ETV Bharat / state

Stampede in Jalpaiguri: আলুর বন্ড নেওয়াকে কেন্দ্র করে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে 13 জন আহত - আলু

আলুর বন্ড কেনার লাইনে হুড়োহুড়ি ৷ যে ঘটনায় 13 জন পদপিষ্ট হয়ে আহত হয়েছেন ৷ জলপাইগুড়ির ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে (People Stampede in Jalpaiguri) ৷

People Stampede in Jalpaiguri ETV BHARAT
People Stampede in Jalpaiguri
author img

By

Published : Mar 10, 2023, 9:06 PM IST

জলপাইগুড়িতে আলুর বন্ড কেনাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা

জলপাইগুড়ি, 10 মার্চ: আলুর বন্ড নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি মোহিতনগরের হিমঘরে ৷ আগে বন্ড নেওয়ার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন 13 জন (13 People Injure in Stampede in Rush to Get Potato Bonds) ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন কৃষকরা ৷ আজ সকালে হিমঘরের গেট খুলতেই সকলে হুড়োহুড়ি শুরু করে দেন ৷ একসঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করেন ৷ আর তাতেই বিপত্তি বাঁধে ৷ একজন আরেকজনের উপরে পড়ে যান ৷ ফলে পদপিষ্ট হয়ে অনেকে আহত হয়েছেন ৷ বিশেষত মহিলারা ৷ এই ঘটনায় আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এই ঘটনার খবর পেয়ে হিমঘড়ে পৌঁছন জেলার পুলিশ আধিকারিকরা ৷ পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো ঘটনাস্থলে পৌঁছন ৷ তাঁর সামনেই বিশৃঙ্খলা তৈরি হয় ৷ এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ৷ এই ঘটনায় আলুর বন্ড কেনার জন্য আসা এক মহিলা জানিয়েছেন, তাঁরা ভোর থেকে লাইনে ছিলেন ৷ কিন্তু, সকালে হিমঘরের গেট খুলতেই পিছন থেকে লোকজন ধাক্কা মেরে ঢোকার চেষ্টা করেন ৷ আর তার জেরে সামনের দিকে থাকায় তাঁরা নীচে পড়ে যান ৷ তাঁদের উপরেও অনেকে পড়ে যান ৷

আবার কারও অভিযোগ, সামনে যাঁরা লাইনে ছিলেন তাঁদের ভুলের কারণেই পদপিষ্টের ঘটনা ঘটেছে ৷ লাইনের সামনের লোকজন হিমঘরে গেট ধাক্কা দিয়ে খুলে দেওয়ায় সবাই নীচে পড়ে গিয়েছে ৷ আবারও কেউ কেউ বহিরাগত তথা কালোবাজারিদের এর জন্য দায়ী করেছেন ৷ তাঁদের অভিযোগ বহিরাগতরা ঢুকে বন্ড বিক্রি বন্ধ করতে ঝামেলা করেছে ৷

আরও পড়ুন: বাজারে আলুর দাম না পেয়ে ক্ষতির মুখে কৃষকরা

অন্যদিকে, আলুর বন্ড কেনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় বাহাদূর গ্রামপঞ্চায়েতের গঙ্গা হিমঘরে ৷ এদিন বেলা বাড়ার পর হিমঘর কর্তৃপক্ষ আজকের মতো বন্ড বিক্রি বন্ধ করে দেয় ৷ সেই ঘোষণার পরেই উত্তপ্ত হয়ে ওঠে বাহাদূর গ্রামপঞ্চায়েতের গঙ্গা হিমঘর ৷ পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা ৷ এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ পালটা কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ এরপর পুলিশ চলে গেলে ক্ষিপ্ত জনতা হিমঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷ এর পরেই পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতোর নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে যায় ৷ মালবাজার ও মেটেলি থেকে বাহিনী পাঠানো হয় পরিস্থিতি সামাল দিতে ৷

জলপাইগুড়িতে আলুর বন্ড কেনাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা

জলপাইগুড়ি, 10 মার্চ: আলুর বন্ড নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি মোহিতনগরের হিমঘরে ৷ আগে বন্ড নেওয়ার হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন 13 জন (13 People Injure in Stampede in Rush to Get Potato Bonds) ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন কৃষকরা ৷ আজ সকালে হিমঘরের গেট খুলতেই সকলে হুড়োহুড়ি শুরু করে দেন ৷ একসঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করেন ৷ আর তাতেই বিপত্তি বাঁধে ৷ একজন আরেকজনের উপরে পড়ে যান ৷ ফলে পদপিষ্ট হয়ে অনেকে আহত হয়েছেন ৷ বিশেষত মহিলারা ৷ এই ঘটনায় আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এই ঘটনার খবর পেয়ে হিমঘড়ে পৌঁছন জেলার পুলিশ আধিকারিকরা ৷ পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো ঘটনাস্থলে পৌঁছন ৷ তাঁর সামনেই বিশৃঙ্খলা তৈরি হয় ৷ এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ৷ এই ঘটনায় আলুর বন্ড কেনার জন্য আসা এক মহিলা জানিয়েছেন, তাঁরা ভোর থেকে লাইনে ছিলেন ৷ কিন্তু, সকালে হিমঘরের গেট খুলতেই পিছন থেকে লোকজন ধাক্কা মেরে ঢোকার চেষ্টা করেন ৷ আর তার জেরে সামনের দিকে থাকায় তাঁরা নীচে পড়ে যান ৷ তাঁদের উপরেও অনেকে পড়ে যান ৷

আবার কারও অভিযোগ, সামনে যাঁরা লাইনে ছিলেন তাঁদের ভুলের কারণেই পদপিষ্টের ঘটনা ঘটেছে ৷ লাইনের সামনের লোকজন হিমঘরে গেট ধাক্কা দিয়ে খুলে দেওয়ায় সবাই নীচে পড়ে গিয়েছে ৷ আবারও কেউ কেউ বহিরাগত তথা কালোবাজারিদের এর জন্য দায়ী করেছেন ৷ তাঁদের অভিযোগ বহিরাগতরা ঢুকে বন্ড বিক্রি বন্ধ করতে ঝামেলা করেছে ৷

আরও পড়ুন: বাজারে আলুর দাম না পেয়ে ক্ষতির মুখে কৃষকরা

অন্যদিকে, আলুর বন্ড কেনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় বাহাদূর গ্রামপঞ্চায়েতের গঙ্গা হিমঘরে ৷ এদিন বেলা বাড়ার পর হিমঘর কর্তৃপক্ষ আজকের মতো বন্ড বিক্রি বন্ধ করে দেয় ৷ সেই ঘোষণার পরেই উত্তপ্ত হয়ে ওঠে বাহাদূর গ্রামপঞ্চায়েতের গঙ্গা হিমঘর ৷ পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা ৷ এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ পালটা কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ এরপর পুলিশ চলে গেলে ক্ষিপ্ত জনতা হিমঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷ এর পরেই পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতোর নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে যায় ৷ মালবাজার ও মেটেলি থেকে বাহিনী পাঠানো হয় পরিস্থিতি সামাল দিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.