হাওড়া, 19 নভেম্বর : কার্তিকপুজোর নিরঞ্জনে যেতে গিয়ে জেনারেটরে মাথার চুল আটকে মৃত্যু হল মহিলার । ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুরের । মৃতের নাম ডলি হাজরা (40) ।
জগৎবল্লভপুরের মাজু অঞ্চলের ফিঙ্গাগাছি গ্রামে মেয়ের বাড়ির কার্তিকপুজোয় এসেছিলেন কলকাতার শ্যামবাজারের জলি হাজরা । সেখানেই গতকাল কার্তিকপুজোর নিরঞ্জনে যাচ্ছিলেন তিনি । যে গাড়িতে তিনি ছিলেন তাতে একটি জেনারেটর রাখা ছিল । ওই জেনারেটরে মাথার চুল আটকে মৃত্যু হয় মহিলার । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মহিলার মাথায় চুল আটকে যাওয়ায় ঘাড় ভেঙে যায় । সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর ।
আজ ভোর 5 টা নাগাদ জগৎবল্লভপুর থানার পুলিশ এসে দেহটি হাওড়া পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় ।