শিলিগুড়ি, 14 এপ্রিল : বাগডোগরা বিমানবন্দরের উড়ান পরিষেবা বন্ধের কথা মাথায় রেখে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে অতিরিক্ত 8টি ট্রেন চালানোর ঘোষণা করল (Eight special trains from NJP station) ৷ যাত্রী সুবিধার্থে জলপাইগুড়ি থেকে বিভিন্ন স্টেশনে ছাড়বে এই ট্রেনগুলি ৷
শেষ পর্যায়ের রানওয়ে কাজের জন্য 11 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দরে উড়ান পরিষেবা । 28টি উড়ান বাগডোগরা বিমানবন্দর থেকে ছাড়া হত ৷
আর এর ফলেই যাত্রী ও পর্যটকদের হুড়োহুড়ি পরে যায় ট্রেনের টিকিট কাটার জন্য ৷ রেলওয়ের তরফে জানান হয়েছে, যাত্রী পরিষেবা দেওয়ার জন্যই তাঁরা এই বিশেষ 8টি ট্রেন চালাচ্ছে ৷ ট্রেনগুলি হল শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, শিয়ালদহ-কামাখ্যা, হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং রাঙ্গাপারা পূর্ব-পুরী ভায়া নিউ জলপাইগুড়ি ৷ যাত্রীরা খুশি রেলের এই উদ্যোগে (Passengers are Happy) ৷
প্রসঙ্গত, গত 15 ও 22 মার্চ রানওয়েতে ফাটলের জেরে দীর্ঘ সময় বন্ধ ছিল বিমান চলাচল । ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা ।
আরও পড়ুন : Halkhata Ceremony Crisis: ডিজিটাল লেনদেনে অস্তিত্ব সংকটে হালখাতা