (বাণিজ্য কর দপ্তরের আধিকারিকরা) বদলি হয়েছেন । তাই জমি হস্তান্তরের এই প্রক্রিয়ায় বেশি সময় লেগে গেছে । এখন ওনারাও উদ্যোগ নিয়েছেন । আমরাও পূর্ণ সহযোগিতা করেছি । তাই আজ কাজটি সম্পূর্ণ হয়েছে । "

বাণিজ্য কর দপ্তরের জলপাইগুড়ি কোচবিহার,আলিপুরদুয়ার সার্কেলের হেড সিনিয়র জয়েন্ট কমিশনার শুভঙ্কর বিশ্বাস বলেন, "আমাদের নিজস্ব ভবন হবে । আশা করছি দ্রুতই কাজটা করতে পারব । "

Intro:জলপাইগুড়িঃঃবাম আমলে জমি বরাদ্দ হলেও জমি হাতে পায়নি। ১০ বছর পর জমিজট কাটল।অবশেষে কমার্শিয়াল ট্যাক্সের নিজস্ব ভবন তৈরীর জমি পেল রাজ্য সরকারের কমার্শিয়াল ট্যাক্স। জলপাইগুড়ি,আলিপুরদুয়া, কোচবিহারের কমার্শিয়াল ট্যাক্সের প্রশাসনিক ভবন হচ্ছে জলপাইগুড়িতে।

জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের সার্কেলের জন্য প্রশাসনিক ভবন হচ্ছে জলপাইগুড়িতে।জলপাইগুড়ি রাজবাড়িপাড়াতে ১.৩৩ একর জমিতে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে ২০০৮ সালে কমার্শিয়াল ট্যাক্সকে জমি দেবার প্রক্রিয়া শুরু হলেও তা বাস্তবায়িত হয়নি।অবশেষে অতিরিক্ত জেলাশাসক প্রিয়াঙ্কা শিংলার উদ্যোগে জমি পেল কমার্শিয়াল ট্যাক্স দপ্তর।এদিন কমার্শিয়াল ট্যাক্সের
সার্কেল হেড সিনিয়র জয়েন্ট কমিশনার শুভঙ্কর বিশ্বাস, চার্জের জয়েন্ট কমিশনার ডি এস গুপ্ত,ডেপুটি কমিশনার জয়দ্বীপ মন্ডল সহ ৭-৮ জন অফিসার ও সদর ভুমি ও ভুমি রাজস্ব আধিকারিক পুলিশ কে নিয়ে গিয়ে জমির ডিমার্কেশন করেন।


জলপাইগুড়ি সদর ভুমি ও ভুমি রাজস্ব দপ্তরের আধিকারিক বিপ্লব হালদার বলেন ২০০৮ সালে SJDA থেকে কমার্শিয়াল ট্যাক্সকে জমি দেওয়া হয়েছিল কিন্তু জমিটি হাতে পায়নি কর্মাশিয়াল ট্যাক্স দপ্তর। যোগাযোগের অভাব ও দপ্তরের আধিকারিকদের মাঝেমধ্যেই স্থানান্তরিত হয়ে যাবার ফলে জমির হস্তান্তর করা যায়নি তবে এবার তাদের জমির ডিমার্কেশন করে ১.৩৩ একর জমি রাজ্য সরকারের কমার্শিয়াল ট্যাক্স দপ্তরের আধিকারিকদের দিয়ে দেওয়া হল।

এদিন জলপাইগুড়ি কমার্শিয়াল ট্যাক্সের জলপাইগুড়ি কোচবিহার,আলিপুরদুয়ারের সার্কেল হেড সিনিয়র জয়েন্ট কমিশনার শুভঙ্কর বিশ্বাস বলেন আমাদের দপ্তর দির্ঘদিন ধরেই নিজস্ব ভবনের জন্য জমি নিয়ে তদবির করছিলাম। গত নভেম্বর মাসে জলপাইগুড়িতে আসার পরেই নিজস্ব জমিটি পাবার জন্য তদবির করার পরেই জেলার অতিরিক্ত জেলাশাসক প্রিয়াঙ্কা শিংলা আমাদের জমিটি পাবার ব্যপারে সহযোগিতা করার ফলেই আমরা জমিটি আজ পেয়ে গেলাম। কম্পোজিট কমপ্লেক্সে বিদ্যুৎ বন্টন কোম্পানির পাশে জমিটি পেয়ে গেছি।সেখানেই আমরা
জলপাইগুড়ি কোচবিহার,
আলিপুরদুয়ারের নিয়ে আমাদের এই সার্কেল কমার্শিয়াল ট্যাক্সের ভবন তৈরী করব। সেখানে একটি গোডাউন থাকবে। অফিসারদের কোয়াটার থাকবে।আমরা ডিপি আর তৈরী করব।

Body:WB_JAL_14MAY_GST_LAND_ABHIJIT_72s03427Conclusion:WB_JAL_14MAY_GST_LAND_ABHIJIT_72s03427
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.