ETV Bharat / state

জলপাইগুড়ি কোরোনা হাসপাতাল থেকে ছুটি 13 জনের - Jalpaiguri

আজ জলপাইগুড়ি কোরোনা হাসপাতাল থেকে ছাড়া পেলেন 13জন । বর্তমানে আর বর্তমানে চারজন পুরুষ ও দু'জন মহিলার চিকিৎসা চলছে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের SARI বিভাগে ।

কোরোনা
কোরোনা
author img

By

Published : Apr 26, 2020, 10:26 PM IST

জলপাইগুড়ি, 26 এপ্রিল : জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের সারভাইলেন্স ফর সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (SARI) বিভাগে চিকিৎসাধীন থাকা 13জনকে ছুটি দেওয়া হল । কোরোনা নেই এই ডিসচার্জ সার্টিফিকেট হাতে বাড়ি ফিরলেন তাঁরা । কোরোনা উপসর্গ নিয়ে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে তৈরি কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই 13জন । বর্তমানে চারজন পুরুষ ও দু'জন মহিলার চিকিৎসা চলছে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের SARI বিভাগে ।

কোরোনা হাসপাতালের SARI বিভাগে ছুটি পাওয়া 13জনের মধ্যে কারও জ্বর, সর্দি কারও আবার গলায় ব্যথা ছিল । জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করতে এলে ট্র্যাভেল হিস্ট্রি-সহ খোঁজ নিয়ে কোরোনা হাসপাতালে ভরতির পরামর্শ দেন চিকিৎসকরা । তারপর থেকেই তাঁদের চিকিৎসা চলছিল কোরোনা হাসপাতালের SARI বিভাগে । ময়নাগুড়ির এক রোগীকে কোরোনা হাসপাতালের ভরতি করা হয়েছিল । কিন্তু, রিপোর্ট আসার আগেই তাঁর কোরোনা হয়েছে বলে গুজব ছড়াতে থাকে । তাঁর রিপোর্ট নেগেটিভ আসায় আজ তাঁকেও ছুটি দেওয়া হয় ।

জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার চিকিৎসক গয়ারাম নস্কর জানান, "কোরোনার লক্ষণ দেখা দেওয়ায় প্রথমে কোরোনা হাসপাতালের SARI বিভাগে রেখে চিকিৎসা করা হয় । সোয়াব পরীক্ষাও করা হয় । রিপোর্ট নেগেটিভ আসে । কোরোনা ওয়ার্ডে কাউকেই স্থানান্তরিত করতে হয়নি । বিশ্ববাংলা ক্রিড়াঙ্গনে কোরোনা হাসপাতালের SARI বিভাগে 19জন ভরতি ছিলেন । আজ তাঁদের মধ্যে 13জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । সকলেই সুস্থ । সেই কারণে তাঁদের ছুটি দেওয়া হয়েছে । বাকি চিকিৎসাধীন ছ'জনের সোয়াব পরীক্ষার ব্যবস্থা করা হবে ।" এক সুস্থ রোগী জানান, "আজ কোরোনা নেগেটিভ রিপোর্ট হাতে পেয়ে বাড়ি ফিরছি । অনেকেই আতঙ্কে ছিল ।"

জলপাইগুড়ি, 26 এপ্রিল : জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের সারভাইলেন্স ফর সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (SARI) বিভাগে চিকিৎসাধীন থাকা 13জনকে ছুটি দেওয়া হল । কোরোনা নেই এই ডিসচার্জ সার্টিফিকেট হাতে বাড়ি ফিরলেন তাঁরা । কোরোনা উপসর্গ নিয়ে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে তৈরি কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই 13জন । বর্তমানে চারজন পুরুষ ও দু'জন মহিলার চিকিৎসা চলছে জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের SARI বিভাগে ।

কোরোনা হাসপাতালের SARI বিভাগে ছুটি পাওয়া 13জনের মধ্যে কারও জ্বর, সর্দি কারও আবার গলায় ব্যথা ছিল । জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করতে এলে ট্র্যাভেল হিস্ট্রি-সহ খোঁজ নিয়ে কোরোনা হাসপাতালে ভরতির পরামর্শ দেন চিকিৎসকরা । তারপর থেকেই তাঁদের চিকিৎসা চলছিল কোরোনা হাসপাতালের SARI বিভাগে । ময়নাগুড়ির এক রোগীকে কোরোনা হাসপাতালের ভরতি করা হয়েছিল । কিন্তু, রিপোর্ট আসার আগেই তাঁর কোরোনা হয়েছে বলে গুজব ছড়াতে থাকে । তাঁর রিপোর্ট নেগেটিভ আসায় আজ তাঁকেও ছুটি দেওয়া হয় ।

জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার চিকিৎসক গয়ারাম নস্কর জানান, "কোরোনার লক্ষণ দেখা দেওয়ায় প্রথমে কোরোনা হাসপাতালের SARI বিভাগে রেখে চিকিৎসা করা হয় । সোয়াব পরীক্ষাও করা হয় । রিপোর্ট নেগেটিভ আসে । কোরোনা ওয়ার্ডে কাউকেই স্থানান্তরিত করতে হয়নি । বিশ্ববাংলা ক্রিড়াঙ্গনে কোরোনা হাসপাতালের SARI বিভাগে 19জন ভরতি ছিলেন । আজ তাঁদের মধ্যে 13জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । সকলেই সুস্থ । সেই কারণে তাঁদের ছুটি দেওয়া হয়েছে । বাকি চিকিৎসাধীন ছ'জনের সোয়াব পরীক্ষার ব্যবস্থা করা হবে ।" এক সুস্থ রোগী জানান, "আজ কোরোনা নেগেটিভ রিপোর্ট হাতে পেয়ে বাড়ি ফিরছি । অনেকেই আতঙ্কে ছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.