ETV Bharat / state

ভিসা সমস্যায় সৌদি আরবে আটকে রাজ্যের 20 জন স্বর্ণশিল্পী - saudi arab

ভিসা সমস্যায় সৌদি আরবের জেদ্দায় গৃহবন্দী এই রাজ্যের 20 জন স্বর্ণশিল্পী ৷ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানে আটকে তাঁরা ৷

ছবি
author img

By

Published : Nov 1, 2019, 6:48 AM IST

Updated : Nov 1, 2019, 7:06 AM IST

হাওড়া , 1 নভেম্বর : একটু বেশি রোজগারের আশায় নিজের রাজ্য ছেড়ে পাড়ি দিয়েছিলেন সুদূর মরুভূমির দেশে । বাবা মা, স্ত্রী সহ পরিবারের লোকেদের একটু স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য স্বপ্ন চোখে বেড়িয়েছিলেন সাগর পেড়িয়ে স্বর্ণশিল্পে কাজ করতে । কিন্তু বর্তমানে বেতন দূরের কথা, অভিযোগ নিজেদের পাসপোর্ট ভিসা হারিয়ে এখন বাড়ি ফিরতে পারছেন না সৌদি আরবে আটকে থাকা প্রায় 20 জন স্বর্ণশিল্পী ।

দু'বছর আগে মুম্বই-এর এক এজেন্টের মাধ্যমে সৌদি আরবের জেদ্দায় সোনার কাজ করতে যান এই রাজ্যের 20 জন স্বর্ণশিল্পী ৷ জেদ্দার সোলেমানিয়া জেলার আল মুশালি নামের একটি সোনার গয়না প্রস্তুতকারক সংস্থায় কাজ করছিলেন তাঁরা । বর্তমানে ভিসা সমস্যায় সেখানেই গৃহবন্দী ৷ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আটকে তাঁরা ৷ তাঁদের মধ্যে রয়েছে হাওড়ার ডোমজুড় ব্লকের 2 জন, উলুবেরিয়ার ব্লকের 2 জন, এছাড়াও হুগলি, মেদিনীপুর, নদিয়ার কয়েকজন ৷

এরপরই সেই সংস্থায় শুরু হয় কর্মী ছাঁটাই ৷ সেখানে এক হাজার কর্মচারী থেকে বাদ পড়ে কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে 200 জন । কাজ খোয়াতে হয় রাজ্যের এই ব্যক্তিদেরও । এই অচলাবস্থার মধ্যেই শেষ হয়ে যায় তাঁদের ভিসার মেয়াদ । ফলে একপ্রকার গৃহবন্দী হয়ে পড়েন 20 জন । সংস্থার মালিক থেকে সেখানকার পুলিশ এমনকি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেও কিছুই লাভ হয়নি ।

দেখুন ভিডিয়ো

গ্রেপ্তারির ভয়ে এখন গৃহবন্দী হয়েই দিন কাটাতে হচ্ছে তাঁদের । কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে হাতে টাকাও নেই । যোগাযোগ করে জানাতেও পারছিলেন না পরিবারকে । তবে সাহায্যের হাত বাড়িয়েছেন প্রতিবেশীরা । প্রতিবেশীদের ফোন থেকে ভিডিও করে বাড়িতে পাঠিয়ে পুরো ঘটনাটি জানিয়েছেন তাঁরা । যে কারণে উদ্বেগ বাড়ছে তাঁদের বাড়ির সদস্যদের মধ্যে । পরিজনদের আবেদন সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো তাঁদের ঘরের ছেলেরা বাড়ি ফিরে আসতে পারবে ।

