ETV Bharat / state

BJP সমর্থকের দু'টি হোটেল ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

BJP করায় এক হোটেল মালিকের দু'টি হোটেল ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷ টাকা লুটপাট করার পাশাপাশি কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷

হোটেলে ভাঙচুর
author img

By

Published : Oct 29, 2019, 9:36 PM IST

বাগনান, 29 অক্টোবর: এক BJP সমর্থকের দু'টি হোটেলে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । হাওড়ার বাগনানের নাউপালার ঘটনা । আজ দুপুরে খাবার দেওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে সামান্য বচসা হয় কিছু খদ্দেরের । অভিযোগ, এরপরেই প্রায় 70 থেকে 80জন তৃণমূল কর্মী-সমর্থক বাঁশ লাঠি, নিয়ে হামলা চালায় দু'টি হোটেলে । এছাড়াও হোটেলে থাকা প্রায় 5 লাখ টাকা লুটপাটের পাশাপাশি হোটেল কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷

aaaa
ভাঙচুর করা হয়েছে হোটেলে

ওই হোটেল দু'টির মালিক চন্দ্রনাথ ঘোষ ৷ অভিযোগ, তিনি BJP সমর্থক বলেই তাঁর উপর অনেকদিন ধরেই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের আক্রোশ রয়েছে ৷ আজ সেই আক্রোশ মেটাতে তাঁর হোটেল দু'টিতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ । তিনি বাগনান থানায় অভিযোগ দায়ের করেছেন । তবে চন্দ্রনাথবাবুর সমস্ত অস্বীকার করেছেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন । তিনি জানান, ওই হোটেল দু'টিতে দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্ম হয় ৷ তারই প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই । হোটেলের কর্মীরা স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার, ধাক্কাধাক্কি করে । সেই কারণেই তাঁরা বিক্ষোভ দেখান ৷

aaa
হোটেলের মালিক BJP করেন বলে তাঁর হোটেলে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ

অরুণাভবাবু বলেন, "ঘটনাটি সাজিয়ে, গুছিয়ে তৃণমূলের নামে চাপানো হচ্ছে ৷ আজকাল যে কোনও বিষয়ে তৃণমূলকে জড়িয়ে দেওয়া হচ্ছে । তৃণমূলকে জড়িয়ে দিলেই খবর হয়ে যায় ৷ কিন্তু আদৌ এ রকম কোনও কাজকর্মের সঙ্গে তৃণমূল যুক্ত নয় ।" ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ ৷

aaaaaaaaa
অভিযোগের তির তৃণমূলের দিকে

বাগনান, 29 অক্টোবর: এক BJP সমর্থকের দু'টি হোটেলে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । হাওড়ার বাগনানের নাউপালার ঘটনা । আজ দুপুরে খাবার দেওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে সামান্য বচসা হয় কিছু খদ্দেরের । অভিযোগ, এরপরেই প্রায় 70 থেকে 80জন তৃণমূল কর্মী-সমর্থক বাঁশ লাঠি, নিয়ে হামলা চালায় দু'টি হোটেলে । এছাড়াও হোটেলে থাকা প্রায় 5 লাখ টাকা লুটপাটের পাশাপাশি হোটেল কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷

aaaa
ভাঙচুর করা হয়েছে হোটেলে

ওই হোটেল দু'টির মালিক চন্দ্রনাথ ঘোষ ৷ অভিযোগ, তিনি BJP সমর্থক বলেই তাঁর উপর অনেকদিন ধরেই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের আক্রোশ রয়েছে ৷ আজ সেই আক্রোশ মেটাতে তাঁর হোটেল দু'টিতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ । তিনি বাগনান থানায় অভিযোগ দায়ের করেছেন । তবে চন্দ্রনাথবাবুর সমস্ত অস্বীকার করেছেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন । তিনি জানান, ওই হোটেল দু'টিতে দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্ম হয় ৷ তারই প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই । হোটেলের কর্মীরা স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার, ধাক্কাধাক্কি করে । সেই কারণেই তাঁরা বিক্ষোভ দেখান ৷

aaa
হোটেলের মালিক BJP করেন বলে তাঁর হোটেলে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ

অরুণাভবাবু বলেন, "ঘটনাটি সাজিয়ে, গুছিয়ে তৃণমূলের নামে চাপানো হচ্ছে ৷ আজকাল যে কোনও বিষয়ে তৃণমূলকে জড়িয়ে দেওয়া হচ্ছে । তৃণমূলকে জড়িয়ে দিলেই খবর হয়ে যায় ৷ কিন্তু আদৌ এ রকম কোনও কাজকর্মের সঙ্গে তৃণমূল যুক্ত নয় ।" ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ ৷

aaaaaaaaa
অভিযোগের তির তৃণমূলের দিকে
Intro:এক বিজেপি সমর্থকের দুটি হোটেলে ব্যাপক ভাঙচুরের অভিযোগ তৃনমুল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। হাওড়ার বাগনানের নাউপালার ঘটনা। জানা গিয়েছে, আজ দুপুরে খাবার দেওয়া নিয়ে সামন্য বচসা হয় মালিকপক্ষের সঙ্গে কিছু খদ্দের। অভিযোগ তার পরেই প্রায় ৭০ থেকে ৮০ জন তৃনমুল সমর্থক বাঁশ লাঠি, নিয়ে হামলা চালায় ওই হোটেলে। এর পাশাপাশি হোটেল মালিকের অভিযোগ হোটেল কর্মীদের ব্যাপক মারধর করা থেকে শুরু করে বেশ কিছু টাকা ও লুঠ করেছে তৃনমুল কমীরা। এমন টাই অভিযোগ হোটেল মালিকের। Body:হোটেল মালিক চন্দ্রনাথ ঘোষের অভিযোগ, তিনি যেহেতু বিজেপি করেন সেহেতু স্থানীয় তৃণমূলের বহুদিন ধরেই তার উপর আক্রোশ। এদিন সেই আক্রোশ মেটাতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। প্রায় 70 থেকে 80 জন তৃণমূল কর্মী হাতে কোদালের বাট নিয়ে তার হোটেলে হামলা চালায় বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় চন্দ্রনাথ বাবু বাগনান থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে হোটেল মালিক তথা বিজেপি কর্মী চন্দ্রনাথ ঘোষের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাগনানের বিধায়ক অরুনাভ সেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ওই হোটেলে অসামাজিক কাজকর্ম হয় তার প্রতিবাদ স্থানীয় বাসিন্দারা করেছে, এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। দীর্ঘদিন ধরেই বিভিন্ন অসাধু কাজকর্ম যেহেতু হোটেলে হয় তাই স্থানীয় মানুষের আক্রোশ ছিল। এদিনও বিষয়টির প্রতিবাদ করতে কিছু স্থানীয় মানুষ হোটেলটিতে গিয়েছিলেন। সেই সময় হোটেলের কর্মীরা স্থানীয় মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করে,ধাক্কাধাক্কি করে। যার ফলস্বরূপ স্থানীয় মানুষের বিক্ষোভ। এর পাশাপাশি তিনি দাবি করেন, আজকাল যে কোন বিষয়ে তৃণমূলকে জড়িয়ে দেওয়া হয়। কিন্তু আদৌ কেউ এরকম কোন কাজকর্মের সঙ্গে তৃণমূল যুক্ত নয়। এদিকে এই ঘটনায় বাগনান থানার পুলিশ তদন্ত শুরু করছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.