টিকিয়াপাড়া, 29 এপ্রিল : টিকিয়াপাড়ার ঘটনায় আরও দু'জনকে গ্রেপ্তার করা হল। ধৃতরা হল মহম্মদ জিলানি এবং টারজান। বাকিদের খোঁজে তল্লাশি চলছে । শীঘ্রই বাকিদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান হাওড়া পুলিশের DC সেন্ট্রাল জবি থমাস। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল 12।
মঙ্গলবার বিকেলে টিকিয়াপাড়ার বাজার এলাকায় কয়েকজন যুবককে অকারণে ঘোরাঘুরি করতে দেখে টহলরত পুলিশকর্মীরা ৷ বাধা দেওয়ায় প্রথমে পুলিশের সঙ্গে বচসা হয় ৷ তারপর শুরু হয় হাতাহাতি । সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়ে তারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও । পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকায় এলাকায় RAF নামানো হয় । পুলিশের কাজে বাধা দেওয়া থেকে শুরু করে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশ ফাঁড়িতে হামলা ও মহিলা পুলিশকর্মীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নামে হাওড়া পুলিশ। আটক করা হয় 14 জনকে । তাদের জিজ্ঞাসাবাদের পর 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবারই তাদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। বাকি চারজনকে আটক করে ফের জেরা করে পুলিশ। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে রুট মার্চ এবং ড্রোন দিয়ে নজরদারি চলছে ।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়ে হাওড়া পুলিশের DC সেন্ট্রাল জবি থমাস বলেন, "গেরুয়া রঙের জামা পড়ে যে দুষ্কৃতীকে পুলিশের গায়ে লাথি মারতে দেখা গিয়েছে তাকেও প্রায় শনাক্ত সম্ভব হয়েছে। খুব শীঘ্রই তাকেও গ্রেপ্তার করা সম্ভব হবে।"