ETV Bharat / state

রেলের বেসরকারিকরণে খুশি নয় ইউনিয়ন, মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের

author img

By

Published : Nov 2, 2019, 1:58 PM IST

Updated : Nov 4, 2019, 5:42 AM IST

ভারতীয় রেলের বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু ৷ সম্প্রতি ভারত সরকারের রেল মন্ত্রক এক নির্দেশিকা জারি করে । যে নির্দেশিকায় স্পষ্ট বলা হয়, উন্নতমানের যাত্রী পরিষেবার লক্ষ্যে 150টি ট্রেন এবং 50টি স্টেশনকে বেসরকারিকরণ করা হবে । একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷

হাওড়া রেল স্টেশন

হাওড়া, 2 নভেম্বর : ভারতীয় রেলের বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে ৷ সম্প্রতি ভারত সরকারের রেল মন্ত্রক এক নির্দেশিকা জারি করে । যে নির্দেশিকায় স্পষ্ট বলা হয়, উন্নতমানের যাত্রী পরিষেবার লক্ষ্যে 150টি ট্রেন এবং 50টি স্টেশনকে বেসরকারিকরণ করা হবে । একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷ NITI আয়োগের CEO-কে ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে । এছাড়া ভারত সরকারের অর্থমন্ত্রকের তিন উচ্চপদস্থ অফিসার এবং রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকেও ওই কমিটিতে রাখা হয়েছে । এই কমিটি রেলের বেসরকারিকরণ প্রক্রিয়ার যাবতীয় দেখভাল করবে ।

কী কী শর্তে দেওয়া হবে ট্রেন ও স্টেশনগুলিকে এবং কীভাবে নিলামের মাধ্যমে বেসরকারি অপারেটরদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে তা ঠিক করবে কমিটি । এছাড়া ওই কমিটির দায়িত্ব থাকবে এই প্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় প্রশ্নর উত্তর দেওয়া । গঠনের কমিটির মেয়াদ থাকবে এক বছর। এদিকে রেলের বেসরকারিকরণ নিয়ে পথে নেমে আন্দোলনে বাম এবং ডান দু'ধরনের সংগঠনগুলি । অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের পাশাপাশি ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পূর্ব রেলওয়ে কর্মচারী সমিতিও আন্দোলনে নামার প্রস্তুতি দিচ্ছে ।

হাওড়া ডিভিশনের পূর্ব রেলওয়ে কর্মচারী সমিতির সেক্রেটারি সুব্রত দে বলেন, "ভারতীয় রেলওয়ে তো শুধুমাত্র ভারতীয় রেলওয়ে কর্মচারীদের পরিষেবা দেয় না, গোটা দেশের মানুষকে পরিষেবা দেয় । কোথাও যুদ্ধ লাগলে মিলিটারি মুভমেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত এরকম পরিষেবার কাজে লাগে রেল । তাই আমরা বিষয়টি বিরোধিতা করতাম করছি । এরকম একটি পরিষেবা মূলক শিল্পকে আমরা কোনদিনই প্রফিট আর্নিং শিল্পে রূপান্তরিত হতে দিতে পারি না ।"

railway privatization
রেলের বিজ্ঞপ্তি

একইভাবে রেলের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ইউনিয়ন অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন । তাদের বক্তব্য, বেসরকারিকরণের ফলে বাড়বে যাত্রী ভাড়া, ক্যানসার, বিশেষভাবে সক্ষম এবং বয়স্কদের টিকিটের বিশেষ ছাড় দেওয়া হয় তাও উঠে যেতে পারে । এর পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে । আরও উন্নতমানের পরিষেবা রেল চাইলেই দিতে পারে ৷ তবে, এই প্রক্রিয়া নিয়ে যাত্রীরা কার্যত দু'ভাগ । এক শ্রেণির যাত্রী বেসরকারিকরণের বিরোধিতা করলেও অন্যরা এটাকে স্বাগত জানাচ্ছেন ।

দেখুন ভিডিয়ো

হাওড়া, 2 নভেম্বর : ভারতীয় রেলের বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে ৷ সম্প্রতি ভারত সরকারের রেল মন্ত্রক এক নির্দেশিকা জারি করে । যে নির্দেশিকায় স্পষ্ট বলা হয়, উন্নতমানের যাত্রী পরিষেবার লক্ষ্যে 150টি ট্রেন এবং 50টি স্টেশনকে বেসরকারিকরণ করা হবে । একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে ৷ NITI আয়োগের CEO-কে ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে । এছাড়া ভারত সরকারের অর্থমন্ত্রকের তিন উচ্চপদস্থ অফিসার এবং রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকেও ওই কমিটিতে রাখা হয়েছে । এই কমিটি রেলের বেসরকারিকরণ প্রক্রিয়ার যাবতীয় দেখভাল করবে ।

কী কী শর্তে দেওয়া হবে ট্রেন ও স্টেশনগুলিকে এবং কীভাবে নিলামের মাধ্যমে বেসরকারি অপারেটরদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে তা ঠিক করবে কমিটি । এছাড়া ওই কমিটির দায়িত্ব থাকবে এই প্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় প্রশ্নর উত্তর দেওয়া । গঠনের কমিটির মেয়াদ থাকবে এক বছর। এদিকে রেলের বেসরকারিকরণ নিয়ে পথে নেমে আন্দোলনে বাম এবং ডান দু'ধরনের সংগঠনগুলি । অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের পাশাপাশি ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পূর্ব রেলওয়ে কর্মচারী সমিতিও আন্দোলনে নামার প্রস্তুতি দিচ্ছে ।