তাঁদের পরিবারের অভিযোগ, দু'বছর ধরে তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। কাজ শেষ হয়ে গেলে তাঁদের বাইরে বেরোতেও দেওয়া হয়নি । শুধু ফোনেই তাদের সঙ্গে কথা হয় ও বিষয়টি জানতে পারে তাঁদের পরিবার। তাঁরা চান, ছেলেরা বাড়ি ফিরে আসুক। বাড়িতেই থাকুক। প্রতিনিয়ত আশঙ্কার প্রহর গুনছেন তাঁরা।

হাওড়া , 1 নভেম্বর : একটু বেশি রোজগারের আশায় নিজের রাজ্য ছেড়ে পাড়ি দিয়েছিলেন সুদূর মরুভূমির দেশে । বাবা মা, স্ত্রী সহ পরিবারের লোকেদের একটু স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য স্বপ্ন চোখে বেড়িয়েছিলেন সাগর পেড়িয়ে স্বর্ণশিল্পে কাজ করতে । কিন্তু বর্তমানে বেতন দূরের কথা, অভিযোগ নিজেদের পাসপোর্ট ভিসা হারিয়ে এখন বাড়ি ফিরতে পারছেন না সৌদি আরবে আটকে থাকা প্রায় 20 জন স্বর্ণশিল্পী ।

দু'বছর আগে মুম্বই-এর এক এজেন্টের মাধ্যমে সৌদি আরবের জেদ্দায় সোনার কাজ করতে যান এই রাজ্যের 20 জন স্বর্ণশিল্পী ৷ জেদ্দার সোলেমানিয়া জেলার আল মুশালি নামের একটি সোনার গয়না প্রস্তুতকারক সংস্থায় কাজ করছিলেন তাঁরা । বর্তমানে ভিসা সমস্যায় সেখানেই গৃহবন্দী ৷ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আটকে তাঁরা ৷ তাঁদের মধ্যে রয়েছে হাওড়ার ডোমজুড় ব্লকের 2 জন, উলুবেরিয়ার ব্লকের 2 জন, এছাড়াও হুগলি, মেদিনীপুর, নদিয়ার কয়েকজন ৷

এরপরই সেই সংস্থায় শুরু হয় কর্মী ছাঁটাই ৷ সেখানে এক হাজার কর্মচারী থেকে বাদ পড়ে কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে 200 জন । কাজ খোয়াতে হয় রাজ্যের এই ব্যক্তিদেরও । এই অচলাবস্থার মধ্যেই শেষ হয়ে যায় তাঁদের ভিসার মেয়াদ । ফলে একপ্রকার গৃহবন্দী হয়ে পড়েন 20 জন । সংস্থার মালিক থেকে সেখানকার পুলিশ এমনকি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেও কিছুই লাভ হয়নি ।

দেখুন ভিডিয়ো

গ্রেপ্তারির ভয়ে এখন গৃহবন্দী হয়েই দিন কাটাতে হচ্ছে তাঁদের । কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে হাতে টাকাও নেই । যোগাযোগ করে জানাতেও পারছিলেন না পরিবারকে । তবে সাহায্যের হাত বাড়িয়েছেন প্রতিবেশীরা । প্রতিবেশীদের ফোন থেকে ভিডিও করে বাড়িতে পাঠিয়ে পুরো ঘটনাটি জানিয়েছেন তাঁরা । যে কারণে উদ্বেগ বাড়ছে তাঁদের বাড়ির সদস্যদের মধ্যে । পরিজনদের আবেদন সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো তাঁদের ঘরের ছেলেরা বাড়ি ফিরে আসতে পারবে ।

তাঁদের পরিবারের অভিযোগ, দু'বছর ধরে তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। কাজ শেষ হয়ে গেলে তাঁদের বাইরে বেরোতেও দেওয়া হয়নি । শুধু ফোনেই তাদের সঙ্গে কথা হয় ও বিষয়টি জানতে পারে তাঁদের পরিবার। তাঁরা চান, ছেলেরা বাড়ি ফিরে আসুক। বাড়িতেই থাকুক। প্রতিনিয়ত আশঙ্কার প্রহর গুনছেন তাঁরা।

