ETV Bharat / state

Bison attack : মালবাজারে বাইসনের তাণ্ডবে মৃত মহিলা

সকাল থেকে বাইসনটি ঘুরে বেড়াচ্ছিল লোকালয়ে ৷ স্বভাবতই তাকে দেখতে ভিড় জমায় কৌতূহলী সাধারণ মানুষ ৷ কোনও এক অসতর্ক মুহূর্তে বাইসনটি এক মহিলাকে পিছন থেকে আক্রমণ করে ৷

বাইসন
বাইসন
author img

By

Published : Aug 13, 2021, 4:58 PM IST

জলপাইগুড়ি, 13 অগস্ট : বাড়ির সামনে ফুল তুলতে গিয়ে বাইসনের আক্রমণে মারা গেলেন এক মহিলা । ঘটনাটি ঘটেছে মালবাজার শহরে । জলপাইগুড়ি জেলার মালবাজার পুরসভার নিচ কলোনিতে বাইসনের তাণ্ডবে নাজেহাল সাধারণ মানুষ । বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে গরুমারার জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালবাজার, খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা।

বাইসনের আক্রমণে মৃত মহিলার নাম সীতাদেবী প্রসাদ, বয়স 54 । পূর্ণবয়স্ক একটি বাইসন সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছিল মালবাজার শহরে । এলাকায় বাইসন ঢুকে পড়ায় খবর পেয়ে বাইসন দেখতে প্রচুর মানুষ ভিড় করেন রাস্তায় । জানা গিয়েছে, সেই সময় ওই মহিলা ফুল তুলছিলেন ৷ তখন বাইসনটি পিছন দিক থেকে এসে সীতাদেবীর উপর হামলা চালায় । ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার ৷

নিচ কলোনিতে ঢুকে পড়েছে বাইসন

আরও পড়ুন : জলপাইগুড়িতে লোকালয় থেকে উদ্ধার কিংকোবরা

শহরে বাইসন বের হওয়ার খবর দেওয়া হয় বন দফতরের আধিকারিকদের । জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগের কর্মীরা এসে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করেন । তবে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করতে হিমসিম খেতে হয় বনবিভাগের কর্মীদের ।

জলপাইগুড়ি, 13 অগস্ট : বাড়ির সামনে ফুল তুলতে গিয়ে বাইসনের আক্রমণে মারা গেলেন এক মহিলা । ঘটনাটি ঘটেছে মালবাজার শহরে । জলপাইগুড়ি জেলার মালবাজার পুরসভার নিচ কলোনিতে বাইসনের তাণ্ডবে নাজেহাল সাধারণ মানুষ । বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে গরুমারার জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালবাজার, খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা।

বাইসনের আক্রমণে মৃত মহিলার নাম সীতাদেবী প্রসাদ, বয়স 54 । পূর্ণবয়স্ক একটি বাইসন সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছিল মালবাজার শহরে । এলাকায় বাইসন ঢুকে পড়ায় খবর পেয়ে বাইসন দেখতে প্রচুর মানুষ ভিড় করেন রাস্তায় । জানা গিয়েছে, সেই সময় ওই মহিলা ফুল তুলছিলেন ৷ তখন বাইসনটি পিছন দিক থেকে এসে সীতাদেবীর উপর হামলা চালায় । ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার ৷

নিচ কলোনিতে ঢুকে পড়েছে বাইসন

আরও পড়ুন : জলপাইগুড়িতে লোকালয় থেকে উদ্ধার কিংকোবরা

শহরে বাইসন বের হওয়ার খবর দেওয়া হয় বন দফতরের আধিকারিকদের । জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগের কর্মীরা এসে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করেন । তবে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করতে হিমসিম খেতে হয় বনবিভাগের কর্মীদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.