ETV Bharat / state

হাসপাতাল থেকে ছুটি পেলেন অরূপ রায় - minister arup roy discharged from hospita

বুকে যন্ত্রণা হওয়ায় গত রবিবার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে অরূপ রায়কে ভরতি করা হয়েছিল ৷

হাসপাতাল থেকে ছুটি পেলেন মন্ত্রী অরূপ রায়
হাসপাতাল থেকে ছুটি পেলেন মন্ত্রী অরূপ রায়
author img

By

Published : Jan 27, 2021, 1:47 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : হাসপাতাল থেকে ছুটি পেলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ৷ 10 দিন পর তাঁকে ফের চেকআপ করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । গত রবিবার থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ।

আজ সকাল সাড়ে এগারোটায় মন্ত্রীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । ছুটির পর হাসপাতালের সিইও রূপালি বসু জানিয়েছেন, "গতকাল রাতে মন্ত্রীর ভালো ঘুম হয়েছে । খাবার খেয়েছেন । রক্তচাপ, পালস, অক্সিজেন স্যাচুরেশন সহ তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার স্বাভাবিক রয়েছে ।"

আরও পড়ুন : হাওড়ায় তৃণমূলের মিছিলে অনুপস্থিত রাজীব-বৈশালি, কটাক্ষ অরূপের

গত শনিবার হাওড়ায় দলীয় অফিসে কাজ করার সময় অসুস্থবোধ করেন অরূপবাবু । বুকে যন্ত্রণা শুরু হয় ৷ তখন বাড়িতেই চিকিৎসা চলে ৷ রাতে ফের বুকে যন্ত্রণা শুরু হয় ৷ রবিবার সকালে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ওইদিন দুপুরে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।

রবিবার বিকেলেই হার্টের একটি আর্টারিতে স্টেন্ট বসানো হয় । আর্টারি ব্লক হয়ে যাওয়ার স্টেন্ট বসাতে হয়েছে বলে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে । সেদিন তাঁর কোরোনা পরীক্ষাও করানো হয় । রিপোর্ট নেগেটিভ আসে ।

কলকাতা, 27 জানুয়ারি : হাসপাতাল থেকে ছুটি পেলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ৷ 10 দিন পর তাঁকে ফের চেকআপ করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা । গত রবিবার থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ।

আজ সকাল সাড়ে এগারোটায় মন্ত্রীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । ছুটির পর হাসপাতালের সিইও রূপালি বসু জানিয়েছেন, "গতকাল রাতে মন্ত্রীর ভালো ঘুম হয়েছে । খাবার খেয়েছেন । রক্তচাপ, পালস, অক্সিজেন স্যাচুরেশন সহ তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার স্বাভাবিক রয়েছে ।"

আরও পড়ুন : হাওড়ায় তৃণমূলের মিছিলে অনুপস্থিত রাজীব-বৈশালি, কটাক্ষ অরূপের

গত শনিবার হাওড়ায় দলীয় অফিসে কাজ করার সময় অসুস্থবোধ করেন অরূপবাবু । বুকে যন্ত্রণা শুরু হয় ৷ তখন বাড়িতেই চিকিৎসা চলে ৷ রাতে ফের বুকে যন্ত্রণা শুরু হয় ৷ রবিবার সকালে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ওইদিন দুপুরে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ।

রবিবার বিকেলেই হার্টের একটি আর্টারিতে স্টেন্ট বসানো হয় । আর্টারি ব্লক হয়ে যাওয়ার স্টেন্ট বসাতে হয়েছে বলে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে । সেদিন তাঁর কোরোনা পরীক্ষাও করানো হয় । রিপোর্ট নেগেটিভ আসে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.