ETV Bharat / state

ধর্মপুর গ্রাম পঞ্চায়েতও BJP-র দখলে, ময়নাগুড়ি ব্লকে কার্যত ক্ষমতা হারাল তৃণমূল - পঞ্চায়েত

ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি, মাধবডাঙা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পর ধর্মপুর দখল নেওয়ায় ময়নাগুড়ি অঞ্চলে কার্যত ক্ষমতায় নেই তৃণমূল ।

a
author img

By

Published : Jun 30, 2019, 7:40 PM IST

জলপাইগুড়ি, 30 জুন : BJP-তে যোগ ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানসহ ছয় সদস্যের । ফলে 12টি আসন নিয়ে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল BJP ।

ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি, মাধবডাঙা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পর ধর্মপুর দখল নেওয়ায় ময়নাগুড়ি অঞ্চলে কার্যত ক্ষমতায় নেই তৃণমূল । মোট 13টি আসন বিশিষ্ট ময়নাগুড়ির ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের 6টি আসন ছিল BJP-র এবং বাকি 7টি আসন ছিল তৃণমূলের । এরমধ্যে 6 জন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছাড়লেন । ফলে BJP-র সদস্য সংখ্যা দাঁড়াল 12 ।

গতকাল জলপাইগুড়িতে BJP-র জেলা কার্যালয়ে গিয়ে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ 6 জন BJP-তে যোগদান করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-র জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী, জেলা নেতা ধরিত্রীমোহন রায়, বাপি গোস্বামী সহ অন্যরা ।

জলপাইগুড়ি, 30 জুন : BJP-তে যোগ ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানসহ ছয় সদস্যের । ফলে 12টি আসন নিয়ে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল BJP ।

ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি, মাধবডাঙা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পর ধর্মপুর দখল নেওয়ায় ময়নাগুড়ি অঞ্চলে কার্যত ক্ষমতায় নেই তৃণমূল । মোট 13টি আসন বিশিষ্ট ময়নাগুড়ির ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের 6টি আসন ছিল BJP-র এবং বাকি 7টি আসন ছিল তৃণমূলের । এরমধ্যে 6 জন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছাড়লেন । ফলে BJP-র সদস্য সংখ্যা দাঁড়াল 12 ।

গতকাল জলপাইগুড়িতে BJP-র জেলা কার্যালয়ে গিয়ে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ 6 জন BJP-তে যোগদান করেন । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-র জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী, জেলা নেতা ধরিত্রীমোহন রায়, বাপি গোস্বামী সহ অন্যরা ।

Intro:Body:বিজেপি কার্যালয়ে গিয়ে প্রধান উপ প্রধান সহ ছয় তৃণমূলের পঞ্চায়েত যোগ দিল বিজেপিতে।১২ টি আসন নিয়ে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বলে দাবি বিজেপির।ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি,মাধবডাঙ্গা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পর এদিন ধর্মপুরের দখলে নেওয়াতে কার্যত ময়নাগুড়ি অঞ্চল ক্ষমতায় তৃনমুল আর নেই।মোট ১৩ টি আসন বিশিষ্ট ময়নাগুড়ির ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের মোট ছয়টি আসন ছিল বিজেপির এবং বাকি ৭ টি আসন ছিল তৃণমূলের।শনিবার জলপাইগুড়িতে বিজেপির জেলা কার্যালয়ে গিয়ে ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ ছয় জন বিজেপিতে যোগদান করেন।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবাশিষ চক্রবর্তী সহ জেলা নেতা ধরিত্রী মোহন রায়,বাপি গোস্বামী সহ আরো অনেকে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.