ETV Bharat / state

জলপাইগুড়িতে ডাকাতির ছক ভেস্তে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার 5

আজ জলপাইগুড়ির জয়ন্তি পাড়ায় তেলের ট্যাঙ্কি এলাকায় অভিযান চালায় কোতয়ালি থানার পুলিশ ৷ সেখানেই ওই দুষ্কৃতীদের ধরে পুলিশ ৷ উদ্ধার হয় দেশি আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র ৷

5 arrested with gun and arms for the intentiond of robbery in jalpaiguri
জলপাইগুড়িতে ডাকাতির ছক ভেস্তে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 5
author img

By

Published : Apr 13, 2020, 8:05 PM IST

জলপাইগুড়ি, 13 এপ্রিল : লকডাউন মাঝেই ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে আগ্নেয়াস্ত্র-সহ 5 দুষ্কৃতীকে ৷ আজ জলপাইগুড়ির জয়ন্তি পাড়ায় তেলের ট্যাঙ্কি এলাকায় অভিযান চালায় কোতয়ালি থানায় পুলিশ ৷ সেখানেই ওই দুষ্কৃতীদের ধরে পুলিশ ৷ উদ্ধার হয় দেশি আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র ৷ ধৃতদের মধ্যে ভোলা মণ্ডল ও গণেশ পাসওয়ান জলপাইগুড়ি শহরের জয়ন্তি পাড়ার বাসিন্দা । এছাড়া অন্য ধৃতরা অর্থাৎ মনোজ মণ্ডল, সুমন কাহার, হাকারু পাসওয়ান তেলের ট্যাঙ্কির বাসিন্দা ৷

গতকাল কোতয়ালি থানার পুলিশ গোপন সুত্রে জানতে পারে কয়েকজন দুষ্কৃতী ডাকাতির ছক কষছে । এরপরেই পুলিশ জয়ন্তি পাড়ার তেলের ট্যাঙ্কি এলাকায় গোপনে অভিযান চালায় । সেখানেই 5 জনকে ধরতে পারে পুলিশ ৷ সকলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় । এরপর জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে ডাকাতির ছকের কথা । পুলিশ জানতে পারে, দুস্কৃতী দলটি শহর সংলগ্ন তোরোল পাড়ায় ডাকাতি করার ছক কষেছিল । তাদের থেকে দেশি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র মিলেছে ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতদের আজ আদালতে তোলা হয় ৷ বিচারক তাদের প্রত্যেককে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

জলপাইগুড়ি, 13 এপ্রিল : লকডাউন মাঝেই ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে আগ্নেয়াস্ত্র-সহ 5 দুষ্কৃতীকে ৷ আজ জলপাইগুড়ির জয়ন্তি পাড়ায় তেলের ট্যাঙ্কি এলাকায় অভিযান চালায় কোতয়ালি থানায় পুলিশ ৷ সেখানেই ওই দুষ্কৃতীদের ধরে পুলিশ ৷ উদ্ধার হয় দেশি আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র ৷ ধৃতদের মধ্যে ভোলা মণ্ডল ও গণেশ পাসওয়ান জলপাইগুড়ি শহরের জয়ন্তি পাড়ার বাসিন্দা । এছাড়া অন্য ধৃতরা অর্থাৎ মনোজ মণ্ডল, সুমন কাহার, হাকারু পাসওয়ান তেলের ট্যাঙ্কির বাসিন্দা ৷

গতকাল কোতয়ালি থানার পুলিশ গোপন সুত্রে জানতে পারে কয়েকজন দুষ্কৃতী ডাকাতির ছক কষছে । এরপরেই পুলিশ জয়ন্তি পাড়ার তেলের ট্যাঙ্কি এলাকায় গোপনে অভিযান চালায় । সেখানেই 5 জনকে ধরতে পারে পুলিশ ৷ সকলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় । এরপর জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে ডাকাতির ছকের কথা । পুলিশ জানতে পারে, দুস্কৃতী দলটি শহর সংলগ্ন তোরোল পাড়ায় ডাকাতি করার ছক কষেছিল । তাদের থেকে দেশি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র মিলেছে ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতদের আজ আদালতে তোলা হয় ৷ বিচারক তাদের প্রত্যেককে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.