ডোমজুড়, 4 মে : ভোটের ফলপ্রকাশের পর হিংসায় উত্তপ্ত হাওড়ার ডোমজুড় ৷ বিজেপি কর্মীদের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ গতকাল রাতে ডোমজুড়ের লক্ষ্মণপুর গ্রামে 15-20 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ঢোকে । তাদের হাতে লাঠি, লোহার রড এবং ধারালো অস্ত্র ছিল বলে অভিযোগ । ওই হামলাকারীরা একের পর এক বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় ৷
বিজেপি কর্মীদের অভিযোগ, কমপক্ষে 15টি বাড়িতে ও একটি ক্লাবে ভাঙচুর করা হয় । একটি বাড়িতে ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বেশ কিছু বাড়িতে ভাঙচুরের পাশাপাশি চলে অবাধ লুটপাট । বিজেপি কর্মীদের আরও অভিযোগ, ডোমজুড় থানায় ঘটনার কথা জানানো হলেও পুলিশের পক্ষ থেকে কোনও সাহায্য পাননি তাঁরা । এলাকাবাসীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা । রাতের এই ঘটনার পর আজ সকাল থেকে এলাকার পরিস্থিতি যথেষ্ট থমথমে । এলাকার বেশিরভাগ পুরুষ ঘরছাড়া ।
যদিও তৃণমূলের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন হাওড়া জেলার সদরের তৃণমূল সভাপতি ভাস্কর ভট্টাচার্য । এই ঘটনায় তৃণমূলের কেউ যুক্ত নয় বলে দাবি করেছেন তিনি ।
আরও পড়ুন : ভাঙড়ে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
অপরদিকে, গতকাল রাতে উত্তর হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের অফিসে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী । এই প্রসঙ্গে বিজেপির উত্তর হাওড়ার পরাজিত বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা শুধুমাত্র তার অফিসেই নয় । উত্তর হাওড়ার অনেক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে । তাঁর অফিসে ভাঙচুরের সিসিটিভি ফুটেজ তিনি ইতিমধ্যেই গোলাবাড়ি থানায় জমা দিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন । সোমবার রাতে কেউ বা কারা বিজেপির হাওড়ার সদরের পার্টি অফিসেও হামলা চালিয়েছিল । ওই হামলায় পার্টি অফিসের জানলার কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন উমেশ রাই ৷