ETV Bharat / state

জল্পেশ মন্দিরে পুজো দিলেন অভিষেক, এলাকায় উন্নয়নের আর্জি পূজারির

জল্পেশ মন্দিরে পুজো দিতে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এলাকার উন্নয়নের দাবি মন্দিরের পুরোহিতের।

abhishek banerjee visits jalpeshwar temple
জল্পেশ মন্দিরে পুজো দিলেন অভিষেক
author img

By

Published : Jan 6, 2021, 4:15 PM IST

Updated : Jan 6, 2021, 4:41 PM IST

জলপাইগুড়ি, 6 জানুয়ারি : ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । পুজো দিয়ে বেরিয়ে মন্দিরের সামনে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন । এরপর জল্পেশ থেকে বেরিয়ে চালসার উদ্দেশে রওনা দেন দলীয় কর্মীদের সাথে বৈঠক করতে ।

চারদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন অভিষেক । আজ আসেন ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে । 12টা 26 মিনিটে পুজো দিতে আসেন তিনি । 12টা 50মিনিট পর্যন্ত পুজো দেন । এরপর মন্দির থেকে বেরিয়ে জল্পেশ পুকুরে যান অভিষেক । সেখান থেকে মন্দির কমিটির ঘরে। কথা বলেন জল্পেশ মন্দির কমিটির সাথে ।

জল্পেশে পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভাপতি রামমোহন রায়, জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরিন্দ্রনাথ দেব উপস্থিত ছিলেন । সঙ্গে ছিলেন জেলার তৃণমূল যুবর সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, বিধায়ক অনন্তদেব অধিকারী-সহ জেলার তৃণমূল নেতৃত্ব ।

জল্পেশ মন্দিরে পুজো দিলেন অভিষেক, এলাকায় উন্নয়নের আর্জি পূজারির

আরও পড়ুন : পুজো দিতে জল্পেশ মন্দিরে অভিষেক

পূজারি সমর ভট্টাচার্য বলেন, "মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই পুজো দিলেন । উত্তর পূর্বাঞ্চলে বাবা জল্পেশ্বর ধাম বিখ্যাত । তাঁকে অনুরোধ করেছি মন্দিরের পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য় ।"

জলপাইগুড়ি, 6 জানুয়ারি : ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । পুজো দিয়ে বেরিয়ে মন্দিরের সামনে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন । এরপর জল্পেশ থেকে বেরিয়ে চালসার উদ্দেশে রওনা দেন দলীয় কর্মীদের সাথে বৈঠক করতে ।

চারদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন অভিষেক । আজ আসেন ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে । 12টা 26 মিনিটে পুজো দিতে আসেন তিনি । 12টা 50মিনিট পর্যন্ত পুজো দেন । এরপর মন্দির থেকে বেরিয়ে জল্পেশ পুকুরে যান অভিষেক । সেখান থেকে মন্দির কমিটির ঘরে। কথা বলেন জল্পেশ মন্দির কমিটির সাথে ।

জল্পেশে পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভাপতি রামমোহন রায়, জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরিন্দ্রনাথ দেব উপস্থিত ছিলেন । সঙ্গে ছিলেন জেলার তৃণমূল যুবর সভাপতি সৈকত চট্টোপাধ্যায়, বিধায়ক অনন্তদেব অধিকারী-সহ জেলার তৃণমূল নেতৃত্ব ।

জল্পেশ মন্দিরে পুজো দিলেন অভিষেক, এলাকায় উন্নয়নের আর্জি পূজারির

আরও পড়ুন : পুজো দিতে জল্পেশ মন্দিরে অভিষেক

পূজারি সমর ভট্টাচার্য বলেন, "মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই পুজো দিলেন । উত্তর পূর্বাঞ্চলে বাবা জল্পেশ্বর ধাম বিখ্যাত । তাঁকে অনুরোধ করেছি মন্দিরের পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য় ।"

Last Updated : Jan 6, 2021, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.