জলপাইগুড়ি, 5 নভেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে 250 কেজি গাঁজা উদ্ধার করল স্পেশাল অপারেশন গ্রুপ । জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ আর রাজগঞ্জ থানা যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল (Ganja Recovered) ৷
জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে খবর আসে জাতীয় সড়ক দিয়ে গাঁজা পাচার করা হবে । সেই মোতাবেক জলপাইগুড়ি শিলিগুড়িগামী 31 নং জাতীয় সড়কের একটি কনটেনারকে আটকায় পুলিশ । তল্লাশি চালাতেই গোপন কুঠুরি থেকে বেরিয়ে আসে গাঁজা 250 কেজি গাঁজা । গাড়ির সঙ্গে থাকা তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
আরও পড়ুন: এগরায় প্রায় 170 কিলো গাঁজা-সহ আটক 1
জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, গোপন খবরের ভিত্তিতেই 250 কেজি গাঁজা উদ্ধার হয়েছে । তিনজন গ্রেফতার হয়েছে । ধৃতদের নাম যশবিন্দর সিং (35), বাবু সিং (25), জিন্দার সিং (54) । ধৃতরা সবাই পঞ্জাবের সাংগো জেলার বাসিন্দা । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে আসামের গুয়াহাটি থেকে গাঁজা নিয়ে তারা কলকাতায় যাচ্ছিল । তাদের বিরুদ্ধে এনডিপিএস (Narcotic Drugs and Psychotropic Substances Act) ধারায় মামলা রুজু করেছে রাজগঞ্জ থানার পুলিশ । ধৃতদের আজ আদালতে তোলা হবে ।