ETV Bharat / state

জেনারেটরে মাথার চুল আটকে মৃত্যু মহিলার - চুল আটকে মৃত্যু হল মহিলার

হাওড়ায় কার্তিকপুজোর নিরঞ্জনে যেতে গিয়ে জেনারেটরে চুল আটকে মৃত্যু হল মহিলার ।

ডলি হাজরা
author img

By

Published : Nov 19, 2019, 1:57 PM IST

হাওড়া, 19 নভেম্বর : কার্তিকপুজোর নিরঞ্জনে যেতে গিয়ে জেনারেটরে মাথার চুল আটকে মৃত্যু হল মহিলার । ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুরের । মৃতের নাম ডলি হাজরা (40) ।

জগৎবল্লভপুরের মাজু অঞ্চলের ফিঙ্গাগাছি গ্রামে মেয়ের বাড়ির কার্তিকপুজোয় এসেছিলেন কলকাতার শ্যামবাজারের জলি হাজরা । সেখানেই গতকাল কার্তিকপুজোর নিরঞ্জনে যাচ্ছিলেন তিনি । যে গাড়িতে তিনি ছিলেন তাতে একটি জেনারেটর রাখা ছিল । ওই জেনারেটরে মাথার চুল আটকে মৃত্যু হয় মহিলার । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মহিলার মাথায় চুল আটকে যাওয়ায় ঘাড় ভেঙে যায় । সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর ।

আজ ভোর 5 টা নাগাদ জগৎবল্লভপুর থানার পুলিশ এসে দেহটি হাওড়া পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

হাওড়া, 19 নভেম্বর : কার্তিকপুজোর নিরঞ্জনে যেতে গিয়ে জেনারেটরে মাথার চুল আটকে মৃত্যু হল মহিলার । ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুরের । মৃতের নাম ডলি হাজরা (40) ।

জগৎবল্লভপুরের মাজু অঞ্চলের ফিঙ্গাগাছি গ্রামে মেয়ের বাড়ির কার্তিকপুজোয় এসেছিলেন কলকাতার শ্যামবাজারের জলি হাজরা । সেখানেই গতকাল কার্তিকপুজোর নিরঞ্জনে যাচ্ছিলেন তিনি । যে গাড়িতে তিনি ছিলেন তাতে একটি জেনারেটর রাখা ছিল । ওই জেনারেটরে মাথার চুল আটকে মৃত্যু হয় মহিলার । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মহিলার মাথায় চুল আটকে যাওয়ায় ঘাড় ভেঙে যায় । সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর ।

আজ ভোর 5 টা নাগাদ জগৎবল্লভপুর থানার পুলিশ এসে দেহটি হাওড়া পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

Intro:

গত কাল রাতে মাজু অঞ্চলের ফিঙ্গাগাছি গ্রামের কার্তিক পূজার এসেছিল ডলি হাজরা। তিনি তার মেয়ের বাড়িতে দুদিন ছিলেন। মেয়ের বাড়িতে কার্তিক পুজোর অনুষ্ঠানে এসেছিলেন তিনি। ভাসানের দিন সন্ধ্যা কার্তিক ঠাকুর কে নিয়ে ভাসানে যেতে গিয়ে পথের মধ্যেই জেনারেটরে মাথার চুল জরিয়ে মারা গেলেন শ্যামবাজারের বাসিন্দা দলই হাজরা (৫৫)। মহিলা কার্তিক ঠাকুর ভাষণের সময় ভ্যানের উপর বসতে যাবার সময় জেনারেটরে মাথার চুল আটকে মৃত্যু বলে মৃতার পরিবার সূত্রে খবর।
পরিবারের সদস্য বাপ্পা কর জানান তার ভাইয়ের কার্তিক পুজোতে তিনি এসেছিলেন। দুদিন ধরে খুব আনন্দ করেছে পরিবারের সদস্যরা। গতকাল রাতে ভাসানের সময় বাড়ির ও পাড়ার অনেকে উপস্থিত ছিল। ভাষণে সবাই নাচতে নাচতে খুব আনন্দ করছিল। কখন সে ইঞ্জিন ভ্যানে গিয়ে বসল কেউ দেখে নি। মাথার খোলা চুল জেনারেটরের সাথে জড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তিনি আরো জানান মৃতা মহিলা তাকে খুব ভালোবাসতেন।
অপরদিকে মৃতার ননদ কেয়া দাস জানান তিনি ঘটনাস্থলে ছিলেন না। ঘটনা ঘটার কিছু আগে তিনি বাড়ি চলে যান। বাকিরা সকলে ছিল ভাসানে। তিনি ঘটনা ঘটার ১ ঘন্টা পরে জানতে পারেন। তিনি জানান মৃতা ডলি হাজরা সম্পর্কে তার ননদ হতেন।
দুর্ঘটনা ঘটার পরেই জগৎবল্লভপুর থানায় জানানো হলেও তারা আসে নি। পরিবারের এক সদস্য জানান আজ ভোর ৫ টা নাগাদ থানা থেকে পুলিশ আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এভাবে আকস্মিক দুর্ঘটনায় পরিবারের সদস্যার মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। ঘটনায় এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে।Body:BConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.