হাওড়া, ৮ মে: মদ কিনতে কাকাকে টাকা দিয়ে দোকানে পাঠিয়েছিল ভাইপো। কিন্তু সেই টাকা হারিয়ে ফেলায় ভাইপোর মারে মৃত্যু হল কাকার। হাওড়ার জয়পুরের অমড়াগড়ি এলাকার ঘটনা। মৃতের নাম শেখ রেজ্জাক আলি (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোটের দিন শেখ রেজ্জাককে ভাইপো শেখ সরফরাজ় একশ টাকা দিয়ে মদ কিনতে পাঠায়। কিন্তু রাস্তায় সেই টাকা হারিয়ে ফেলে রেজ্জাক। বাড়ি এসে ভাইপোকে এই কথা জানায় । টাকা হারানোর কথা শুনে মেজাজ হারায় সরফরাজ় । কাকার সঙ্গে তর্ক জুড়ে দেয় সে । অভিযোগ, এই সময় রেজ্জাককে বেধড়ক মারধর করে তার ভাইপো ।
মারধরে গুরুতর জখম রেজ্জাককে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় জয়পুর বিবি ধর হাসপাতালে। অবস্থার অবনতি হলে গতকাল উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে আজ মৃত্যু হয় তার। অভিযুক্ত শেখ সরফরাজ়কে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ।