জলপাইগুড়ি, 17 এপ্রিল : লকডাউন অমান্য করে রাস্তায় । তার উপর মুখে মাস্কও নেই । এই কারণে জলপাইগুড়ি শহরের একাধিক এলাকায় অভিযান চালিয়ে 15 জনকে গ্রেপ্তার করল পুলিশ ।
বাইরে বেরোলেই মাস্ক পরা বাধ্যতামূলক । কয়েকদিন আগে রাজ্য সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে । ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলাকে ক্লাস্টার এলাকা বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরও হুঁশ ফেরেনি অনেকের। দিন কয়েক ধরে জলপাইগুড়ির একাধিক এলাকায় এদিক ওদিক ঘুরতে দেখা যায় অনেককে । খবর পেয়ে অভিযানে নামে পুলিশ । আজ শহরের কদমতলা, দিনবাজার, মার্চেন্ট রোড, পান্ডাপাড়া, 3 নম্বর গুমটি সহ একাধিক এলাকায় অভিযান চালানো হয় । মোট 15 জন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।
এবিষয়ে জলপাইগুড়ি থানার পুলিশের তরফে জানানো হয়, লকডাউনের পর থেকে জলপাইগুড়িতে প্রায় প্রতিদিন মাইকিং চলছে । কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে । বলা হয়েছে, অপ্রয়োজনে বাড়ি থেকে বের হলে 188 নম্বর ধারায় মামলা রুজু করে জেলে পাঠানো হবে। তবুও আজ রাস্তায় অযথা ঘুরতে দেখা যায় এই যুবকদের । প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । আগামীদিনেও চলবে এই অভিযান ।