ETV Bharat / state

ফের কলকাতায় চালু হল ভেসেল পরিষেবা - লকডাউন

আজ থেকে দেশে শুরু হয়েছে রেল পরিষেবা । পাশাপাশি কলকাতায় শুরু হল জেটি পরিষেবা । সকাল আটটায় হাওড়া জেটি ঘাট থেকে প্রথম লঞ্চ ছাড়ে । দীর্ঘদিন পরে যাত্রী পরিষেবা শুরু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা ।

Howrah
হাওড়া
author img

By

Published : Jun 1, 2020, 10:43 AM IST

Updated : Jun 1, 2020, 12:36 PM IST

হাওড়া , 1 জুন : মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন । পেরিয়ে গেছে প্রায় দুই মাস । আজ লকডাউনের 69 তম দিন । এই লকডাউনের কারণে বন্ধ ছিল ফেরি পরিষেবা । টানা দুই মাস বন্ধ থাকার পর ফের কলকাতায় চালু হল লঞ্চ পরিষেবা । যাত্রীদের সুবিধার জন্য আজ থেকে একাধিক রুটে চালু হয় লঞ্চ পরিষেবা । সকাল আটটায় হাওড়া জেটি ঘাট থেকে প্রথম লঞ্চ ছাড়ে ।

আজ থেকে দেশে শুরু হয়েছে রেল পরিষেবা । পাশাপাশি কলকাতায় শুরু হল জেটি পরিষেবা । দীর্ঘদিন পরে যাত্রী পরিষেবা শুরু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা । তবে ফেরি পরিষেবায় সামাজিক দূরত্বের বিষয়ে কর্তৃপক্ষ যাতে নজরে রাখে , তার জন্য আবেদন করেন যাত্রীরা । উল্লেখ্য , রাজ্য প্রশাসনের তরফে ফেরি পরিষেবা শুরু হওয়ার যে ঘোষণা করা হয়েছিল তাতে সামাজিক দূরত্ব এবং মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে ।

ফেরিঘাটগুলিতে থাকছে নিরাপত্তা । মাস্কহীন যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । প্রসঙ্গত, সারফেস ট্রান্সপোর্ট ও হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি , দুই তরফেই চালানো হচ্ছে লঞ্চ । মূলত, ভেসেলের ধারণ ক্ষমতার 40 শতাংশ নিয়ে চালু হয় পরিষেবা । হাওড়া থেকে বাগবাজার , ফেয়ারলি , চাঁদ পালঘাট (বাবুঘাট) , রামকৃষ্ণপুর ঘাটের মতো গুরুত্বপূর্ন রুটগুলির পাশাপাশি মেটিয়াব্রুজ-নাজিরগঞ্জ , বজবজ-বাউরিয়া , গাদিয়াড়া , নুরপুরের মতো একাধিক রুটে চালু হয় ফেরি পরিষেবা । যাত্রী সংখ্যা কম হলেও ভাড়া আপাতত অপরিবর্তিত থাকছে । এক ঘণ্টার ব্যবধানে লঞ্চগুলি চলবে । রবিবার-সহ নিয়মিত এই পরিষেবা চালু থাকবে ।

পুনরায় ভেসেল পরিষেবা চালু হওয়ার ব্যাপারে কী বলছেন যাত্রীরা ? শুনে নিন

হাওড়া , 1 জুন : মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন । পেরিয়ে গেছে প্রায় দুই মাস । আজ লকডাউনের 69 তম দিন । এই লকডাউনের কারণে বন্ধ ছিল ফেরি পরিষেবা । টানা দুই মাস বন্ধ থাকার পর ফের কলকাতায় চালু হল লঞ্চ পরিষেবা । যাত্রীদের সুবিধার জন্য আজ থেকে একাধিক রুটে চালু হয় লঞ্চ পরিষেবা । সকাল আটটায় হাওড়া জেটি ঘাট থেকে প্রথম লঞ্চ ছাড়ে ।

আজ থেকে দেশে শুরু হয়েছে রেল পরিষেবা । পাশাপাশি কলকাতায় শুরু হল জেটি পরিষেবা । দীর্ঘদিন পরে যাত্রী পরিষেবা শুরু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা । তবে ফেরি পরিষেবায় সামাজিক দূরত্বের বিষয়ে কর্তৃপক্ষ যাতে নজরে রাখে , তার জন্য আবেদন করেন যাত্রীরা । উল্লেখ্য , রাজ্য প্রশাসনের তরফে ফেরি পরিষেবা শুরু হওয়ার যে ঘোষণা করা হয়েছিল তাতে সামাজিক দূরত্ব এবং মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে ।

ফেরিঘাটগুলিতে থাকছে নিরাপত্তা । মাস্কহীন যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না । প্রসঙ্গত, সারফেস ট্রান্সপোর্ট ও হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি , দুই তরফেই চালানো হচ্ছে লঞ্চ । মূলত, ভেসেলের ধারণ ক্ষমতার 40 শতাংশ নিয়ে চালু হয় পরিষেবা । হাওড়া থেকে বাগবাজার , ফেয়ারলি , চাঁদ পালঘাট (বাবুঘাট) , রামকৃষ্ণপুর ঘাটের মতো গুরুত্বপূর্ন রুটগুলির পাশাপাশি মেটিয়াব্রুজ-নাজিরগঞ্জ , বজবজ-বাউরিয়া , গাদিয়াড়া , নুরপুরের মতো একাধিক রুটে চালু হয় ফেরি পরিষেবা । যাত্রী সংখ্যা কম হলেও ভাড়া আপাতত অপরিবর্তিত থাকছে । এক ঘণ্টার ব্যবধানে লঞ্চগুলি চলবে । রবিবার-সহ নিয়মিত এই পরিষেবা চালু থাকবে ।

পুনরায় ভেসেল পরিষেবা চালু হওয়ার ব্যাপারে কী বলছেন যাত্রীরা ? শুনে নিন
Last Updated : Jun 1, 2020, 12:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.