ETV Bharat / state

24 ঘণ্টায় জলপাইগুড়িতে কোরোনায় আক্রান্ত 57

জলপাইগুড়ি জেলায় একদিনে কোরোনায় আক্রান্ত 57 জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন ডাক্তার, পুলিশকর্মী ও বনকর্মীরা।

57 people tests corona positive in 24 hour in Jalpaiguri
57 people tests corona positive in 24 hour in Jalpaiguri
author img

By

Published : Jun 7, 2020, 2:22 PM IST

জলপাইগুড়ি, 7 জুন : 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 57 জন। জলপাইগুড়ি জেলার ঘটনা। গতকাল 19 জনের কোরোনা আক্রান্তের রিপোর্ট পজ়িটিভ আসে। আজ জেলায় নতুন করে আরও 38 জনের রিপোর্ট কোরোনা পজ়িটিভ আসে। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ডাক্তার, পুলিশকর্মী ও বনকর্মীরা রয়েছেন।

উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, “গতকাল 19 জনের পর আজ নতুন করে 38 জনের আক্রান্তের রিপোর্ট এসেছে। তাঁদের মধ্যে কেবলমাত্র ময়নাগুড়িতে 15 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মালবাজার, নাগরাকাটা, ধুপগুড়ি ও ময়নাগুড়িতে কোরোনা আক্রান্তের সংখ্যা বেশি। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের একজন ডাক্তার সহ এক স্বাস্থ্যকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন। ময়নাগুড়ি থানার এক ASI ও এক বনকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন।“

ময়নাগুড়িতে 15 জনের দেহে করোনা সংক্রমণের হদিশ মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের পরিযায়ী শ্রমিকদের স্ক্রিনিং হয়েছে, সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখান থেকেই সংক্রমণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

অপরদিকে, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের এক মহিলা ডাক্তার কোরোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ দুদিন আগেই হাসপাতালের চারজন স্বাস্থ্যকর্মীর কোরোনা সংক্রমনের হদিশ মিলেছিল। ফের আরও দুজনের সংক্রমণের খবরে কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বাকি আক্রান্তরা আমগুড়ি ও বৌলবাড়ি কোয়ারানটিনে সেন্টারের থাকা পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে।

জলপাইগুড়ি, 7 জুন : 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত 57 জন। জলপাইগুড়ি জেলার ঘটনা। গতকাল 19 জনের কোরোনা আক্রান্তের রিপোর্ট পজ়িটিভ আসে। আজ জেলায় নতুন করে আরও 38 জনের রিপোর্ট কোরোনা পজ়িটিভ আসে। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ডাক্তার, পুলিশকর্মী ও বনকর্মীরা রয়েছেন।

উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, “গতকাল 19 জনের পর আজ নতুন করে 38 জনের আক্রান্তের রিপোর্ট এসেছে। তাঁদের মধ্যে কেবলমাত্র ময়নাগুড়িতে 15 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মালবাজার, নাগরাকাটা, ধুপগুড়ি ও ময়নাগুড়িতে কোরোনা আক্রান্তের সংখ্যা বেশি। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের একজন ডাক্তার সহ এক স্বাস্থ্যকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন। ময়নাগুড়ি থানার এক ASI ও এক বনকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন।“

ময়নাগুড়িতে 15 জনের দেহে করোনা সংক্রমণের হদিশ মিলতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের পরিযায়ী শ্রমিকদের স্ক্রিনিং হয়েছে, সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখান থেকেই সংক্রমণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

অপরদিকে, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের এক মহিলা ডাক্তার কোরোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ দুদিন আগেই হাসপাতালের চারজন স্বাস্থ্যকর্মীর কোরোনা সংক্রমনের হদিশ মিলেছিল। ফের আরও দুজনের সংক্রমণের খবরে কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বাকি আক্রান্তরা আমগুড়ি ও বৌলবাড়ি কোয়ারানটিনে সেন্টারের থাকা পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.