ETV Bharat / state

জলপাইগুড়িতে কোরোনা আক্রান্ত আরও 14 জন

author img

By

Published : Jun 23, 2020, 6:50 PM IST

জলপাইগুড়ি জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত 14জন । সুস্থ হয়েছেন 17 জন।

14 persons tested corona positive in Jalpaiguri
14 persons tested corona positive in Jalpaiguri

জলপাইগুড়ি, 23 জুন : জলপাইগুড়ি জেলায় নতুন করে আরও 14 জনের শরীরে মিলল কোরোনা সংক্রমণের হদিস । জেলায় এই নিয়ে কোরোনো আক্রান্তের সংখ্যা ছাড়াল 300।

অপরদিকে, জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতাল থেকে আজ নতুন করে 17 জনকে ছুটি দেওয়া হবে।

কোরোনা মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, “জলপাইগুড়ি জেলায় নতুন করে 14 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে । তাঁদের প্রত্যেককে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আমাদের সেফ হোমে এখনও কাউকে ভরতি করতে হয়নি। জলপাইগুড়ি কোভিড হাসপাতালে 78 জন চিকিৎসাধীন রয়েছেন। আমরা গতকাল 14 জনের ছুটি দিয়েছি। আজ আবার 17 জনকে ছুটি দেওয়া হচ্ছে।”

এদিন ডাঃ সুশান্ত রায় আরও বলেন, “আমরা যদি সামাজিক দূরত্ব না মানি তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। কারন কে কোরোনা আক্রান্ত আমরা কিন্তু জানি না। ফলে শারীরিক দূরত্ব না মেনে চললে কিন্তু অন্যের থেকে কোরোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েই যাবে।”

জলপাইগুড়ি, 23 জুন : জলপাইগুড়ি জেলায় নতুন করে আরও 14 জনের শরীরে মিলল কোরোনা সংক্রমণের হদিস । জেলায় এই নিয়ে কোরোনো আক্রান্তের সংখ্যা ছাড়াল 300।

অপরদিকে, জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতাল থেকে আজ নতুন করে 17 জনকে ছুটি দেওয়া হবে।

কোরোনা মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, “জলপাইগুড়ি জেলায় নতুন করে 14 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে । তাঁদের প্রত্যেককে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আমাদের সেফ হোমে এখনও কাউকে ভরতি করতে হয়নি। জলপাইগুড়ি কোভিড হাসপাতালে 78 জন চিকিৎসাধীন রয়েছেন। আমরা গতকাল 14 জনের ছুটি দিয়েছি। আজ আবার 17 জনকে ছুটি দেওয়া হচ্ছে।”

এদিন ডাঃ সুশান্ত রায় আরও বলেন, “আমরা যদি সামাজিক দূরত্ব না মানি তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। কারন কে কোরোনা আক্রান্ত আমরা কিন্তু জানি না। ফলে শারীরিক দূরত্ব না মেনে চললে কিন্তু অন্যের থেকে কোরোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েই যাবে।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.