ETV Bharat / state

জগৎবল্লভপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় শিবরাজ সিং চৌহ্বান - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

জগৎবল্লভপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান ৷ কালীতলা থেকে এই পরিবর্তন যাত্রার সূচনা করেন শিবরাজ সিং চৌহ্বান ৷ এই পরিবর্তন যাত্রা আগামীকাল দক্ষিণেশ্বর পৌঁছাবে ৷

west-bengal-assembly-election-2021-madhya-pradesh-cm-shivraj-singh-chauhan-on-the-bjps-paribartan-jatra-in-jagatballavpur
জগৎবল্লভপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় শিবরাজ সিং চৌহ্বান
author img

By

Published : Feb 28, 2021, 6:19 PM IST

হাওড়া, 28 ফেব্রুয়ারি : হাওড়ার জগৎবল্লভপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় হাজির মধ্যপ্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান ৷ আর সেই পরিবর্তন যাত্রাকে ঘিরে উন্মাদনা বিজেপির কর্মীদের মধ্যে ৷ এদিনের পরিবর্তন যাত্রায় শিবরাজ সিং চৌহ্বানের সঙ্গে এদিন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া এবং হাওড়ার বিজেপির যুব মোর্চার নেতা ওম প্রকাশ সিং ৷

আজকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হলো হাওড়া জগৎবল্লভপুর থেকে । কালীতলা থেকে যাত্রা শুরু হয় দুপুর সাড়ে বারোটা নাগাদ। এই রথযাত্রা সূচনা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান । উপস্থিত ছিলেন হাওড়া জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা ও সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আশা বিধায়ক বৈশালী ডালমিয়া সহ জেলা যুব মোর্চার, যুব সভাপতি ওম প্রকাশ সিং। এদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ এই রথ হাওড়া সদরে ডোমজুড় হয়ে আলমপুর এবং হাওড়া আন্দুল রোড দিয়ে দানেশ শেখ লেনে পৌঁছায় এই রথ।

আরও পড়ুন : কালীঘাটের চোর ধরা পড়বে : লকেট চট্টোপাধ্যায়

আবার সেখান থেকে বেরিয়ে আগামীকাল ইছাপুর হয়ে শানপুর মোড় থেকে বাইপাস ধরে দক্ষিণেশ্বর পৌঁছাবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ । এই রথকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো ছিল ৷ রথকে স্বাগত জানাতে বিভিন্ন জায়গায় ফুলের মালা নিয়ে কর্মীরা জমায়েত হয়। তবে একই দিনে সংযুক্ত বাংলা মোর্চার ব্রিগেড এবং বিজেপির রথযাত্রা থাকায় পরিস্থিতি সামাল দিতে নাভিশ্বাস উঠছে প্রশাসনের।

জগৎবল্লভপুরে পরিবর্তন যাত্রায় শিবরাজ সিং চৌহ্বান

হাওড়া, 28 ফেব্রুয়ারি : হাওড়ার জগৎবল্লভপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় হাজির মধ্যপ্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান ৷ আর সেই পরিবর্তন যাত্রাকে ঘিরে উন্মাদনা বিজেপির কর্মীদের মধ্যে ৷ এদিনের পরিবর্তন যাত্রায় শিবরাজ সিং চৌহ্বানের সঙ্গে এদিন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া এবং হাওড়ার বিজেপির যুব মোর্চার নেতা ওম প্রকাশ সিং ৷

আজকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হলো হাওড়া জগৎবল্লভপুর থেকে । কালীতলা থেকে যাত্রা শুরু হয় দুপুর সাড়ে বারোটা নাগাদ। এই রথযাত্রা সূচনা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান । উপস্থিত ছিলেন হাওড়া জেলা বিজেপির সভাপতি সুরজিৎ সাহা ও সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আশা বিধায়ক বৈশালী ডালমিয়া সহ জেলা যুব মোর্চার, যুব সভাপতি ওম প্রকাশ সিং। এদিনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ এই রথ হাওড়া সদরে ডোমজুড় হয়ে আলমপুর এবং হাওড়া আন্দুল রোড দিয়ে দানেশ শেখ লেনে পৌঁছায় এই রথ।

আরও পড়ুন : কালীঘাটের চোর ধরা পড়বে : লকেট চট্টোপাধ্যায়

আবার সেখান থেকে বেরিয়ে আগামীকাল ইছাপুর হয়ে শানপুর মোড় থেকে বাইপাস ধরে দক্ষিণেশ্বর পৌঁছাবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ । এই রথকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো ছিল ৷ রথকে স্বাগত জানাতে বিভিন্ন জায়গায় ফুলের মালা নিয়ে কর্মীরা জমায়েত হয়। তবে একই দিনে সংযুক্ত বাংলা মোর্চার ব্রিগেড এবং বিজেপির রথযাত্রা থাকায় পরিস্থিতি সামাল দিতে নাভিশ্বাস উঠছে প্রশাসনের।

জগৎবল্লভপুরে পরিবর্তন যাত্রায় শিবরাজ সিং চৌহ্বান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.