ETV Bharat / state

প্যাঙ্গোলিনের আঁশ পাচার হচ্ছিল ভুটানে, গ্রেপ্তার ৪

প্যাঙ্গোলিনের আঁশ পাচারে গ্রেপ্তার ৪।

s
author img

By

Published : Mar 28, 2019, 4:05 AM IST

জলপাইগুড়ি, ২৮ মার্চ : সিকিম থেকে ভুটানে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের আগে চারজনকে গ্রেপ্তার করল বনদপ্তর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বন্যপ্রাণীর দেহাংশ। সিকিমের ওই ৪ বাসিন্দাকে গ্রেপ্তার করে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।

বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা সিকিমের রংপো থেকে ভুটান যাওয়ার রাস্তায় চেকিং শুরু করেন। চেকিং করার সময় সিকিম নম্বরের একটি গাড়িকে তাঁরা আটক করেন। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্যাঙ্গোলিনের আঁশ। যার ওজন ২ কেজি ৪০০ গ্রাম। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা সিকিমের ৪ বাসিন্দাকে। তারা হল কুমার সিনহা, লাল বাহাদুর থাপা, ওয়াংশেন শেরপা ও পাশাং শেরিং ভুটিয়া।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সঞ্জয় দত্ত জানান, সিকিমের গ্যাংটক থেকে ভুটানে চড়া দামে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল প্যাঙ্গোলিনের আঁশ। ধৃতদের জেরা করে বনদপ্তরের আধিকারিকরা জানতে পেরেছেন, সিকিমের জঙ্গলে প্যাঙ্গোলিনগুলিকে শিকার করা হয়েছিল। ধৃতরা মোট ১২টি প্যাঙ্গোলিন মেরেছিল। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

জলপাইগুড়ি, ২৮ মার্চ : সিকিম থেকে ভুটানে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের আগে চারজনকে গ্রেপ্তার করল বনদপ্তর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বন্যপ্রাণীর দেহাংশ। সিকিমের ওই ৪ বাসিন্দাকে গ্রেপ্তার করে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা।

বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা সিকিমের রংপো থেকে ভুটান যাওয়ার রাস্তায় চেকিং শুরু করেন। চেকিং করার সময় সিকিম নম্বরের একটি গাড়িকে তাঁরা আটক করেন। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্যাঙ্গোলিনের আঁশ। যার ওজন ২ কেজি ৪০০ গ্রাম। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা সিকিমের ৪ বাসিন্দাকে। তারা হল কুমার সিনহা, লাল বাহাদুর থাপা, ওয়াংশেন শেরপা ও পাশাং শেরিং ভুটিয়া।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সঞ্জয় দত্ত জানান, সিকিমের গ্যাংটক থেকে ভুটানে চড়া দামে বিক্রির জন্য পাচার করা হচ্ছিল প্যাঙ্গোলিনের আঁশ। ধৃতদের জেরা করে বনদপ্তরের আধিকারিকরা জানতে পেরেছেন, সিকিমের জঙ্গলে প্যাঙ্গোলিনগুলিকে শিকার করা হয়েছিল। ধৃতরা মোট ১২টি প্যাঙ্গোলিন মেরেছিল। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

Intro:জলপাইগুড়িঃস্ক্রুটিনির পর  প্রার্থীপদে আর বাঁধা রইল না বিজেপি প্রার্থীর ডাঃজয়ন্ত রায়ের। স্বস্তি ফিরল বিজেপির।জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের স্ক্রুটিনির পর ১৬ জন প্রার্থীর মনোনয়ন পত্রের মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হল।১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র গ্রহন হল। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে পাঁচটি রাজনৈতিক দল প্রার্থী দিলেও নির্দল প্রার্থী হিসেবে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে ৪ জন মনোনয়ন জমা করেছিলেন। তৃনমুল কংগ্রেস, কংগ্রেস,বিএসপি,সিপি আই(এম) ১ টি মনোনয়ন পত্র জমা দিলেও বিজেপি ৪ টি মনোনয়ন পত্র জমা দিয়েছিল। চারজন নির্দল প্রার্থীর মনোনয়নের মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা গেছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নির্বাচনী দপ্তর থেকে।যদিও বিজেপি জয়ন্ত রায়ের মনোনয়ন জমা দেবার পর গতকাল বিকল্প প্রার্থী হিসেবে দ্বিপেন প্রামানিককেই মনোনয়ন জমা করিয়েছিল।  বিজেপির প্রার্থী ডাঃ জয়ন্ত রায়ের প্রার্থীপদ বাতিলের আশঙ্কায় আরও ৩ জনের মনোনয়নের পত্র জমা
দিয়েছিল।আগামিকাল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।এখনো পর্যন্ত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ১২ জন প্রার্থীর মনোনয়ন গৃহিত হয়েছে। কে কে মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন তা আগামিকালই চুড়ান্ত হবে।

গতকালই ডাঃ জয়ন্ত রায় তার ইস্তফা পত্র রাজ্য সরকার গ্রহন করার পর তিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকে জমা দেন।এরপর তার প্রার্থীপদ নিয়ে আইনি জটিলতা কেটে যায়।এরপরেই আজ ৩ জনের মনোনয়ন তুলে নিয়েছেন বিজেপি।বিজেপি প্রার্থী দ্বিপেন প্রামানিক,প্রকাশ রায়
,ও রবীন্দ্রনাথ রায়ের মনোনয়ন তুলে নেয় বিজেপি।  


Body:WB-JAL-27MAR-8000-NOMINATION-ABHIJIT-7203427


Conclusion:WB-JAL-27MAR-8000-NOMINATIONL-ABHIJIT-7203427
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.