ETV Bharat / state

লোকালয়ে চিতাবাঘ, আহত 2

ঘটনাস্থানে পৌঁছায় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা । পরে বন্যপ্রাণী বিভাগের কর্মীরাও ঘটনাস্থানে আসেন ।

author img

By

Published : Jan 23, 2021, 8:51 PM IST

2 injured while leopard attacked in village
2 injured while leopard attacked in village

জলপাইগুড়ি, 23 জানুয়ারি : সাপ্টিবাড়িতে চিতাবাঘের হানা । আহত দুই গ্রামবাসী । আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । ঘটনাস্থানে ময়নাগুড়ি থানার পুলিশ পৌছেছে ।

চিতাবাঘের আক্রমণে আহত স্থানীয় বাসিন্দা হরিশচন্দ্র রায় ও সিতেশ রায়-ডাকুয়া । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে সাপ্টিবাড়ির বাসিন্দা হরিপদ রায়-নস্করের চা বাগানে হানা দেয় চিতাবাঘটি । স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে বন বিভাগকে ফোন করা হলেও সময় মতো বন বিভাগ পৌছায়নি ।

আরও পড়ুন : চা শ্রমিকদের 26 টাকা মজুরি বৃদ্ধিতে নারাজ শ্রমিক ও বিরোধী সংগঠন

এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা । পরে বন্যপ্রাণী বিভাগের কর্মীরাও ঘটনাস্থানে আসেন । চিতাবাঘের আক্রমণ থেকে বাঁচতে হাতে লাঠি নিয়ে পাহাড়া দিচ্ছেন ।

জলপাইগুড়ি, 23 জানুয়ারি : সাপ্টিবাড়িতে চিতাবাঘের হানা । আহত দুই গ্রামবাসী । আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । ঘটনাস্থানে ময়নাগুড়ি থানার পুলিশ পৌছেছে ।

চিতাবাঘের আক্রমণে আহত স্থানীয় বাসিন্দা হরিশচন্দ্র রায় ও সিতেশ রায়-ডাকুয়া । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে সাপ্টিবাড়ির বাসিন্দা হরিপদ রায়-নস্করের চা বাগানে হানা দেয় চিতাবাঘটি । স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে বন বিভাগকে ফোন করা হলেও সময় মতো বন বিভাগ পৌছায়নি ।

আরও পড়ুন : চা শ্রমিকদের 26 টাকা মজুরি বৃদ্ধিতে নারাজ শ্রমিক ও বিরোধী সংগঠন

এদিকে খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা । পরে বন্যপ্রাণী বিভাগের কর্মীরাও ঘটনাস্থানে আসেন । চিতাবাঘের আক্রমণ থেকে বাঁচতে হাতে লাঠি নিয়ে পাহাড়া দিচ্ছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.