জলপাইগুড়ি , 3 এপ্রিল : কোরোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন ৷ এবার এই লকডাউন না মানার অপরাধে জলপাইগুড়ির একাধিক এলাকা থেকে গ্রেপ্তার হল 14 জনকে ।
আজ ধৃত 14 জনের বিরুদ্ধেই 188 ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয় ৷ লকডাউনের পর থেকে প্রায় প্রতিদিনই পুলিশের পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা করা হচ্ছে, বাড়ি থেকে না বেরোনোর জন্য ৷ বলা হয়েছিল, অপ্রয়োজনে বাড়ি থেকে বের হলে 188 ধারায় মামলা রুজু করে জেলে পাঠানো হবে । কিন্তু কোনওভাবেই তা মানছে না অনেকেই । তাই আজ বিশেষ অভিযান চালায় জলপাইগুড়ি থানার পুলিশ ৷
পুলিশের প্রচার সত্ত্বেও জলপাইগুড়ি শহর ও শহরতলি এলাকার কয়েকজন সরকারি নির্দেশকে উপেক্ষা করে বিভিন্ন জায়গায় জমায়েত করে ৷ আজ জলপাইগুড়ি থানার পুলিশ সরকারি নির্দেশ না মানে রাস্তায় বেরোনো মোট 14 জন যুবককে গ্রেপ্তার করে ।
জলপাইগুড়ির কদমতলা, দিনবাজার, মার্চেন্ট রোড, 3 নম্বর ঘুমটি সহ একাধিক এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। তারা জানিয়েছে, ধৃত 14 জনই জলপাইগুড়ি শহরের বাসিন্দা ৷