ETV Bharat / state

Abhishek Banerjee: মজুরি বৃদ্ধির তুলনা টেনে চা শ্রমিকদের ভোট চাইলেন অভিষেক - abhishek banerjee rally at nagrakata jalpaiguri

শুক্রবার তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে যোগ দিতে নাগরাকাটায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে তিনি আক্রমণ করেন বিজেপিকে ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 28, 2023, 9:38 PM IST

জলপাইগুড়ি, 28 এপ্রিল: চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস সরকার । 2001 সালে মজুরি ছিল 32 টাকা, 2011 সালে মজুরি ছিল 67 টাকা । 2011 সালের পর 67 টাকা থেকে সেই মজুরি বেড়ে 250 টাকা করেছে তৃণমূল সরকার ৷ শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটায় চা বাগান অধ্যুষিত এলাকায় এক জনসভায় যোগ দিয়ে এই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

এদিন নাগরাকাটার সভা শেষ করে মেটেলি ব্লকের চালসার গোলাই মোড়েও একটি জন সংযোগ সভায় যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেখানে অভিষেক বলেন, "এলাকার উন্নয়ন দেখে আগামিদিন পঞ্চায়েতে ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ বিজেপিকে 2019 সালে ভোট দিয়ে কিছুই হয়নি । আপনারা ভেবেছিলেন অনেকের চাকরি হবে । কিন্তু হয়নি । কালো টাকা ধ্বংস হোক চেয়েছিলাম । কিন্তু লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে গিয়ে অনেকে মারা গিয়েছেন । বেকারত্ব ধ্বংস হোক । চাকরি বাড়ুক আমি চাই ।"

অভিষেক এদিন অভিযোগ করেন, বিজেপি ধর্মের নামে ভোট চায় ৷ তারা ভেবেছিল বাংলা ভাগ করবে ৷ রামমন্দির হলেও বাংলার গরিব মানুষের বাড়ির টাকা নরেন্দ্র মোদি সরকার আটকে রেখেছে ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছে ৷ 'নব জোয়ার' কর্মসূচিতে বেরিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "গণতন্ত্রে কেউ শেষ কথা বলে না । ক্ষমতাসীন ব্যক্তি শেষ কথা বলে না । শেষ কথা বলেন মানুষ । যে কথা রাখে আপনারা তাঁকেই ভোট দেবেন । যে আপনাদের বিদ্যুৎ দিয়েছে, যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, সে সাইকেল দিচ্ছে, যে আমাদের উন্নয়নে সাহায্য করছে তাঁকেই ভোট দেব, এটাই ভেবেই ভোট দেবেন ।" রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও এদিন কেন্দ্রকে বিঁধেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ ৷

আরও পড়ুন: নিয়োগ মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোর সুপ্রিম নির্দেশকে স্বাগত জানালেন অভিষেক

100 দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র, তা আদায়ে প্রয়োজনে দিল্লি অবরুদ্ধ করা হবে বলে, এদিন ফের মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য 2 মাসের মাসের মধ্যে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে বলেও তিনি জানান ৷ তাঁর দাবি, জলপাইগুড়িতে পূর্ত দফতর 300 কোটি টাকার কাজ করছে ৷

জলপাইগুড়ি, 28 এপ্রিল: চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস সরকার । 2001 সালে মজুরি ছিল 32 টাকা, 2011 সালে মজুরি ছিল 67 টাকা । 2011 সালের পর 67 টাকা থেকে সেই মজুরি বেড়ে 250 টাকা করেছে তৃণমূল সরকার ৷ শুক্রবার জলপাইগুড়ির নাগরাকাটায় চা বাগান অধ্যুষিত এলাকায় এক জনসভায় যোগ দিয়ে এই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

এদিন নাগরাকাটার সভা শেষ করে মেটেলি ব্লকের চালসার গোলাই মোড়েও একটি জন সংযোগ সভায় যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেখানে অভিষেক বলেন, "এলাকার উন্নয়ন দেখে আগামিদিন পঞ্চায়েতে ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ বিজেপিকে 2019 সালে ভোট দিয়ে কিছুই হয়নি । আপনারা ভেবেছিলেন অনেকের চাকরি হবে । কিন্তু হয়নি । কালো টাকা ধ্বংস হোক চেয়েছিলাম । কিন্তু লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে গিয়ে অনেকে মারা গিয়েছেন । বেকারত্ব ধ্বংস হোক । চাকরি বাড়ুক আমি চাই ।"

অভিষেক এদিন অভিযোগ করেন, বিজেপি ধর্মের নামে ভোট চায় ৷ তারা ভেবেছিল বাংলা ভাগ করবে ৷ রামমন্দির হলেও বাংলার গরিব মানুষের বাড়ির টাকা নরেন্দ্র মোদি সরকার আটকে রেখেছে ৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছে ৷ 'নব জোয়ার' কর্মসূচিতে বেরিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "গণতন্ত্রে কেউ শেষ কথা বলে না । ক্ষমতাসীন ব্যক্তি শেষ কথা বলে না । শেষ কথা বলেন মানুষ । যে কথা রাখে আপনারা তাঁকেই ভোট দেবেন । যে আপনাদের বিদ্যুৎ দিয়েছে, যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, সে সাইকেল দিচ্ছে, যে আমাদের উন্নয়নে সাহায্য করছে তাঁকেই ভোট দেব, এটাই ভেবেই ভোট দেবেন ।" রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও এদিন কেন্দ্রকে বিঁধেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ ৷

আরও পড়ুন: নিয়োগ মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরানোর সুপ্রিম নির্দেশকে স্বাগত জানালেন অভিষেক

100 দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র, তা আদায়ে প্রয়োজনে দিল্লি অবরুদ্ধ করা হবে বলে, এদিন ফের মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য 2 মাসের মাসের মধ্যে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে বলেও তিনি জানান ৷ তাঁর দাবি, জলপাইগুড়িতে পূর্ত দফতর 300 কোটি টাকার কাজ করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.