ETV Bharat / state

বেআইনি অস্ত্র তৈরির কারখানার সন্ধান হাওড়ায় - বেআইনি অস্ত্র

হাওড়ার ব্যাঁটরায় বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পেলেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা । চাঞ্চল্য এলাকায় ।

বেআইনি অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলল হাওড়ায়
বেআইনি অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলল হাওড়ায়
author img

By

Published : Mar 15, 2021, 10:58 PM IST

Updated : Mar 16, 2021, 3:14 PM IST

ব্যাঁটরা , 15 মার্চ : বিধানসভার ভোটের আগে ফের হাওড়ায় বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস মিলল । ভোটের আগে এই ঘটনায় জোর কদমে তদন্ত শুরু করেছেন হাওড়ার সিটি পুলিশের আধিকারিকরা । খবর পেয়ে দিনকয়েক আগে মধ্য হাওড়ার ব্যাঁটরা থানা এলাকায় কাঁটা পুকুর লেনে একটি লেদ কারখানায় অভিযান চালান সিটি পুলিশের গোয়েন্দারা ।

আরও পড়ুন : জলপাইগুড়িতে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত যুবক

সেখানে গিয়ে তাঁরা দেখেন বেআইনিভাবে সেভেন এম এম পিস্তলের যন্ত্রাংশ তৈরি করা হচ্ছিল । হাতেনাতে তিনজনকে ধরে ফেলেন সিটি পুলিশের গোয়েন্দারা । প্রচুর পরিমাণ যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয় । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হল গোপাল আদক, সুপ্রকাশ সামন্ত ও সাতকড়ি কুণ্ডু । এরা সকলেই হাওড়ার উদয়নারায়ণপুরের সোনামুখী এলাকার বাসিন্দা । কারখানার মালিক শংকর হাজরা জানান, বছর পাঁচেক আগে দুটি লেদ মেশিন তিনি ভাড়া দিয়েছিলেন । এক একটি মেশিন বাবদ 3100 টাকা ভাড়া পেতেন । তবে ওই মেশিনে যে বন্দুক তৈরির পার্টস বানানো হত তা তিনি জানতেন না ।

ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে হাওড়ার সিটি পুলিশ । ভোটের মুখে এই বেআইনি আগ্নেয়াস্ত্র কোথায় পাঠানো হত সব দিক খতিয়ে দেখছেন গোয়েন্দারা । এর সাথে আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র বিক্রির চক্রের কোনো যোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

ব্যাঁটরা , 15 মার্চ : বিধানসভার ভোটের আগে ফের হাওড়ায় বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস মিলল । ভোটের আগে এই ঘটনায় জোর কদমে তদন্ত শুরু করেছেন হাওড়ার সিটি পুলিশের আধিকারিকরা । খবর পেয়ে দিনকয়েক আগে মধ্য হাওড়ার ব্যাঁটরা থানা এলাকায় কাঁটা পুকুর লেনে একটি লেদ কারখানায় অভিযান চালান সিটি পুলিশের গোয়েন্দারা ।

আরও পড়ুন : জলপাইগুড়িতে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত যুবক

সেখানে গিয়ে তাঁরা দেখেন বেআইনিভাবে সেভেন এম এম পিস্তলের যন্ত্রাংশ তৈরি করা হচ্ছিল । হাতেনাতে তিনজনকে ধরে ফেলেন সিটি পুলিশের গোয়েন্দারা । প্রচুর পরিমাণ যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয় । পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হল গোপাল আদক, সুপ্রকাশ সামন্ত ও সাতকড়ি কুণ্ডু । এরা সকলেই হাওড়ার উদয়নারায়ণপুরের সোনামুখী এলাকার বাসিন্দা । কারখানার মালিক শংকর হাজরা জানান, বছর পাঁচেক আগে দুটি লেদ মেশিন তিনি ভাড়া দিয়েছিলেন । এক একটি মেশিন বাবদ 3100 টাকা ভাড়া পেতেন । তবে ওই মেশিনে যে বন্দুক তৈরির পার্টস বানানো হত তা তিনি জানতেন না ।

ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে হাওড়ার সিটি পুলিশ । ভোটের মুখে এই বেআইনি আগ্নেয়াস্ত্র কোথায় পাঠানো হত সব দিক খতিয়ে দেখছেন গোয়েন্দারা । এর সাথে আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র বিক্রির চক্রের কোনো যোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : Mar 16, 2021, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.