ETV Bharat / state

বন্ধু খুনে যাবজ্জীবন

ময়নাগুড়িতে রেল লাইনের পাশে অরুপের গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ ৷ তদন্তে নেমে সেইদিনই পুলিশ গোপাল ও লিটনকে গ্রেপ্তার করে ৷ ওই দু’জনকে জেরায় পুলিশ আকাশ দত্তের নাম জানতে পারে ৷

3_murder_accuesd_booked_for_lifetime_imprisonment_by_dist_session_court
বন্ধুকে খুনে যাবজ্জীবন দোষী ৩ বন্ধুর
author img

By

Published : Oct 20, 2020, 6:34 PM IST

জলপাইগুড়ি, 20 অক্টোবর : বন্ধুকে খুনে দোষী সাব্য়স্ত তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা ৷ মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতের অতিরিক্ত সেশন জজ অনির্বাণ চৌধুরি দোষী 3 যুবকের সাজা ঘোষণা করেন ৷ সাজাপ্রাপ্ত তিন যুবক হল গোপাল রায়, আকাশ দত্ত ও লিটন গোস্বামী ৷ তিনজনের বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়িতে ৷ যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 10 হাজার টাকা করে জরিমানাও ঘোষণা করা হয়েছে ৷ অনাদায়ে আরও ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

2014 সালের 23 জুলাই জলপাইগুড়ি শহর এলাকার পাঙ্গা সাহেববাড়ি এলাকার বাসিন্দা অরুপ বিশ্বাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে এই তিনজন ৷ ময়নাগুড়িতে রেল লাইনের পাশে অরুপের গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ ৷ তদন্তে নেমে সেইদিনই পুলিশ গোপাল ও লিটনকে গ্রেপ্তার করে ৷ ওই দু’জনকে জেরায় পুলিশ আকাশ দত্তের নাম জানতে পারে ৷ এরপর তিনজনকে জেরায় পুলিশ জানতে পারে, তারা মৃত অরুপের বন্ধু ৷ ঘটনার দিন বাড়ি থেকে অরুপকে ডেকে নিয়ে যায় তারা ৷ এরপর ময়নাগুড়ি ওভার ব্রিজের পাশে তাঁকে গলা কেটে খুন করে গোপাল, আকাশ ও লিটন ৷ অরুপের বাইক, সোনার আংটি ও মোবাইলও ছিনতাই করে অভিযুক্তরা ৷ খুনের তদন্তের নেমে মোট 36 জনের সাক্ষ্য় গ্রহণ করে পুলিশ ৷

জলপাইগুড়ি, 20 অক্টোবর : বন্ধুকে খুনে দোষী সাব্য়স্ত তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা ৷ মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতের অতিরিক্ত সেশন জজ অনির্বাণ চৌধুরি দোষী 3 যুবকের সাজা ঘোষণা করেন ৷ সাজাপ্রাপ্ত তিন যুবক হল গোপাল রায়, আকাশ দত্ত ও লিটন গোস্বামী ৷ তিনজনের বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়িতে ৷ যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 10 হাজার টাকা করে জরিমানাও ঘোষণা করা হয়েছে ৷ অনাদায়ে আরও ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

2014 সালের 23 জুলাই জলপাইগুড়ি শহর এলাকার পাঙ্গা সাহেববাড়ি এলাকার বাসিন্দা অরুপ বিশ্বাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে এই তিনজন ৷ ময়নাগুড়িতে রেল লাইনের পাশে অরুপের গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ ৷ তদন্তে নেমে সেইদিনই পুলিশ গোপাল ও লিটনকে গ্রেপ্তার করে ৷ ওই দু’জনকে জেরায় পুলিশ আকাশ দত্তের নাম জানতে পারে ৷ এরপর তিনজনকে জেরায় পুলিশ জানতে পারে, তারা মৃত অরুপের বন্ধু ৷ ঘটনার দিন বাড়ি থেকে অরুপকে ডেকে নিয়ে যায় তারা ৷ এরপর ময়নাগুড়ি ওভার ব্রিজের পাশে তাঁকে গলা কেটে খুন করে গোপাল, আকাশ ও লিটন ৷ অরুপের বাইক, সোনার আংটি ও মোবাইলও ছিনতাই করে অভিযুক্তরা ৷ খুনের তদন্তের নেমে মোট 36 জনের সাক্ষ্য় গ্রহণ করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.