জলপাইগুড়ি, 23 অগস্ট: ডাকাতির উদ্দেশে বেরিয়ে গ্রেফতার চার যুবক। পুলিশি টহলদারিতে ডাকাতির ছক ভেস্তে গেল। পালাতে গিয়ে বাধা হয়ে দাড়াল বন্ধ রেল গেট। পুলিশের হাতে পাকড়াও চার। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরে। জানা গিয়েছে, মঙ্গলবার মাঝরাতে একটি পিকআপ ভ্যান গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ি শহরের দিকে ঢোকে। গোপন সূত্রে খবর থাকায়, ধূপগুড়ি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে সন্দেহভাজন গাড়িটিকে আটক করার চেষ্টা করলে গাড়িটি পালানোর চেষ্টা করে।
পুলিশ পিছু ধাওয়া করলে গাড়িটি ধূপগুড়ি স্টেশনের দিকে ঢুকে যায়। সেখানে রেলগেটের কাছে গেট বন্ধ থাকায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়। সেই সময় পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে। গাড়িটিতে তল্লাশি চালাতে গেলে দুইজন পালিয়ে যায়। বাকি চারজনকে গ্রেফতার করা হয়। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন দোরগোড়ায় এরই মধ্যে শহরের থেকে গ্রেফতার 4 দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, অপরাধমূলক কাজ সংগঠিত করার জন্য তারা জমায়েত করেছিল। নির্বাচনের কারণে পুলিশের মধ্যে ব্যাপক চাপ এই মুহূর্তে, এরই মধ্যে নতুন কোনও অপরাধ হয়ে গেলে প্রশাসনের উপরে চাপ কয়েক গুণ বাড়বে সে কথা আর বলার অপেক্ষা রাখে না।
আর এই কারণেই সাদা পোশাকের পুলিশের একটি দল হানা দেয় ওই এলাকায়। পুলিশি তৎপরতায় ধারালো অস্ত্র-সহ চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ধারালো অস্ত্র। পাশাপাশি পিকআপ ভ্যানটিকে বাজেয়াপ্ত থানায় নিয়ে আসা হয়েছে। যদিও বাকি দুইজন পুলিশের হাত ফসকে পালিয়ে যায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সম্পর্কে জানার চেষ্টা করছে পুলিশ। সেই সঙ্গে চারজনকেই আজ, বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
ধৃত চারজনই পার্শ্ববর্তী আলিপুরদুয়ার জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদের মধ্যে দুই জনের বাড়ি ফালাকাটা এলাকায় একজনের বাড়ি বীরপাড়া এলাকায় বাকি একজনের বাড়ি আলিপুরদুয়ারে। এবিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহলে উমেশ গণপত জানিয়েছেন, নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন পিকআপ ভ্যান পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করে ৷ সেসময় পিকআপ ভ্যানটির পিছনে ধাওয়া করে 16 নম্বর ওয়ার্ডের রেলগেটের কাছে গাড়িটিকে আটক করা হয়েছে। ওই গাড়িতে 6 জন ছিল তার মধ্যে দু'জন পালিয়ে গেলেও ওপর চার দুষ্কৃতীকে ধারালো অস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: এসটিএফের বড়সড় সাফল্য ! 60 লক্ষ টাকার বার্মাটিক কাঠ-সহ গ্রেফতার 2