ETV Bharat / state

Accused Beaten in Jalpaiguri : জলপাইগুড়িতে নাবালিকাকে শ্লীলতাহানি ! গণধোলাই অভিযুক্ত বৃদ্ধকে - Accused Beaten in Jalpaiguri

জলপাইগুড়িতে নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে । হাতেনাতে ধরে ফেলায় বেধড়ক মারা হয় ওই ব্যক্তিকে (Accused Beaten for molesting a minor girl in Jalpaiguri) । অভিযুক্তের নাম ধীরেন বর্মন ৷ নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের হওয়ার পরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

Accused Beaten for molesting a minor girl in Jalpaiguri
Accused Beaten in Jalpaiguri
author img

By

Published : May 3, 2022, 1:54 PM IST

জলপাইগুড়ি, 3 মে : জলপাইগুড়ি জেলায় এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে । শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় বৃদ্ধকে হাতেনাতে ধরে ফেলে নাবালিকার মা ৷ তারপর বেধড়ক মারা হয় সেই ব্যক্তিকে (Accused Beaten for molesting a minor girl in Jalpaiguri)। পরে সেই বৃদ্ধকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ।

নির্যাতিতার মায়ের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁর মেয়েকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এলাকার এক টোটোচালক ৷ অভিযুক্তের নাম ধীরেন বর্মন ৷ নাবালিকার মায়ের কাজ না থাকায় সময়ের আগেই তিনি বাড়ি চলে আসেন ৷ এসে এই ঘটনা দেখে তিনি হাতে নাতে অভিযুক্ত ধীরেন বর্মনকে ধরে ফেলেন বলে খবর । এরপরেই ধীরেনকে গণধোলাই দেন পরিবার ও আশপাশের বাসিন্দারা (Accused Beaten in Jalpaiguri)।

খবর দেওয়া হয় আমবাড়ি ফাঁড়ির পুলিশকে । পুলিশ অভিযুক্ত ধীরেন বর্মনকে নিজের হেফাজতে নেয় । নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।

আরও পড়ুন: Allegation of sexual abuse in Malda : মালদায় 10 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রৌঢ়ের বিরুদ্ধে

জলপাইগুড়ি, 3 মে : জলপাইগুড়ি জেলায় এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে । শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় বৃদ্ধকে হাতেনাতে ধরে ফেলে নাবালিকার মা ৷ তারপর বেধড়ক মারা হয় সেই ব্যক্তিকে (Accused Beaten for molesting a minor girl in Jalpaiguri)। পরে সেই বৃদ্ধকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ।

নির্যাতিতার মায়ের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁর মেয়েকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এলাকার এক টোটোচালক ৷ অভিযুক্তের নাম ধীরেন বর্মন ৷ নাবালিকার মায়ের কাজ না থাকায় সময়ের আগেই তিনি বাড়ি চলে আসেন ৷ এসে এই ঘটনা দেখে তিনি হাতে নাতে অভিযুক্ত ধীরেন বর্মনকে ধরে ফেলেন বলে খবর । এরপরেই ধীরেনকে গণধোলাই দেন পরিবার ও আশপাশের বাসিন্দারা (Accused Beaten in Jalpaiguri)।

খবর দেওয়া হয় আমবাড়ি ফাঁড়ির পুলিশকে । পুলিশ অভিযুক্ত ধীরেন বর্মনকে নিজের হেফাজতে নেয় । নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের হওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ । আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে ।

আরও পড়ুন: Allegation of sexual abuse in Malda : মালদায় 10 বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রৌঢ়ের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.