হাওড়া ডিভিশনের পূর্ব রেলওয়ে কর্মচারী সমিতির সেক্রেটারি সুব্রত দে বলেন, "ভারতীয় রেলওয়ে তো শুধুমাত্র ভারতীয় রেলওয়ে কর্মচারীদের পরিষেবা দেয় না, গোটা দেশের মানুষকে পরিষেবা দেয় । কোথাও যুদ্ধ লাগলে মিলিটারি মুভমেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত এরকম পরিষেবার কাজে লাগে রেল । তাই আমরা বিষয়টি বিরোধিতা করতাম করছি । এরকম একটি পরিষেবা মূলক শিল্পকে আমরা কোনদিনই প্রফিট আর্নিং শিল্পে রূপান্তরিত হতে দিতে পারি না ।"

railway privatization
রেলের বিজ্ঞপ্তি

একইভাবে রেলের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ইউনিয়ন অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন । তাদের বক্তব্য, বেসরকারিকরণের ফলে বাড়বে যাত্রী ভাড়া, ক্যানসার, বিশেষভাবে সক্ষম এবং বয়স্কদের টিকিটের বিশেষ ছাড় দেওয়া হয় তাও উঠে যেতে পারে । এর পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে । আরও উন্নতমানের পরিষেবা রেল চাইলেই দিতে পারে ৷ তবে, এই প্রক্রিয়া নিয়ে যাত্রীরা কার্যত দু'ভাগ । এক শ্রেণির যাত্রী বেসরকারিকরণের বিরোধিতা করলেও অন্যরা এটাকে স্বাগত জানাচ্ছেন ।

দেখুন ভিডিয়ো
Intro:ভারতীয় রেলের বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু। সম্প্রতি ভারত সরকারের রেল মন্ত্রক এক নির্দেশিকা জারি করে। যে নির্দেশিকায় স্পষ্ট বলা হয় উন্নতমানের যাত্রী পরিষেবার লক্ষ্যে ১৫০টি ট্রেন এবং ৫০ টি স্টেশনকে বেসরকারিকরণ করা হবে। একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে নীতি আয়োগের সিইও কে ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া ভারত সরকারের অর্থমন্ত্রকের তিন উচ্চপদস্থ অফিসার এবং রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকেও ওই কমিটিতে রাখা হয়েছে। এই কমিটির রেলের বেসরকারিকরণ প্রক্রিয়ার যাবতীয় দেখভাল করবে। কি কি শর্তে দেওয়া হবে ট্রেন ও স্টেশনগুলিকে এবং কিভাবে নিলামের মাধ্যমে বেসরকারি অপারেটরদের হাতে দ্বায়িত্ব তুলে দেওয়া হবে তা ঠিক করবে কমিটি। এছাড়া ওই কমিটির দ্বায়িত্ব থাকবে এই প্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় প্রশ্নর উত্তর দেওয়া। গঠনের কমিটির মেয়াদ থাকবে এক বছর। এদিকে রেলের বেসরকারি করণ নিয়ে পথে নেমে আন্দোলনে বাম এবং ডান দু ধরনেরই ইউনিয়নগুলি। অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের পাশাপাশি ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পূর্ব রেলওয়ে কর্মচারী সমিতিও আন্দোলনে নামার প্রস্তুতি দিচ্ছে। Body:হাওড়া ডিভিশন এর পূর্ব রেলওয়ে কর্মচারী সমিতির সেক্রেটারি সুব্রত দে জানান, ভারতীয় রেলওয়ে তো শুধুমাত্র ভারতীয় রেলওয়ে কর্মচারীদের সার্ভিস দেয় না, গোটা ভারতবর্ষের মানুষকে সার্ভিস দেয়। কোথাও যুদ্ধ লাগলে মিলিটারি মুভমেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত এরকম সার্ভিসের কাজে লাগে রেল। তাই আমরা বিষয়টি বিরোধিতা করতাম করছি। এরকম একটি পরিষেবা মূলক শিল্পকে আমরা কোনদিনই প্রফিট আর্নিং শিল্পে রূপান্তরিত হতে দিতে পারিনা। একইভাবে রেলের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ইউনিয়ন অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন। তাদের বক্তব্য, বেসরকারিকরণের ফলে বাড়বে যাত্রী ভাড়া, ক্যান্সার, প্রতিবন্ধী এবং বয়স্কদের টিকিটের বিশেষ ছাড় দেওয়া হয় তাও উঠে যেতে পারে। এর পাশাপাশি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আরও উন্নরমানের পরিষেবা রেল চাইলেই দিতে পারে। নিজের সম্পদ ব্যবহার করে। তবে এই প্রক্রিয়া নিয়ে যাত্রীরা কার্যত দুভাগ। এক শ্রেণীর যাত্রী বেসরকারি করণের বিরোধিতা করলেও অন্যরা এটাকে স্বাগত জানাচ্ছেন। এখন দেখার শেষমেশ কি হয়।Conclusion:
Last Updated : Nov 4, 2019, 5:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.