হাওড়া, 17 ফেব্রুয়ারি : সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতম বলেই পরিচিত ডোমজুড়ের সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জ্যোতির্ময় ঘোষ ।এলাকায় গোপাল ঘোষ নামে পরিচিত । গত মাসে রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে বেসুরো হয়েছিলেন । ঠিক তখনই তার পাশে দাঁড়িয়েছিলেন গোপাল ঘোষ । তিনি দলীয় পতাকা এবং চিহ্ন ছাড়াই এলাকায় বেশ কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠান করেন । তাঁকে বিজেপির উত্তরীয় পরতেও দেখা যায় । এমনকি রীতিমতো সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন গোপাল ঘোষ।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো কাজের লোককে সেচ দপ্তর থেকে সরিয়ে দেওয়ায় তিনি ক্ষোভ উগরে দেন । সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসাবে তাঁকে বিজেপি পার্টি অফিসে একাধিকবার দেখা গিয়েছে । এরপরই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে । বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা ছিল । কিন্তু এই সিদ্ধান্ত যখন তিনি পরিবারের লোককে জানান, তখনই শুরু হয় অশান্তি ।
তাঁর মা দুর্গা ঘোষ, তাঁকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন । গোপালবাবু বলেন, তাঁর মা বিজেপিতে যোগদান নিয়ে আপত্তি করায় তিনি সিদ্ধান্ত বদল করেন । তিনি আর বিজেপিতে যোগদান করতে চান না । তৃণমূল থেকেই কাজ করতে চান । তিনি স্বীকার করেন কিছুটা আবেগতাড়িত হয়ে তিনি ওইরকম সিদ্ধান্ত নিয়েছিলেন । পরে বিবেকের কাছে তিনি প্রশ্ন তুলে পিছিয়ে আসেন ।
আরও পড়ুন : শুভেন্দু ‘পরিবর্তনের আর এক নাম’, কী বোঝাতে চাইলেন মুকুল ?
তিনি দাবি করেন ডোমজুড়ের উন্নয়ন তাঁর দলের নেতৃত্বে হয়েছে । সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অপ্রাসঙ্গিক । সব শক্তি দিয়ে লড়াই করে ডোমজুরে তৃণমূল প্রার্থীকে জয়ী করাবেন ।
তার মা দুর্গা ঘোষ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী । তিনি রাজ্যের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন । তাই ছেলেকে বিজেপিতে যোগদানের মানা করেছেন ।