জলপাইগুড়ি, 29 এপ্রিল: নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের জায়গায় এমন কোনও বিচারপতিকে নিয়োগ করা হোক, যিনি তিনমাসে মামলার বিচারকার্য সম্পন্ন করতে পারবেন ৷ শনিবার এমনই মন্তব্য শোনা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় ৷
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ মামলায় একদিন আগেই হাইকোর্টের বিচারপতির বেঞ্চ বদলের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ এতদিন এই মামলার শুনানি হচ্ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার বদল হবেন বিচারপতি ৷ সেই প্রসঙ্গে শুক্রবারই বিচারপতি গঙ্গোপাধ্যায় সংশয় প্রকাশ করে মন্তব্য করেন, যে মামলা ছয় মাসে হত, তারই হয়তো নিষ্পত্তি হবে 60 বছরে ৷ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানান, এমন কাউকে বিচারপতি দেওয়া হোক যাতে তিনমাসে বিচার শেষ হয়।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পর ফের এদিন তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অভিষেককে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এমন একজন বিচারপতি নিয়োগ করা হোক, যিনি তিনমাসে, দু'মাসে বা একমাসে বিচার শেষ করবেন। তবে বিচার হোক এটা চাই ।" প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, যাই হয়ে যাক লড়াইয়ের ময়দান তিনি ছাড়বেন না ৷ তা নিয়ে এদিন অভিষেক বলেন, "সবারই লড়াইয়ের ময়দানে থাকা উচিৎ। আমি মনে করি লড়াইয়ের মধ্য দিয়েই জীবন। কেউ মারা গেলে এরা রাজনীতি করছেন। 20 লক্ষ মানুষ কাজ করে বসে আছেন তাদের টাকা এভাবে কেন্দ্র আটকে রাখতে পারে না। আগামিদিনে দিল্লির বুকেও যাব ।"
অন্যদিকে, বিচারপতিকে সরানো নিয়ে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন দিলীপ ঘোষ ৷ সেই মন্তব্য নিয়েও এদিন কটাক্ষ করেন অভিষেক ৷ তাঁর অভিযোগ, দিলীপবাবু বড় বৈজ্ঞানিক ৷ উনি আবিস্কার করে দেখুন কে চক্রান্ত করছে।' পাশাপাশি বিজেপি বারবার রাজবংশী ইস্যুতে যেভাবে আক্রমণ করছে তা নিয়েও এদিন তীর্যক মন্তব্য করেন অভিষেক ৷ তিনি জানান, বিজেপির কাছে কোনও ইস্যু নেই। ইডি বা সিবিআইকে সামনে রেখে বা মৃত্যুকে সামনে রেখে যারা রাজনীতি করে তারা দেউলিয়া ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: রেড রোডে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভা, শুভেন্দুকে নিশানা ফিরহাদের