ETV Bharat / state

গাড়ির গোপন কুঠুরি থেকে উদ্ধার গাঁজা

author img

By

Published : Feb 5, 2020, 7:44 AM IST

শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়কের গোশালামোড় থেকে উদ্ধার 75 কেজি গাঁজা । প্রাথমিক ভাবে তল্লাশি চালিয়েও গাঁজার সন্ধান পাওয়া যায়নি । এরপরেই গোপন কুঠুরিগুলির সন্ধান পায় পুলিশ । গাড়িটির নম্বর প্লেট পালটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।

Ganja recovered
উদ্ধার গাঁজা

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি : গাড়ির গোপন কুঠুরি থেকে উদ্ধার গাঁজা । শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়কের গোশালামোড় থেকে উদ্ধার 75 কেজি গাঁজা । জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশের বিশেষ অভিযানে গতকাল গ্রেপ্তার হয় চার গাঁজা পাচারকারী ।

গাঁজা উদ্ধার নিয়ে কী বলছে পুলিশ

বিলাসবহুল গাড়ি । তার ডিকিতে টায়ার রাখার জায়গার নীচে সুন্দর ভাবে কুঠুরি বানানো হয়েছিল । বসার সিটের নিচেও রয়েছে কুঠুরি । দুই কুঠুরি মিলিয়ে ছিল 75 কেজি গাঁজা । গোপন সূত্রে খবর পেয়ে শহর লাগোয়া 27 নম্বর জাতীয় সড়কের গোশালা মোড় এলাকা থেকে গাড়িটিকে আটকায় কোতয়ালি থানার পুলিশ । ধৃতদের মধ্যে সুভাষ সরকারের (27) বাড়ি কোচবিহারে । বাকি রাজকুমার চৌধুরি (35), ভোলা মণ্ডল (22) ও মহম্মদ এরশাদ (35) বিহারের বাসিন্দা ।

Ganja recovered
গাড়ির ডিকিতে রাখা গাঁজা

প্রাথমিকভাবে তল্লাশি চালিয়েও গাঁজার সন্ধান পাওয়া যায়নি । এরপরেই গোপন কুঠুরিগুলির সন্ধান পায় পুলিশ । গাড়িটির নম্বর প্লেট পালটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।

জলপাইগুড়ি, 5 ফেব্রুয়ারি : গাড়ির গোপন কুঠুরি থেকে উদ্ধার গাঁজা । শিলিগুড়িগামী 27 নম্বর জাতীয় সড়কের গোশালামোড় থেকে উদ্ধার 75 কেজি গাঁজা । জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশের বিশেষ অভিযানে গতকাল গ্রেপ্তার হয় চার গাঁজা পাচারকারী ।

গাঁজা উদ্ধার নিয়ে কী বলছে পুলিশ

বিলাসবহুল গাড়ি । তার ডিকিতে টায়ার রাখার জায়গার নীচে সুন্দর ভাবে কুঠুরি বানানো হয়েছিল । বসার সিটের নিচেও রয়েছে কুঠুরি । দুই কুঠুরি মিলিয়ে ছিল 75 কেজি গাঁজা । গোপন সূত্রে খবর পেয়ে শহর লাগোয়া 27 নম্বর জাতীয় সড়কের গোশালা মোড় এলাকা থেকে গাড়িটিকে আটকায় কোতয়ালি থানার পুলিশ । ধৃতদের মধ্যে সুভাষ সরকারের (27) বাড়ি কোচবিহারে । বাকি রাজকুমার চৌধুরি (35), ভোলা মণ্ডল (22) ও মহম্মদ এরশাদ (35) বিহারের বাসিন্দা ।

Ganja recovered
গাড়ির ডিকিতে রাখা গাঁজা

প্রাথমিকভাবে তল্লাশি চালিয়েও গাঁজার সন্ধান পাওয়া যায়নি । এরপরেই গোপন কুঠুরিগুলির সন্ধান পায় পুলিশ । গাড়িটির নম্বর প্লেট পালটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।

Intro:জলপাইগুড়ি ঃ- বিলাশবহুল গাড়ির অভিনব কায়দায় গাঁজা পাচার।গোপন কুঠুরি থেকে গাঁজা উদ্ধারের পর চক্ষু চড়কগাছ পুলিশের। একটি বিলাশ বহুল গাড়ির দুটি কুঠুরি থেকে উদ্ধার বিপুল পরিমান গাঁজা।জলপাইগুড়ি শিলিগুড়িগামী ২৭ নম্বর জাতীয় সড়কের গোশালামোড় থেকে উদ্ধার গাঁজা। Body:জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ। অভিনব ভাবে গাঁজা পাচার করতে গিয়েও শেষ রক্ষা হল না পাচারকারীদের। উদ্ধার ৭৫ কেজি গাঁজা ।গ্রেপ্তার ৪ পাচারকারী। কোতয়ালি থানার পুলিশ মঙ্গলবার গোপন সুত্রে খবর পেয়ে শহর লাগোয়া ২৭ নং জাতীয় সড়কের গোশালা মোড় থেকে উদ্ধার হয় গাঁজা। ধৃতদের মধ্যে একজনের বাড়ি কোচবিহারে আর বাকি তিন যুবকের বাড়ি বিহারে। কোচবিহারের বাসিন্দা সুভাষ সরকার (২৭), রাজকুমার চৌধুরি(৩৫)বিহারের আরার বাসিন্দা,ভোলা মন্ডল (২২), মহম্মদ এরশাদ (৩৫)। কোচবিহারের মাথাভাঙ্গা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজাগুলোকে।Conclusion:বিলাশবহুল গাড়ির ডিকির টায়ার রাখার নিচে সুন্দর ভাবে কুঠুরি বানানো হয়েছিল। এছাড়া সিটের নিচে আলাদা চেম্বার করে গাঁজা পাচারের ছক করেছিল পাচারকারীরা। আজ সকালে জাতীয় সড়কের গোশালা মোড়ে গাড়িটি এলেই গাড়িটি ঘিরে ধরে পুলিশ। এরপর গাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ৷প্রাথমিক ভাবে তল্লাশি চালিয়েও গাঁজার সন্ধ্যান পাচ্ছিলেন না।এরপর গোপন কুঠুরির সন্ধ্যান পায় পুলিশ।গাড়িটির নম্বর প্লেট পাল্টে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.