নাগরাকাটা, 25 ফেব্রুয়ারি : স্কুলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরীর । দুর্ঘটনায় আহত আরও চার । আজ সকালে নাগরাকাটা স্টেশন সংলগ্ন রেল ওভারব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে । মৃতার নাম রেশমি ওরাওঁ(14) । আহতদের নাম লাভলি গোয়ালা, নিতা ওরাওঁ, সরস্বতী মুণ্ডা এবং প্রীতিকা মুণ্ডা । সকলের বাড়ি হিলা চা বাগানের 12 নম্বর লাইনে ।
আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা ট্রাকের, বর্ধমানে মৃত 4
স্থানীয়রা জানায়, সকালে স্কুলে গিয়ে ব্যাগ রেখে পাশের এক আত্মীয়ের বাড়িতে যায় ওই পাঁচজন । সেখানে সকাল ন'টা নাগাদ ওভারব্রিজের রেললাইন পার করে স্কুলে যাচ্ছিল । সেই সময় হঠাৎ শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী একটি প্যাসেঞ্জার ট্রেন ধাক্কা মারে তাদের ।
স্থানীয়রা 5 জনকে উদ্ধার করে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যায় । সেখানকার চিকিৎসকরা রেশমিকে মৃত বলে ঘোষণা করে । বাকিরা চিকিৎসাধীনে রয়েছে ।