ETV Bharat / state

জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা উন্নয়নে প্রস্তাব তিন সামাজিক সংগঠনের - জলপাইগুড়ি

জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের পক্ষে সুব্রত বাগচি বলেন, "আমরা তিনটি সংগঠন আজ উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেছি ৷ বেশকিছু অভিযোগ তোলা হয়েছে ৷ পরিষেবা উন্নয়নে প্রস্তাবও দিয়েছি ।"

3 social organizations have proposed to improve services of Jalpaiguri covid Hospital
3 social organizations have proposed to improve services of Jalpaiguri covid Hospital
author img

By

Published : Jun 2, 2021, 10:11 PM IST

জলপাইগুড়ি, 2 জুন : জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তুলে উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করল জলপাইগুড়ির তিনটি সামাজিক সংগঠন । এইসঙ্গে পরিষেবা উন্নয়নে স্বাস্থ্য দফতরকে সব রকমের সাহায্যের আশ্বাস দিল জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজ়েশন, রোটারি ক্লাব করলাভ্যালি ও জলপাইগুড়ি লায়ন্স ক্লাব । এদিন জলপাইগুড়ি ওয়েলফেয়ারের পক্ষ থেকে সঞ্জয় চক্রবর্তী, লায়ন্স ক্লাবের পক্ষে সুব্রত বাগচি, রোটারি ক্লাবের পক্ষে সুজয় রায় বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেন ।

জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের পক্ষে সুব্রত বাগচি বলেন, "আমরা তিনটি সংগঠন আজ উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেছি ৷ বেশকিছু অভিযোগ তোলা হয়েছে ৷ পরিষেবা উন্নয়নে প্রস্তাবও দিয়েছি । কারণ দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে, কোভিড হাসপাতালের খাওয়া-দাওয়া ভাল নয় । রোগীদের গরম জল দেওয়া হচ্ছে না । হাসপাতালে ঠিকমতো সাফাই হচ্ছে না ইত্যাদি ।"

আরও বলুন: টিকার ঘাটতি মেটাতে ফাইজার-মডার্নাকে বিশেষ সুবিধে দিতে পারে কেন্দ্র

সুব্রত বাগচি আরও বলেন, "প্রস্তাব দিয়েছি আমরা তিনটি সংগঠন কোভিড হাসপাতালের রোগীদের গরম খাবার দেব । হাসপাতালে আলাদা কিচেন করে সেখান থেকেই খাবার সরবরাহ করব । ম্যান পাওয়ার বাড়িয়ে সাফ সাফাই থেকে শুরু করে হেল্প ডেস্ক করতে চাই ৷ যাতে করে হাসপাতালের পরিষেবা উন্নত হয় ৷ এছাড়াও ফার্মাসি কলেজে যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে শেডের ব্যবস্থা নেই । আমরা প্রস্তাব দিয়েছি, যাতে টাউন ক্লাব স্টেডিয়ামে ভ্যাকসিন দেওয়া যায় ৷ আমাদের প্রস্তাবগুলি বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে ।"

এদিন উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাঃ সুশান্ত কুমার রায় বলেন, "তিনটি সংগঠন বেশ কিছু দাবি জানিয়েছে । তারা কোভিড হাসপাতালে কিচেন করতে চান, গরম খাবার দিতে চান রোগীদের । আমি জেলাশাসকের সঙ্গে কথা বলতে বলেছি । আমরা তাদের ভ্যাকসিন সেন্টার সরানোর প্রস্তাবটি নিয়ে ভাবছি ।"

জলপাইগুড়ি, 2 জুন : জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তুলে উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করল জলপাইগুড়ির তিনটি সামাজিক সংগঠন । এইসঙ্গে পরিষেবা উন্নয়নে স্বাস্থ্য দফতরকে সব রকমের সাহায্যের আশ্বাস দিল জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজ়েশন, রোটারি ক্লাব করলাভ্যালি ও জলপাইগুড়ি লায়ন্স ক্লাব । এদিন জলপাইগুড়ি ওয়েলফেয়ারের পক্ষ থেকে সঞ্জয় চক্রবর্তী, লায়ন্স ক্লাবের পক্ষে সুব্রত বাগচি, রোটারি ক্লাবের পক্ষে সুজয় রায় বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেন ।

জলপাইগুড়ি লায়ন্স ক্লাবের পক্ষে সুব্রত বাগচি বলেন, "আমরা তিনটি সংগঠন আজ উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেছি ৷ বেশকিছু অভিযোগ তোলা হয়েছে ৷ পরিষেবা উন্নয়নে প্রস্তাবও দিয়েছি । কারণ দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে, কোভিড হাসপাতালের খাওয়া-দাওয়া ভাল নয় । রোগীদের গরম জল দেওয়া হচ্ছে না । হাসপাতালে ঠিকমতো সাফাই হচ্ছে না ইত্যাদি ।"

আরও বলুন: টিকার ঘাটতি মেটাতে ফাইজার-মডার্নাকে বিশেষ সুবিধে দিতে পারে কেন্দ্র

সুব্রত বাগচি আরও বলেন, "প্রস্তাব দিয়েছি আমরা তিনটি সংগঠন কোভিড হাসপাতালের রোগীদের গরম খাবার দেব । হাসপাতালে আলাদা কিচেন করে সেখান থেকেই খাবার সরবরাহ করব । ম্যান পাওয়ার বাড়িয়ে সাফ সাফাই থেকে শুরু করে হেল্প ডেস্ক করতে চাই ৷ যাতে করে হাসপাতালের পরিষেবা উন্নত হয় ৷ এছাড়াও ফার্মাসি কলেজে যেখানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানে শেডের ব্যবস্থা নেই । আমরা প্রস্তাব দিয়েছি, যাতে টাউন ক্লাব স্টেডিয়ামে ভ্যাকসিন দেওয়া যায় ৷ আমাদের প্রস্তাবগুলি বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে ।"

এদিন উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাঃ সুশান্ত কুমার রায় বলেন, "তিনটি সংগঠন বেশ কিছু দাবি জানিয়েছে । তারা কোভিড হাসপাতালে কিচেন করতে চান, গরম খাবার দিতে চান রোগীদের । আমি জেলাশাসকের সঙ্গে কথা বলতে বলেছি । আমরা তাদের ভ্যাকসিন সেন্টার সরানোর প্রস্তাবটি নিয়ে ভাবছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.