ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত হাওড়া থানার 2 পুলিশকর্মী

এবার কোরোনা আক্রান্ত হলেন হাওড়া থানার দুই পুলিশকর্মী ৷ তাঁরা দু’জনেই কনস্টেবল ৷ দু’দিন আগে ওই দুই কনস্টেবলের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । গতকাল সেই রিপোর্ট পজ়িটিভ আসে ।

Howrah
হাওড়া
author img

By

Published : May 16, 2020, 10:39 PM IST

হাওড়া . 16 মে : ফের কোরোনা আক্রান্ত দুই পুলিশ কর্মী । এবার হাওড়া থানা ৷ হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর , হাওড়া থানার দুই কনস্টেবল কোরোনায় আক্রান্ত হয়েছে । গতকাল তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ ওই দু’জনকে গোলাবাড়ি থানা এলাকার ILS হাসপাতালে ভরতি করা হয়েছে ।

সূত্রের খবর , দু’দিন আগে ওই দুই কনস্টেবলের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । গতকাল সেই রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরই ওই দু’জনকে হাসপাতালে পাঠানো হয় । তাঁদের সংস্পর্শে আসা আরও দুইজন পুলিশকর্মীকে হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

উল্লেখ্য , এর আগে শিবপুর থানায় 16 জন পুলিশ কর্মী এবং সাঁতরাগাছি থানার দুইজন পুলিশ কর্মী কোরোনায় আক্রান্ত হয় । বর্তমানে শিবপুর থানার একজন ছাড়া সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । এদিকে, এই সংক্রামণের ঘটনায় হাওড়া থানার পুলিশ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । কারণ , হাওড়া থানায় কোরোনা আক্রমণ এই প্রথম। ওই দু’জন কর্তব্যরত অবস্থায় কোনও কোরোনা সংক্রমিত এলাকায় গিয়েছিলেন এবং সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে আশঙ্কা ।

হাওড়া . 16 মে : ফের কোরোনা আক্রান্ত দুই পুলিশ কর্মী । এবার হাওড়া থানা ৷ হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর , হাওড়া থানার দুই কনস্টেবল কোরোনায় আক্রান্ত হয়েছে । গতকাল তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ ওই দু’জনকে গোলাবাড়ি থানা এলাকার ILS হাসপাতালে ভরতি করা হয়েছে ।

সূত্রের খবর , দু’দিন আগে ওই দুই কনস্টেবলের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । গতকাল সেই রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরই ওই দু’জনকে হাসপাতালে পাঠানো হয় । তাঁদের সংস্পর্শে আসা আরও দুইজন পুলিশকর্মীকে হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

উল্লেখ্য , এর আগে শিবপুর থানায় 16 জন পুলিশ কর্মী এবং সাঁতরাগাছি থানার দুইজন পুলিশ কর্মী কোরোনায় আক্রান্ত হয় । বর্তমানে শিবপুর থানার একজন ছাড়া সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । এদিকে, এই সংক্রামণের ঘটনায় হাওড়া থানার পুলিশ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । কারণ , হাওড়া থানায় কোরোনা আক্রমণ এই প্রথম। ওই দু’জন কর্তব্যরত অবস্থায় কোনও কোরোনা সংক্রমিত এলাকায় গিয়েছিলেন এবং সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে আশঙ্কা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.