ETV Bharat / state

যাদের দরকারে পাই, তাদের সরকারে চাই ; বার্তা নিয়ে প্রচারে দীপ্সিতা - election campaign by Dipsita Dhar at Bali

হাওড়ার বালিতে নির্বাচনী প্রচার শুরু করলেন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর ৷

dipsita dhar
দীপ্সিতা ধর
author img

By

Published : Mar 12, 2021, 10:26 AM IST

Updated : Mar 12, 2021, 11:45 AM IST

বালি, 12 মার্চ : প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর নির্বাচনী প্রচারে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর ৷ নিজের বিধানসভা কেন্দ্র বালির অন্তর্গত বালি বাজারে জনসংযোগ সারলেন ৷ কথা বললেন স্থানীয়দের সঙ্গে ৷ শুনলেন তাঁদের সমস্যার কথা ৷

আরও পড়ুন : আজ মনোনয়ন পেশ শুভেন্দুর, নন্দীগ্রামে থাকছেন স্মৃতি-ধর্মেন্দ্ররা

বুধবার সন্ধ্যায় হাওড়ার বালির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় দীপ্সিতার ৷ যাদের দরকারে পাই, তাদের সরকারে চাই; এই বার্তা নিয়ে গতকাল বালি বাজার, রাসবাড়ি এলাকায় প্রচারে যোগ দেন তিনি ৷ কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে ৷ প্রবীণদের আশীর্বাদ নেন ৷ তরুণ এই প্রার্থীকে ঘিরে স্থানীয় বাম কর্মী, সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে ৷ সবার কথা শোনেন তিনি ৷ আশ্বস্ত করেন ক্ষমতায় এলে তাঁদের সমস্যার সমাধান করবেন ৷ পাশাপাশি নিজের নামে দেওয়াল লিখনেও হাত লাগান ৷

আরও পড়ুন : ফের বাংলায় স্টার ক্যাম্পেনার যোগী, হেভিওয়েট প্রচারে নামছে বিজেপি

অন্যদিকে হাওড়ার ডোমজুড়ে সংযুক্ত মোর্চার প্রার্থী উত্তম বেরার সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে । নিজের নামের দেওয়াল লেখেন প্রার্থী নিজেই । বাঁকড়ার বেশ কিছু এলাকায় দলীয় পতাকা নিয়ে নির্বাচনী প্রচার করেন সিপিআইএম প্রার্থী । এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন । তাঁদের সমস্যাগুলি মনোযোগ দিয়ে শোনেন । পাশাপাশি ক্ষমতায় এলে সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে বলে প্রতিশ্রুতি দেন ৷

বালি, 12 মার্চ : প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর নির্বাচনী প্রচারে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর ৷ নিজের বিধানসভা কেন্দ্র বালির অন্তর্গত বালি বাজারে জনসংযোগ সারলেন ৷ কথা বললেন স্থানীয়দের সঙ্গে ৷ শুনলেন তাঁদের সমস্যার কথা ৷

আরও পড়ুন : আজ মনোনয়ন পেশ শুভেন্দুর, নন্দীগ্রামে থাকছেন স্মৃতি-ধর্মেন্দ্ররা

বুধবার সন্ধ্যায় হাওড়ার বালির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় দীপ্সিতার ৷ যাদের দরকারে পাই, তাদের সরকারে চাই; এই বার্তা নিয়ে গতকাল বালি বাজার, রাসবাড়ি এলাকায় প্রচারে যোগ দেন তিনি ৷ কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে ৷ প্রবীণদের আশীর্বাদ নেন ৷ তরুণ এই প্রার্থীকে ঘিরে স্থানীয় বাম কর্মী, সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে ৷ সবার কথা শোনেন তিনি ৷ আশ্বস্ত করেন ক্ষমতায় এলে তাঁদের সমস্যার সমাধান করবেন ৷ পাশাপাশি নিজের নামে দেওয়াল লিখনেও হাত লাগান ৷

আরও পড়ুন : ফের বাংলায় স্টার ক্যাম্পেনার যোগী, হেভিওয়েট প্রচারে নামছে বিজেপি

অন্যদিকে হাওড়ার ডোমজুড়ে সংযুক্ত মোর্চার প্রার্থী উত্তম বেরার সমর্থনে দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে । নিজের নামের দেওয়াল লেখেন প্রার্থী নিজেই । বাঁকড়ার বেশ কিছু এলাকায় দলীয় পতাকা নিয়ে নির্বাচনী প্রচার করেন সিপিআইএম প্রার্থী । এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন । তাঁদের সমস্যাগুলি মনোযোগ দিয়ে শোনেন । পাশাপাশি ক্ষমতায় এলে সাধারণ মানুষের সমস্যার সমাধান হবে বলে প্রতিশ্রুতি দেন ৷

Last Updated : Mar 12, 2021, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.