ETV Bharat / state

কোরোনাকে জয় 90 ছুঁইছুঁই বৃদ্ধার

সেফ হোমে সাত দিন থাকার পরেও বৃদ্ধার রিপোর্ট পজ়িটিভ আসে । তারপরেই তাঁকে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালে পাঠায় স্বাস্থ্য বিভাগ ।

COVID-19
COVID-19
author img

By

Published : Aug 22, 2020, 10:12 PM IST

জলপাইগুড়ি, 22 অগাস্ট : কোরোনাকে জয় করে বাড়ি ফিরলেন 90-এর কোঠার এক বৃদ্ধা । খুশি মালবাজার মহকুমার ওদলাবাড়ি গোবিন্দ কলোনি এলাকার বৈরাগী পরিবার । কোরোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 90 ছুঁইছুঁই সোনেকা বৈরাগী । তাঁর পরিবারের সদস্যদের দাবি, মনের জোর এবং চিকিৎসক, নার্সদের অক্লান্ত পরিশ্রমের জন্যই সুস্থ হয়েছেন তিনি ।

বৃদ্ধার ছেলে অশান্ত বৈরাগী জানান, 5 অগাস্ট তিনি ও তাঁর মা কোরোনায় আক্রান্ত হন । এরপর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দু'জনকেই মালবাজারের চালসার সেফ হোমে পাঠানো হয় । সেফ হোমে সাতদিন থাকার পর অশান্তবাবুর রিপোর্ট নেগেটিভ আসে । কিন্তু, তাঁর মায়ের রিপোর্ট ফের পজ়িটিভ আসে । এরপর ওই বৃদ্ধাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত জলপাইগুড়ি COVID হাসপাতালে ভরতি করা হয় । সেখানে দীর্ঘদিন চিকিৎসা চলে । গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সোনেকা বৈরাগী ।

অশান্ত বৈরাগী বলেন, “মনের জোরেই মা সুস্থ হয়ে বাড়ি ফিরে এল । জলপাইগুড়ি COVID হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমেই মা ফিরে এল । তাঁদের ধন্যবাদ জানাই । এত বয়স হয়ে যাওয়ায় চিকিৎসকরা সবসময় তাঁর খেয়াল রেখেছেন ।”

জলপাইগুড়ি, 22 অগাস্ট : কোরোনাকে জয় করে বাড়ি ফিরলেন 90-এর কোঠার এক বৃদ্ধা । খুশি মালবাজার মহকুমার ওদলাবাড়ি গোবিন্দ কলোনি এলাকার বৈরাগী পরিবার । কোরোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 90 ছুঁইছুঁই সোনেকা বৈরাগী । তাঁর পরিবারের সদস্যদের দাবি, মনের জোর এবং চিকিৎসক, নার্সদের অক্লান্ত পরিশ্রমের জন্যই সুস্থ হয়েছেন তিনি ।

বৃদ্ধার ছেলে অশান্ত বৈরাগী জানান, 5 অগাস্ট তিনি ও তাঁর মা কোরোনায় আক্রান্ত হন । এরপর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দু'জনকেই মালবাজারের চালসার সেফ হোমে পাঠানো হয় । সেফ হোমে সাতদিন থাকার পর অশান্তবাবুর রিপোর্ট নেগেটিভ আসে । কিন্তু, তাঁর মায়ের রিপোর্ট ফের পজ়িটিভ আসে । এরপর ওই বৃদ্ধাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত জলপাইগুড়ি COVID হাসপাতালে ভরতি করা হয় । সেখানে দীর্ঘদিন চিকিৎসা চলে । গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সোনেকা বৈরাগী ।

অশান্ত বৈরাগী বলেন, “মনের জোরেই মা সুস্থ হয়ে বাড়ি ফিরে এল । জলপাইগুড়ি COVID হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমেই মা ফিরে এল । তাঁদের ধন্যবাদ জানাই । এত বয়স হয়ে যাওয়ায় চিকিৎসকরা সবসময় তাঁর খেয়াল রেখেছেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.