ETV Bharat / state

বালিতে অভিষেককে নিশানা বাবুলের, তোপ মমতাকেও

author img

By

Published : Mar 2, 2021, 8:09 AM IST

বালিতে বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

west bengal assembly election 2021: babul supriyo attacks abhishek banerjee
বালিতে অভিষেককে নিশানা বাবুলের, তোপ মমতাকেও

হাওড়া, 2 ফেব্রুয়ারি: কৃষ্ণ কৃষ্ণ হরে হরে - ভাইপো যাবে শ্রী ঘরে। হাওড়ার বালিতে বিজেপির পরিবর্তন যাত্রার সমাবেশে এ ভাবেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । তিনি বলেন, ''লোকসভা নির্বাচনের সময় যখন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে, পশ্চিমবঙ্গে বিজেপি 22টি আসনে জিতবে। এ কথা শুনে অনেকে হেসেছিলেন । বিজেপি একটি গণতান্ত্রিক দল । এই দলের মধ্যে যাঁরা কঠিন পরিশ্রমের মাধ্যমে ভালো কাজ করেন, মানুষের জন্য কাজ করেন তাঁরা উপরে উঠতে পারেন । তার জন্য কাউকে তৈল মর্দন করতে হয় না ।''

বাবুলের দাবি, 2019 সালে হাফ হয়েছিল তৃণমূল, এবার তারা পুরো সাফ হবে । তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর অশালীন ভাষা প্রয়োগের বিরুদ্ধে সরব হন । বলেন, রাস্তায় রকে বসে যে ভাষা ব্যবহার হয় সেই ভাষা মুখ্যমন্ত্রী বলছেন । তিনি অভিযোগ করেন এর জন্য আজকে বাঙালির মাথা হেঁট হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: করোনার টিকা নিতে গিয়ে পশ্চিমবঙ্গের কথাই ভুলে গেলেন মোদি !

তিনি মুখ্যমন্ত্রীর বেঙ্গল সামিটকেও কটাক্ষ করে বলেন, প্রতি বছর দেশের শিল্পপতিদেরকে ডেকে আনা হত । তাঁদেরকে পাঁচ তারা হোটেলে রেখে অনেক পয়সা খরচ করা হয়েছে । কিন্তু কোনও শিল্প আসে নি । বাবুলের অভিযোগ, তৃণমূল আদানি, আম্বানিদের নিয়ে কটূক্তি করলেও, তাঁদেরকে নিয়ে আসতেন । ববি হাকিম ও অরুপ বিশ্বাসের নাম ধরে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ওঁরা শাল, মিষ্টি, দই নিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকত। শিল্পপতিদের আসার ও যাওয়ার সময় শাল পরাত গলায় । কিন্তু তার পরেও রাজ্যে কোনো শিল্প আসেনি ।

হাওড়া, 2 ফেব্রুয়ারি: কৃষ্ণ কৃষ্ণ হরে হরে - ভাইপো যাবে শ্রী ঘরে। হাওড়ার বালিতে বিজেপির পরিবর্তন যাত্রার সমাবেশে এ ভাবেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় । তিনি বলেন, ''লোকসভা নির্বাচনের সময় যখন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে, পশ্চিমবঙ্গে বিজেপি 22টি আসনে জিতবে। এ কথা শুনে অনেকে হেসেছিলেন । বিজেপি একটি গণতান্ত্রিক দল । এই দলের মধ্যে যাঁরা কঠিন পরিশ্রমের মাধ্যমে ভালো কাজ করেন, মানুষের জন্য কাজ করেন তাঁরা উপরে উঠতে পারেন । তার জন্য কাউকে তৈল মর্দন করতে হয় না ।''

বাবুলের দাবি, 2019 সালে হাফ হয়েছিল তৃণমূল, এবার তারা পুরো সাফ হবে । তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর অশালীন ভাষা প্রয়োগের বিরুদ্ধে সরব হন । বলেন, রাস্তায় রকে বসে যে ভাষা ব্যবহার হয় সেই ভাষা মুখ্যমন্ত্রী বলছেন । তিনি অভিযোগ করেন এর জন্য আজকে বাঙালির মাথা হেঁট হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: করোনার টিকা নিতে গিয়ে পশ্চিমবঙ্গের কথাই ভুলে গেলেন মোদি !

তিনি মুখ্যমন্ত্রীর বেঙ্গল সামিটকেও কটাক্ষ করে বলেন, প্রতি বছর দেশের শিল্পপতিদেরকে ডেকে আনা হত । তাঁদেরকে পাঁচ তারা হোটেলে রেখে অনেক পয়সা খরচ করা হয়েছে । কিন্তু কোনও শিল্প আসে নি । বাবুলের অভিযোগ, তৃণমূল আদানি, আম্বানিদের নিয়ে কটূক্তি করলেও, তাঁদেরকে নিয়ে আসতেন । ববি হাকিম ও অরুপ বিশ্বাসের নাম ধরে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ওঁরা শাল, মিষ্টি, দই নিয়ে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকত। শিল্পপতিদের আসার ও যাওয়ার সময় শাল পরাত গলায় । কিন্তু তার পরেও রাজ্যে কোনো শিল্প আসেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.