Intro:একটু বেশি রোজগারের আশায় হাওড়া ছেড়ে পারি দিয়েছিলেন সেই শুধুর মরুভূমির রাজ্যে। নিজেদের বাবা মা, স্ত্রী সহ পরিবারের লোকেদের একটু স্বচ্ছন্দ দেওয়ার স্বপ্ন চোখে নিয়ে পাড়ি দিয়েছিলেন আরব সাগর পেড়িয়ে স্বর্ণশিল্পে কাজ করতে। একটু বেশি রোজগারের আশায় আরবে কাজে গিয়ে বেতন দূরের কথা, অভিযোগ নিজেদের পাসপোর্ট ভিসা হারিয়ে এখন বাড়ি ফিরতে পারছেন না তারা। আটকে থাকা শ্রমিকদের মধ্যে আছেন ডোমজুরের বাসিন্দা ।

ভিসার মেয়াদ শেষ হওয়ায় সৌদি আরবের জেদ্দায় গৃহবন্দী রাজ্যের ২০ জন যুবক
  Body:ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সৌদি আরবের জেদ্দায় আটক এ রাজ্যের প্রায় কুড়ি জন যুবক । তাদের মধ্যে রয়েছে হাওড়ার ডোমজুর ব্লকের ২ জন ও উলুবেরিয়ার ব্লকের ২জন। তার মধ্যে ডোমজুর গ্রাম পঞ্চায়েতে এলাকার মধুসূদন বাগ, সন্তু পাল সহ আরো দুইজন সেখানে আটকে রয়েছে । ২ বছর আগে মুম্বাই-এর এক এজেন্টের হাত ধরে সৌদি আরবের জেদ্দায় যান সোনার কাজ করতে । জেদ্দার সোলেমানিয়া জেলার আল মুশালি নামের একটি সোনার গয়না প্রস্তুতকারক সংস্থায় কাজ করছিলেন এই যুবকরা ।

এক হাজার কর্মচারী থেকে বাদ পড়ে কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জন । কাজ খোয়াতে হয় রাজ্যের যুবকদেরও । এই অচলাবস্থার মধ্যেই শেষ হয়ে যায় তাদের ভিসার মেয়াদ । ফলে একপ্রকার গৃহবন্দী হয়ে পড়েন ২০ জন । সংস্থার মালিক থেকে সেখানকার পুলিশ এমনকি ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করেও কিছুই লাভ হয়নি । গ্রেফতারির ভয়ে এখন গৃহবন্দী হয়েই দিন কাটাতে হচ্ছে তাদের । কাজ বন্ধ হয়ে যাওয়ায় হাতে টাকাও নেই । ফোন করে জানাতেও পারছিলেন না । সাহায্যের হাত বাড়ীয়ে দিয়েছেন সেখানকার এলাকার কেউ । তার ফোন থেকে ভিডিও করে পাঠিয়ে এবং বাড়িতে ফোন করে পুরো ঘটনাটি জানিয়েছেন তারা । ফলে উদ্বেগ বাড়ছে তাদের বাড়ীর লোকজনের মধ্যে । পরিজনদের আবেদন সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো তাদের ঘরের ছেলে বাড়ী ফিরে আসতে পারবে ।
তাঁদের পরিবারের অভিযোগ, দুবছর ধরে তারা বাড়ি ফিরতে পারছে না। কাজ শেষ হয়ে গেলে তাদের বাইরে বেরোতেও দেওয়া হয় না। শুধু ফোনেই তাদের সাথে কথা হয় ও বিষয়টি জানতে পারে তাদের পরিবার। তারা চায় তাদের ছেলেরা বাড়ি ফিরে আসুক। বাড়িতেই থাকুক। প্রতিনিয়ত আশঙ্কার প্রহর গুনছেন তারা।Conclusion:
Last Updated : Nov 1, 2019, 7:06 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.