কলকাতা, 13 নভেম্বর : স্বজনহারাদের ঘরে ফেরাতে জুড়ি মেলা ভার এই প্রযুক্তির ৷ 'হ্য়াম রেডিয়ো' নামে বিশেষ এই ওয়্যারলেস ব্যবস্থা বিগত বেশ কয়েকবছর ধরে বেশ জনপ্রিয় হয়েছে এর বিশেষ সম্প্রচার ব্যবস্থা এবং কার্যকারিতার জন্য ৷ ফের হ্য়াম রেডিয়ো প্রযুক্তিতে হাওড়া থেকে প্রিয়জনকে ফিরে পেল বিহারের এক পরিবার ৷
6 বছর আগে ছটপুজোর সময় বিহারের বাকা জেলার রিজাউন থানার লিলাতরি গ্রাম থেকে হারিয়ে গিয়েছিলেন বছর আঠাশের মনোজ পাসোয়ান। কয়েকবছর পর সেই ছটপুজোর আবহেই হারানো ভাগ্নেকে ফিরে পেয়ে চোখের জলে ভাসলেন তাঁর মামা। বাড়ির ছেলেকে পুনরায় ফিরে পাওয়ার আশা প্রায় একপ্রকার ছেড়েই দিয়েছিল মনোজের পরিবার ৷ সেই সময়ে দূত হয়ে দেখা দেয় হ্য়াম রেডিয়ো ৷ হঠাৎই মনোজের খবর পায় তাঁর পরিবার। এদিন হাওড়ার নবজীবন থেকে ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসেন মনোজের বাবা ও মামা।
2019 সালের 4 মে কলকাতার জে কে মিত্র রোড থেকে মনোজকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন মিশনারিজ অফ চ্যারিটির সিস্টাররা। সে সময় চলার শক্তি হারিয়েছিলেন মনোজ। পরে মনোরোগ বিশেষজ্ঞের সহায়তায় তাঁকে একটু-একটু করে সুস্থ করে তোলা হয় হাওড়ার নবজীবনে। দীর্ঘদিন ধরে চিকিৎসা করে মনোজ কিছুটা সুস্থ হলে তাঁর সাথে কথা বলে তাঁর পরিচয় জানার চেষ্টা করা হয়। কখনো ভাগলপুর কখনো অন্য কোনও জায়গার কথা বলতে থাকেন মনোজ। তবে তিনি যে বিহারের বাসিন্দা সেটা বুঝতে পারা যায়।
আরও পড়ুন : নগরপাল পরিচয়ে প্রতারণা, তদন্তে কলকাতা পুলিশ
এরপরেই হ্যাম রেডিয়োর সঙ্গে যোগাযোগ করে মনোজের বিষয়ে খবর নিতে অনুরোধ করেন নবজীবন কর্তৃপক্ষ। হ্যাম রেডিয়ো তাদের যোগাযোগ কাজে লাগিয়ে খোঁজ খবর শুরু করে। বহুদিন ধরে বিহারের বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার পর অবশেষে মনোজের প্রিয়জনদের খোঁজ পায় হ্যাম রেডিয়ো। ছটপুজোর দিন বাড়ির লোকেদের সাথে কথা বলেন মনোজ। শনিবার সকালে পরিবারের তরফে মনোজের বাবা ও মামা তাঁকে নিতে আসেন হাওড়ায়। দীর্ঘদিন বাদে ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবার।