ETV Bharat / state

জলপাইগুড়িতে বন্যপ্রাণীর দেহাংশসহ গ্রেপ্তার ২

বন্যপ্রাণীর দেহাংশপাচারের আগে দুই পাচারকারীকে গ্রেপ্তার করল বনবিভাগ। বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা গণ্ডারের দেহাংশ পাচারের ঘটনায় একটি বেসরকারি বাস থেকে তাদের গ্রেপ্তার করেন তারা।

উদ্ধার হওয়া গণ্ডারের হাড়
author img

By

Published : Apr 22, 2019, 1:35 PM IST

Updated : Apr 22, 2019, 1:40 PM IST

জলপাইগুড়ি, 22 এপ্রিল : বন্যপ্রাণীর দেহাংশসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল বনবিভাগ । জলপাইগুড়ি-শিলিগুড়িগামী জাতীয় সড়কের ঘটনা। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে গণ্ডারের পায়ের হাড় উদ্ধার হয় । যার ওজন এক কেজি । পাশাপাশি তাদের কাছ থেকে একই নম্বরের দু'টি ভিন্ননামের আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

আজ জলপাইগুড়ি-শিলিগুড়িগামী জাতীয় সড়কের একটি বেসরকারি বাস থেকে দু'জনকে গ্রেপ্তার করেন বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। তাঁদের কাছে খবর ছিল ওই বাস দিয়ে বন্যপ্রাণীর দেহাংশ পাচার করা হবে। খবর মিলতেই যাত্রী সেজে বাসে নজরদারি চালান বনকর্মীরা। এরপরেই তাঁরা ওই দুজনকে গ্রেপ্তার করেন।

বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয় । তিনি বলেন, "জলপাইগুড়ি-শিলিগুড়িগামী জাতীয় সড়ক দিয়ে বেসরকারি বাসে করে গণ্ডারের দেহাংশটিকে পাচার করা হচ্ছিল । আমাদের কর্মীরা যাত্রী সেজে বাসে উঠে নজরদারি চালিয়ে পাচারকারীদের গ্রেপ্তার করে।" তিনি আরও বলেন, "জয়গাঁ এলাকার এক বাসিন্দা তাদেরকে এই দেহাংশ দেয় শিলিগুড়ি নিয়ে যাওয়ার জন্য । সেখান থেকে তারা এটিকে নেপালে পাচারের ছক কষেছিল । ভোটের জন্য ছোটো গাড়িতে চেকিং হচ্ছে তাই তারা বাসে করে পাচার করছিল।"

জলপাইগুড়ি, 22 এপ্রিল : বন্যপ্রাণীর দেহাংশসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল বনবিভাগ । জলপাইগুড়ি-শিলিগুড়িগামী জাতীয় সড়কের ঘটনা। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে গণ্ডারের পায়ের হাড় উদ্ধার হয় । যার ওজন এক কেজি । পাশাপাশি তাদের কাছ থেকে একই নম্বরের দু'টি ভিন্ননামের আধার কার্ড উদ্ধার করা হয়েছে।

আজ জলপাইগুড়ি-শিলিগুড়িগামী জাতীয় সড়কের একটি বেসরকারি বাস থেকে দু'জনকে গ্রেপ্তার করেন বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। তাঁদের কাছে খবর ছিল ওই বাস দিয়ে বন্যপ্রাণীর দেহাংশ পাচার করা হবে। খবর মিলতেই যাত্রী সেজে বাসে নজরদারি চালান বনকর্মীরা। এরপরেই তাঁরা ওই দুজনকে গ্রেপ্তার করেন।

বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয় । তিনি বলেন, "জলপাইগুড়ি-শিলিগুড়িগামী জাতীয় সড়ক দিয়ে বেসরকারি বাসে করে গণ্ডারের দেহাংশটিকে পাচার করা হচ্ছিল । আমাদের কর্মীরা যাত্রী সেজে বাসে উঠে নজরদারি চালিয়ে পাচারকারীদের গ্রেপ্তার করে।" তিনি আরও বলেন, "জয়গাঁ এলাকার এক বাসিন্দা তাদেরকে এই দেহাংশ দেয় শিলিগুড়ি নিয়ে যাওয়ার জন্য । সেখান থেকে তারা এটিকে নেপালে পাচারের ছক কষেছিল । ভোটের জন্য ছোটো গাড়িতে চেকিং হচ্ছে তাই তারা বাসে করে পাচার করছিল।"

Last Updated : Apr 22, 2019, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.