ETV Bharat / state

নস্যশেখ উন্নয়ন পর্ষদ গড়েও বেকায়দায় রাজ্য - জলপাইগুড়ি

2014 সাল থেকে নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে শুরু হয় আন্দোলন ৷ অবশেষে একুশের ভোটের আগে তড়িঘড়ি সেই দাবি পূরণ করে রাজ্য সরকার ৷ কিন্তু পর্ষদের কমিটিতে ঠাঁই পাননি উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির প্রতিনিধিরা ৷ যা নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগড়ে দেন তাঁরা ৷

a part of islam community is not happy with nasyoshekh development council
নস্যশেখ উন্নয়ন পর্ষদ গড়েও বেকায়দায় রাজ্য
author img

By

Published : Mar 1, 2021, 9:15 PM IST

জলপাইগুড়ি, 1 মার্চ : পর্ষদ গঠন করেও বেকায়দায় রাজ্য সরকার ৷ নস্যশেখ উন্নয়ন পর্ষদ কমিটিতে তাদের কোনও প্রতিনিধি জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি ৷

সূত্রের খবর, ভোটের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার আগেই তড়িঘড়ি নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠন করে রাজ্য সরকার ৷ কিন্তু পর্ষদের যে কমিটি ঘোষণা করা হয়, তাতে উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির কোনও প্রতিনিধিকে রাখা হয়নি ৷ আর তাতেই ক্ষুব্ধ সংগঠনের সদস্যরা ৷ তাঁদের সাফ কথা, সরকার যদি এই বিষয়টি বিবেচনা না করে, তাহলে তাদের এবং রাজ্যের শাসকদলকে বড়সড় সমস্য়ায় পড়তে হবে ৷ ভোট মরশুমে যা মোটেও কাঙ্খিত নয় তৃণমূলের কাছে ৷

আরও পড়ুন: NRC আতঙ্ক থেকে মুক্তি দিক মুখ্যমন্ত্রী, দাবি নস্যশেখ সম্প্রদায়ের

সোমবার জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের প্রতিনিধিরা ৷ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘‘যাঁরা প্রথম থেকেই নস্যশেখ উন্নয়ন পর্ষদের দাবি করে আসছিলেন, তাঁদেরই কমিটিতে রাখা হল না ৷’’ এটা যে তাঁরা মেনে নেবেন না, এদিন সেকথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আবুল হোসেনরা ৷

জলপাইগুড়ি, 1 মার্চ : পর্ষদ গঠন করেও বেকায়দায় রাজ্য সরকার ৷ নস্যশেখ উন্নয়ন পর্ষদ কমিটিতে তাদের কোনও প্রতিনিধি জায়গা না পাওয়ায় ক্ষুব্ধ উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি ৷

সূত্রের খবর, ভোটের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার আগেই তড়িঘড়ি নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠন করে রাজ্য সরকার ৷ কিন্তু পর্ষদের যে কমিটি ঘোষণা করা হয়, তাতে উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির কোনও প্রতিনিধিকে রাখা হয়নি ৷ আর তাতেই ক্ষুব্ধ সংগঠনের সদস্যরা ৷ তাঁদের সাফ কথা, সরকার যদি এই বিষয়টি বিবেচনা না করে, তাহলে তাদের এবং রাজ্যের শাসকদলকে বড়সড় সমস্য়ায় পড়তে হবে ৷ ভোট মরশুমে যা মোটেও কাঙ্খিত নয় তৃণমূলের কাছে ৷

আরও পড়ুন: NRC আতঙ্ক থেকে মুক্তি দিক মুখ্যমন্ত্রী, দাবি নস্যশেখ সম্প্রদায়ের

সোমবার জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের প্রতিনিধিরা ৷ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘‘যাঁরা প্রথম থেকেই নস্যশেখ উন্নয়ন পর্ষদের দাবি করে আসছিলেন, তাঁদেরই কমিটিতে রাখা হল না ৷’’ এটা যে তাঁরা মেনে নেবেন না, এদিন সেকথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আবুল হোসেনরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.