জলপাইগুড়ি, 22 জুলাই : সাধারণ কোবরা দেখলেই ভয়ে সিটিয়ে যায় মানুষ ৷ এ তো কিং কোবরা, দীর্ঘকায় বিষধর সাপ ৷ ময়নাগুড়ি ব্লকের রামশাই চোড়াই মোড় এলাকায় দেবেন রায়ের চা বাগান থেকে উদ্ধার হল এটি ৷ 12 ফুট লম্বা এই সাপটিকে দেখতে ভিড় জমায় এলাকার মানুষ ৷
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে ময়নাগুড়ি ব্লকের রামশাই চোড়াই মোড় এলাকায় দেবেন রায়ের চা বাগানের কর্মীরা দেখতে পায় 12 ফুট লম্বা ওই কিং কোবরাটিকে ৷ তড়িঘড়ি বাগান থেকে বেরিয়ে খবর দেওযা হয় ময়নাগুড়ি রোডের পরিবেশ প্রেমী সংগঠনে ৷ এরপর নন্দু রায় তাঁর টিম নিয়ে ঘটনাস্থানে হাজির হয় ৷ খবর পেয়ে আসে গরুমারা বন্যপ্রাণী বিভাগের রামশাই মোবাইল রেঞ্জের কর্মীরা ৷ দুই দলের সহযোগিতায় কিংকোবরাটি উদ্ধার করে খাঁচাবন্দি করেন । এই দৃশ্য দেখতে ভিড় জমায় স্থানীয়রা ৷
বন্যপ্রাণীপ্রেমী নন্দু রায় জানান, পাশেই গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল ৷ সেখান থেকেই লোকালয়ে চলে আসে কিংকোবরাটি । এরপরই এলাকায় কিংকোবরা থাকার আতঙ্কে রয়েছে স্থানীয়রা ৷