ধুপগুড়ি, ১ মে : আজ সকালে ধুপগুড়ি হাসপাতালের পাশে একটি নদীর পাড় থেকে এক যুবতির সংজ্ঞাহীন দেহ উদ্ধার হয় । তার পরিবার জানিয়েছে, গতকাল বিকেল থেকে সে নিখোঁজ ছিল । অভিযোগ, ২২ বছরের ওই যুবতিকে ধর্ষণ করে ফেলে গিয়েছিল দুষ্কৃতীরা । ওই যুবতি বিবাহিত এবং তার দুই সন্তান আছে । সে গাদং কথাপাড়া এলাকায় বাপের বাড়িতে থাকত ।
আজ সকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে যুবতির বাবা ঘটনাস্থানে গিয়ে তাকে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভরতি করায় । আশঙ্কাজনক অবস্থায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ধুপগুড়ি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, যুবতির যৌনাঙ্গে আঘাত রয়েছে এবং রক্তপাত হয়েছে ।
ঘটনার খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে যায় । সেখানে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে । পুলিশ সুত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।