হাওড়া, 7 জুলাই : কিছুদিন আগেই একগুচ্ছ ট্রেনকেবেসরকারিকরণের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকায় নামরয়েছে এরাজ্যের বেশকিছু ট্রেনের । সবচেয়ে বেশি বেসরকারীকরণ হচ্ছে পূর্ব রেলেরহাওড়া ডিভিশনে। সব মিলিয়ে মোট 10টি ট্রেনকে আপাতত বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছেরেলের তরফে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবার পথে নামল রাজ্যেরশাসক দল তৃণমূল।
আজহাওড়া জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে হাওড়া স্টেশনের ডিভিশনাল ম্যানেজারবিল্ডিংয়ের সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। রাজ্যের সমবায় মন্ত্রীঅরূপ রায় ও ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার নেতৃত্বে । প্রতিবাদকর্মসূচিতে প্রতিবাদ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয়।
বেসরকারিকরণপ্রসঙ্গে সমবায় মন্ত্রী অরূপ রায়ের বলেন, "কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তেসাধারণ মানুষ বিপদে পড়বেন। সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হবে। কিন্তুআমাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীথাকাকালীন সমাজের সাধারণ, গরীবমানুষকে অগ্রাধিকার দিয়েছিলেন ।" তিনি আরও বলেন,"মাত্র 15 টাকার বিনিময় মান্থলি টিকিটেরব্যবস্থা করেছিলেন । 2009 সালেতা 25 টাকারবিনিময় গরিব মানুষের হাতে সেই অধিকার তুলে দেয়া হয়।" কিন্তু বর্তমানকেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সেই অধিকার কী কেড়ে নিতে চায়। তা নিয়ে আজপ্রশ্ন তুলেছেন অরূপ রায় ৷
সেইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, "বেসরকারি কম্পানির হাতে গেলে ইচ্ছাখুশি মতো ভাড়া বাড়বে রেলের। সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যেতে পারেভাড়া। এতে বিপাকে পড়বেন সাধারণ মানুষ ।" শুধু তাই নয় রেলকে অবলম্বন করে যেসমস্ত হকাররা তাদের রুটি-রুজির পথে হাঁটেনি তারাও বিপদে পড়বেন বলে আশঙ্কা প্রকাশকরেন তিনি ৷