ETV Bharat / state

Abhishek Banerjee: কাজ না করলে পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি অভিষেকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 7:38 PM IST

Abhishek Banerjee at Dhupguri for Poll Campaign: আগামী মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা আসনে উপনির্বাচন ৷ সেই কারণে শনিবার সেখানে নির্বাচনী জনসভা করেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকেই তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান ও উপপ্রধান হুঁশিয়ারি দেন ৷ কাজ না করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের থেকে যাঁরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান হয়েছেন, ভালো কাজের ওপরেই তাঁদের পদের মেয়াদ নির্ভর করবে ৷ শনিবার এই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘যাঁরা কাজ করবেন না, তাঁদের টাটা বাই বাই করে দেওয়া হবে ৷’’

এ দিন ধূপগুড়ির ফণীর মাঠে উপ-নির্বাচনের প্রচারে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ ওই সভা থেকে তিনি বলেন, ‘‘যাঁরা প্রধান, উপপ্রধান হয়ে গিয়েছেন, তাঁরা ভুলে যাবেন না যে ভালো কাজ করলে পদের মেয়াদ বাড়বে । খারাপ কাজ করলে দল ব্যবস্থা নেবে । মানুষকে পরিষেবা না দিলে পদ থাকবে না । সেই প্রধান বা উপপ্রধান যত বড় নেতার ছত্রছায়ায় থাকুন না, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘আমি তিন মাস পর পর পর্যালোচনা করব । এই প্রক্রিয়া ধূপগুড়ি থেকে শুরু করব । যিনি সাধারণ মানুষকে পরিষেবা দেবেন, তিনি প্রধান বা সভাপতি থাকবেন৷ যিনি পরিষেরা দেবেন না, তিনি টাটা বাই বাই । মানুষ যাঁকে সার্টিফিকেট দেবেন, সেই থাকবেন ।’’

উল্লেখ্য, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই স্বচ্ছতার বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই কারণে তিনি তৃণমূলে নবজোয়ার কর্মসূচি করেছিলেন ৷ সেই কর্মসূচি থেকে সাধারণ মানুষকে তৃণমূলের প্রার্থী ঠিক করে দেওয়ার কথা বলেছিলেন ৷ এ দিনও তিনি সেই প্রসঙ্গ তোলেন ৷

অভিষেক বলেন, ‘‘আমি এক বছর আগে জুলাই মাসে ধূপগুড়িতে সভা করতে এসেছিলাম । বলেছিলাম দু’মাস পর আসব ৷ নবজোয়ার কর্মসূচিতে এসে মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি । বলেছিলাম মানুষের পঞ্চায়েত হবে ৷ মানুষ যাঁকে চাইবেন, তাঁকেই টিকিট দেব । ভয়, সন্ত্রাসহীন, রক্তপাতহীন ভোট হবে বলেছিলাম ।’’ তাঁর দাবি, পঞ্চায়েত ভোট সেই ভাবেই হয়েছে ৷ মানুষ প্রার্থী ঠিক করেছে, মানুষই ভোট দিয়ে জিতিয়েছে পছন্দের প্রার্থীকে ৷ এমনকী প্রথমবার পঞ্চায়েত ভোট রক্তপাতহীন হয়েছে ৷

আরও পড়ুন: বিজেপির মতো ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল ভোট করায় না, দাবি অভিষেকের

জলপাইগুড়ি, 2 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের থেকে যাঁরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান হয়েছেন, ভালো কাজের ওপরেই তাঁদের পদের মেয়াদ নির্ভর করবে ৷ শনিবার এই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর হুঁশিয়ারি, ‘‘যাঁরা কাজ করবেন না, তাঁদের টাটা বাই বাই করে দেওয়া হবে ৷’’

এ দিন ধূপগুড়ির ফণীর মাঠে উপ-নির্বাচনের প্রচারে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ ওই সভা থেকে তিনি বলেন, ‘‘যাঁরা প্রধান, উপপ্রধান হয়ে গিয়েছেন, তাঁরা ভুলে যাবেন না যে ভালো কাজ করলে পদের মেয়াদ বাড়বে । খারাপ কাজ করলে দল ব্যবস্থা নেবে । মানুষকে পরিষেবা না দিলে পদ থাকবে না । সেই প্রধান বা উপপ্রধান যত বড় নেতার ছত্রছায়ায় থাকুন না, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘আমি তিন মাস পর পর পর্যালোচনা করব । এই প্রক্রিয়া ধূপগুড়ি থেকে শুরু করব । যিনি সাধারণ মানুষকে পরিষেবা দেবেন, তিনি প্রধান বা সভাপতি থাকবেন৷ যিনি পরিষেরা দেবেন না, তিনি টাটা বাই বাই । মানুষ যাঁকে সার্টিফিকেট দেবেন, সেই থাকবেন ।’’

উল্লেখ্য, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই স্বচ্ছতার বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই কারণে তিনি তৃণমূলে নবজোয়ার কর্মসূচি করেছিলেন ৷ সেই কর্মসূচি থেকে সাধারণ মানুষকে তৃণমূলের প্রার্থী ঠিক করে দেওয়ার কথা বলেছিলেন ৷ এ দিনও তিনি সেই প্রসঙ্গ তোলেন ৷

অভিষেক বলেন, ‘‘আমি এক বছর আগে জুলাই মাসে ধূপগুড়িতে সভা করতে এসেছিলাম । বলেছিলাম দু’মাস পর আসব ৷ নবজোয়ার কর্মসূচিতে এসে মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি । বলেছিলাম মানুষের পঞ্চায়েত হবে ৷ মানুষ যাঁকে চাইবেন, তাঁকেই টিকিট দেব । ভয়, সন্ত্রাসহীন, রক্তপাতহীন ভোট হবে বলেছিলাম ।’’ তাঁর দাবি, পঞ্চায়েত ভোট সেই ভাবেই হয়েছে ৷ মানুষ প্রার্থী ঠিক করেছে, মানুষই ভোট দিয়ে জিতিয়েছে পছন্দের প্রার্থীকে ৷ এমনকী প্রথমবার পঞ্চায়েত ভোট রক্তপাতহীন হয়েছে ৷

আরও পড়ুন: বিজেপির মতো ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল ভোট করায় না, দাবি অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.