জলপাইগুড়ি, 6 জানুয়ারি : ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । পুজো দিয়ে বেরিয়ে মন্দিরের সামনে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন । এরপর জল্পেশ থেকে বেরিয়ে চালসার উদ্দেশে রওনা দেন দলীয় কর্মীদের সাথে বৈঠক করতে ।
চারদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন অভিষেক । আজ আসেন ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে । 12টা 26 মিনিটে পুজো দিতে আসেন তিনি । 12টা 50মিনিট পর্যন্ত পুজো দেন । এরপর মন্দির থেকে বেরিয়ে জল্পেশ পুকুরে যান অভিষেক । সেখান থেকে মন্দির কমিটির ঘরে। কথা বলেন জল্পেশ মন্দির কমিটির সাথে ।
জল্পেশে পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভাপতি রামমোহন রায়, জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরিন্দ্রনাথ দেব উপস্থিত ছিলেন । সঙ্গে ছিলেন জেলার তৃণমূল যুবর সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, বিধায়ক অনন্তদেব অধিকারী-সহ জেলার তৃণমূল নেতৃত্ব ।
আরও পড়ুন : পুজো দিতে জল্পেশ মন্দিরে অভিষেক
পূজারি সমর ভট্টাচার্য বলেন, "মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই পুজো দিলেন । উত্তর পূর্বাঞ্চলে বাবা জল্পেশ্বর ধাম বিখ্যাত । তাঁকে অনুরোধ করেছি মন্দিরের পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য় ।"