ETV Bharat / state

রাজগঞ্জে কিশোরীকে গণধর্ষণে ধৃত 3, বাকিদের খোঁজে তল্লাশি জারি

author img

By

Published : Sep 8, 2020, 10:34 PM IST

Updated : Sep 9, 2020, 5:56 PM IST

ধৃতদের বিরুদ্ধে 342, 376 (DA), 306, 34, 6/17 POCSO ধারায় মামলা রুজু করা হয়েছে ।

ধৃতদের তিনজনকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে

জলপাইগুড়ি, 8 সেপ্টেম্বর : রাজগঞ্জে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে হেপাজতে নিল পুলিশ । কিশোরীর দাদার অভিযোগের ভিত্তিতে ওই 3 জন গ্রেপ্তার করা হয় । দু'জন এখনও পলাতক । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

ধৃতদের শাস্তির দাবি জানিয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও কিশোরীর পরিবারের সদস্যরা । যদিও ধৃতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে ।

রাজগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে 342, 376 (DA), 306, 34, 6/17 POCSO ধারায় মামলা রুজু করা হয়েছে ।

এদিকে আজ ওই কিশোরীর বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় । তিনি বলেন, “মর্মান্তিক ঘটনা ঘটেছে । অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । আরও দু'জন পলাতক । আমি পুলিশকে বলেছি দোষীদের ধরে আইনানুগ ব্যবস্থা নিতে । রাজগঞ্জে একের পর এক ঘটনা ঘটেই চলেছে । এলাকায় ঠিকঠাক পরিবেশ ফিরে আসুক এটাই চাই ।”

আরও পড়ুন : গণধর্ষণের অভিযোগ, বিষ খেল 2 কিশোরী ; মৃত 1

অভিযোগ, রাজগঞ্জ ব্লকের সন্নাসীকাটা গ্রামপঞ্চায়েতের নবগ্রাম এলাকার আদিবাসী দুই বোন গত শুক্রবার সন্ধ্যায় দোকানে যায় । সেই সময় তাদের জোর করে চা বাগানের দিকে টেনে নিয়ে যায় কয়েকজন । সেখানে একজনকে গণধর্ষন ও অন্যজনের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । দ্বিতীয়জন পালিয়ে বাঁচে। এরপর ধর্ষিতা কিশোরী ও তার বোন বিষ খেয়ে নেয় । তাদের তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় । দ্বিতীয় জন হাসপাতালের বেডে শুয়েই জবানবন্দী দেয় । অভিযোগের ভিত্তিতে তিন যুবককে রাজগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে ।

জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপ যাদব বলেন, “আমরা গণধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছি। দু'জন পলাতক। ধৃতদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।” সদরের CI দিপোজ্জ্বল ভৌমিকের নেতৃত্বে রাজগঞ্জ থানার পুলিশ ৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে।

জলপাইগুড়ি, 8 সেপ্টেম্বর : রাজগঞ্জে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে হেপাজতে নিল পুলিশ । কিশোরীর দাদার অভিযোগের ভিত্তিতে ওই 3 জন গ্রেপ্তার করা হয় । দু'জন এখনও পলাতক । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

ধৃতদের শাস্তির দাবি জানিয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও কিশোরীর পরিবারের সদস্যরা । যদিও ধৃতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে ।

রাজগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে 342, 376 (DA), 306, 34, 6/17 POCSO ধারায় মামলা রুজু করা হয়েছে ।

এদিকে আজ ওই কিশোরীর বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় । তিনি বলেন, “মর্মান্তিক ঘটনা ঘটেছে । অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । আরও দু'জন পলাতক । আমি পুলিশকে বলেছি দোষীদের ধরে আইনানুগ ব্যবস্থা নিতে । রাজগঞ্জে একের পর এক ঘটনা ঘটেই চলেছে । এলাকায় ঠিকঠাক পরিবেশ ফিরে আসুক এটাই চাই ।”

আরও পড়ুন : গণধর্ষণের অভিযোগ, বিষ খেল 2 কিশোরী ; মৃত 1

অভিযোগ, রাজগঞ্জ ব্লকের সন্নাসীকাটা গ্রামপঞ্চায়েতের নবগ্রাম এলাকার আদিবাসী দুই বোন গত শুক্রবার সন্ধ্যায় দোকানে যায় । সেই সময় তাদের জোর করে চা বাগানের দিকে টেনে নিয়ে যায় কয়েকজন । সেখানে একজনকে গণধর্ষন ও অন্যজনের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । দ্বিতীয়জন পালিয়ে বাঁচে। এরপর ধর্ষিতা কিশোরী ও তার বোন বিষ খেয়ে নেয় । তাদের তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয় । দ্বিতীয় জন হাসপাতালের বেডে শুয়েই জবানবন্দী দেয় । অভিযোগের ভিত্তিতে তিন যুবককে রাজগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে ।

জলপাইগুড়ির পুলিশ সুপার প্রদীপ যাদব বলেন, “আমরা গণধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছি। দু'জন পলাতক। ধৃতদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।” সদরের CI দিপোজ্জ্বল ভৌমিকের নেতৃত্বে রাজগঞ্জ থানার পুলিশ ৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে।

Last Updated : Sep 9, 2020, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.