বিধানসভা নির্বাচনের পূর্বে বিভিন্ন ধরনের ঘটনার সাক্ষী হচ্ছে বাংলা । এমনই এক ঘটনা প্রত্যক্ষ করল শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নটবর পাল রোডের চ্যাটার্জিপাড়া এলাকা ।
বিজেপিতে যোগদানের পরই তৃণমূলের ফ্লেক্স ও ব্যানার থেকে উধাও শিবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ীর মুখ । একাধিক ব্যানারে কাটা রয়েছে জটু লাহিড়ীর মুখ । যেখানে ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভাস্কর ভট্টাচার্য এমনকি স্থানীয় পৌরপিতা দিব্যেন্দু মুখোপাধ্যায়ের মুখ থাকলেও গোল করে কেটে ফেলা হয়েছে জটু লাহিড়ীর মুখ । স্থানীয় মানুষজনের মতে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবার ঘোষণার কারণে রাতের অন্ধকারে কেউ এই কাজ করেছে বলে তাদের অনুমান ।
আরও পড়ুন : রাতে কৈলাসের সঙ্গে সাক্ষাৎ , মিঠুন কি বিজেপিতেই?
তবে এই বিষয় নিয়ে আদৌ চিন্তিত নন শিবপুরের পাঁচ বছরের বর্ষীয়ান নেতা । তিনি জানিয়েছেন, আজ প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে যাচ্ছেন তিনি । একটাই দাবি তার, বিজেপি তাকে প্রার্থী না করলেও তাকে যেন প্রাপ্য সম্মানটুকু দেয় । আজীবন তিনি বিজেপির হয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি ।