ETV Bharat / state

Train Cancellation : 2 সপ্তাহ ধরে বাতিল 80টি ট্রেন, ঘোষণা পূর্ব রেলের - 80টি ট্রেন বাতিল

রেললাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য লোকাল, মেল ও এক্সপ্রেস-সহ 80টি ট্রেন বাতিলের কথা ঘোষণা করল পূর্বরেল কর্তৃপক্ষ (Train Cancellation) ৷

Train Cancellation
পূর্বরেলের তরফে ট্রেন বাতিলের ঘোষণা
author img

By

Published : May 11, 2022, 7:01 PM IST

হাওড়া, 11 মে : তৃতীয় লাইনে রক্ষণাবেক্ষণের কাজের দরুন বন্ধ থাকবে একগুচ্ছ ট্রেন ৷ ব্যান্ডেল ও মগড়ার মধ্যে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও শক্তিগড়ের মধ্যে যথাক্রমে বেলা 11টা থেকে দুপুর 2টো ও বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার জন্য় ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল (Train Cancel by Eastern Railway)।


13 মে থেকে 26 মে পর্যন্ত 14 দিন ধরে রক্ষণাবেক্ষণের কাজ চলার ফলে 68টি লোকাল ট্রেন-সহ 12টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে পূর্ব রেল (Train Cancellation Announce by Eastern Railway)। এছাড়াও 3টি এক্সপ্রেস ও মেল ট্রেন-সহ 2টি লোকাল ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল ।

বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে নিম্নলিখিত হাওড়া-ব্যান্ডেল লোকাল -

37231, 37233, 37235, 37237, 37239, 37241, 37243, 37245, 37247, 37249, 37251 ।

এছাড়াও 26 তারিখে বাতিল লোকাল ট্রেনগুলি হল - 37245, 37253, 37255, 37265, 37275, 37273, 37279 ৷

আরও পড়ুন : Arjun Tendulkar : অভিষেক এখনও অধরা, মাস্টার ব্লাস্টারের ছেলে হলেন 'মাস্টার শেফ' !

এছাড়া হাওড়া-ব্যান্ডেল শাখায় 13 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত 37242, 37244, 37246, 37248, 37250, 37252, 37254, 37262, 37266, 37272 এই নম্বরের ট্রেনগুলি বাতিল করা হয়েছে ৷

এছাড়া 26 তারিখে 37256, 37260, 37274, 37276, 37284, 37286, 37290 নম্বরের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ।
এরইসঙ্গে 26 তারিখ আরও যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তা হল 37512 ব্যান্ডেল-বালি লোকাল, 37511 ব্যান্ডেল-বালি লোকাল ৷
এর মধ্যে 37655 হাওড়া-বর্ধমান লোকাল, 37651 ও 37655, 37652 মেমারি-হাওড়া লোকাল 13 তারিখ থেকে 26 তারিখের মধ্যে বাতিল থাকলেও শুধু 25 তারিখ চালু থাকবে ৷

আরও পড়ুন : ASHA worker Attacks Father : পালস পোলিও টিকা না পেয়ে প্রতিবাদ, পাণ্ডুয়ায় আশাকর্মীর হাতে আক্রান্ত শিশুর বাবা

এই রুটে 25 তারিখ বাতিল করা হয়েছে 37656 হাওড়া-বর্ধমান লোকাল ।
এছাড়া 13 থেকে 26 পর্যন্ত বাতিল হয়েছে 37825, 37827, 37829 বর্ধমান-হাওড়া লোকাল এবং 37832, 37834, 37836 হাওড়া-বর্ধমান লোকাল ।


25 তারিখ 37838 ও 37840 এই ট্রেন দুটি বাতিল করা হয়েছে ।

পাশাপাশি 13 থেকে 26 তারিখ পর্যন্ত 37915, 37917, 37922, 37749, 37751 হাওড়া কাটোয়া রুটের লোকাল ট্রেন বাতিল হয়েছে । 37744, 37746 কাটোয়া-ব্যান্ডেল লোকাল বাতিল হয়েছে । এছাড়া 18, 21, 23 ও 26 তারিখে 37533, 37535, 37537, 37538, 37539, 37540 নম্বর নৈহাটি-ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে ৷

আরও পড়ুন : Man Died by Suicide : নাবালিকা প্রেমিকার বিয়ে খবরে আত্মঘাতী তরুণ !

একইভাবে শিয়ালদা-বর্ধমান লোকাল 31151, 31152 বাতিল করা হয়েছে । লোকাল ট্রেনের সঙ্গে 12 থেকে 26 তারিখ পর্যন্ত 13015 ও 13016 পর্যন্ত জামালপুর কবিগুরু এক্সপ্রেস মেল ও এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি বাতিল হয়েছে 19607, 19608 মাদার-কলকাতা এক্সপ্রেস, 13136, 13137 কলকাতা-আজমগর এক্সপ্রেস, 13026, 13027 হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, 13465, 13466 মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি, 13031, 13032 হাওড়া-জয়নগর এক্সপ্রেস বাতিল করা হয়েছে ।


পাশাপাশি 13020 কাঠ গোদাম-হাওড়া বাঘ এক্সপ্রেস বর্ধমান পৌঁছবে 13 তারিখ ও যাত্রা করবে 26 তারিখ ৷ 13044 রক্সৌল-হাওড়া এক্সপ্রেস 13 তারিখে বর্ধমান পৌঁছবে ও 15 তারিখে যাত্রা করবে ।

আরও পড়ুন : Cyclone Asani Update : উত্তাল সমুদ্রে ভেসে এল আস্ত সোনালি রথ, শ্রীকাকুলামে হইচই

13166 ডাউন সীতামাঢ়ি-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস বর্ধমান পৌঁছবে 16 তারিখ ও 23 তারিখ যাত্রা করবে । বর্ধমান ভায়া ডানকুনি হয়ে কামারকুন্ডু স্টেশনে থামবে ।

03111, 03112 শিয়ালদহ-রামপুরহাট দমদম হয়ে ডানকুনি থেকে কামারকুন্ডু লাইনে যাত্রা করবে । 37838 বর্ধমান থেকে 1টা 40 মিনিটের পরিবর্তে 2টো নাগাদ ছাড়বে । শুধু 25 তারিখ 1টা 40 মিনিট ছাড়বে ।

37748 কাটোয়া থেকে 1টার পরিবর্তে 1টা 15 মিনিটে ছাড়বে । এছাড়া 13015 আপ শিয়ালদহ-বাল্লিয়া এক্সপ্রেস, 13141 তিস্তা-তোর্সা এক্সপ্রেস নৈহাটি পর্যন্ত, ডাউন সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস মগড়া পর্যন্ত নিয়ন্ত্রিত করা হবে ।

আরও পড়ুন : Forest department advisory: সরকারি কাজের ছবি-ভিডিয়ো পোস্টে না, নয়া নির্দেশিকা বনকর্মীদের জন্য

হাওড়া, 11 মে : তৃতীয় লাইনে রক্ষণাবেক্ষণের কাজের দরুন বন্ধ থাকবে একগুচ্ছ ট্রেন ৷ ব্যান্ডেল ও মগড়ার মধ্যে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও শক্তিগড়ের মধ্যে যথাক্রমে বেলা 11টা থেকে দুপুর 2টো ও বেলা 11টা থেকে দুপুর 3টে পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার জন্য় ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল (Train Cancel by Eastern Railway)।


13 মে থেকে 26 মে পর্যন্ত 14 দিন ধরে রক্ষণাবেক্ষণের কাজ চলার ফলে 68টি লোকাল ট্রেন-সহ 12টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে পূর্ব রেল (Train Cancellation Announce by Eastern Railway)। এছাড়াও 3টি এক্সপ্রেস ও মেল ট্রেন-সহ 2টি লোকাল ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হবে বলে জানিয়েছে পূর্ব রেল ।

বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে নিম্নলিখিত হাওড়া-ব্যান্ডেল লোকাল -

37231, 37233, 37235, 37237, 37239, 37241, 37243, 37245, 37247, 37249, 37251 ।

এছাড়াও 26 তারিখে বাতিল লোকাল ট্রেনগুলি হল - 37245, 37253, 37255, 37265, 37275, 37273, 37279 ৷

আরও পড়ুন : Arjun Tendulkar : অভিষেক এখনও অধরা, মাস্টার ব্লাস্টারের ছেলে হলেন 'মাস্টার শেফ' !

এছাড়া হাওড়া-ব্যান্ডেল শাখায় 13 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত 37242, 37244, 37246, 37248, 37250, 37252, 37254, 37262, 37266, 37272 এই নম্বরের ট্রেনগুলি বাতিল করা হয়েছে ৷

এছাড়া 26 তারিখে 37256, 37260, 37274, 37276, 37284, 37286, 37290 নম্বরের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে ।
এরইসঙ্গে 26 তারিখ আরও যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তা হল 37512 ব্যান্ডেল-বালি লোকাল, 37511 ব্যান্ডেল-বালি লোকাল ৷
এর মধ্যে 37655 হাওড়া-বর্ধমান লোকাল, 37651 ও 37655, 37652 মেমারি-হাওড়া লোকাল 13 তারিখ থেকে 26 তারিখের মধ্যে বাতিল থাকলেও শুধু 25 তারিখ চালু থাকবে ৷

আরও পড়ুন : ASHA worker Attacks Father : পালস পোলিও টিকা না পেয়ে প্রতিবাদ, পাণ্ডুয়ায় আশাকর্মীর হাতে আক্রান্ত শিশুর বাবা

এই রুটে 25 তারিখ বাতিল করা হয়েছে 37656 হাওড়া-বর্ধমান লোকাল ।
এছাড়া 13 থেকে 26 পর্যন্ত বাতিল হয়েছে 37825, 37827, 37829 বর্ধমান-হাওড়া লোকাল এবং 37832, 37834, 37836 হাওড়া-বর্ধমান লোকাল ।


25 তারিখ 37838 ও 37840 এই ট্রেন দুটি বাতিল করা হয়েছে ।

পাশাপাশি 13 থেকে 26 তারিখ পর্যন্ত 37915, 37917, 37922, 37749, 37751 হাওড়া কাটোয়া রুটের লোকাল ট্রেন বাতিল হয়েছে । 37744, 37746 কাটোয়া-ব্যান্ডেল লোকাল বাতিল হয়েছে । এছাড়া 18, 21, 23 ও 26 তারিখে 37533, 37535, 37537, 37538, 37539, 37540 নম্বর নৈহাটি-ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে ৷

আরও পড়ুন : Man Died by Suicide : নাবালিকা প্রেমিকার বিয়ে খবরে আত্মঘাতী তরুণ !

একইভাবে শিয়ালদা-বর্ধমান লোকাল 31151, 31152 বাতিল করা হয়েছে । লোকাল ট্রেনের সঙ্গে 12 থেকে 26 তারিখ পর্যন্ত 13015 ও 13016 পর্যন্ত জামালপুর কবিগুরু এক্সপ্রেস মেল ও এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি বাতিল হয়েছে 19607, 19608 মাদার-কলকাতা এক্সপ্রেস, 13136, 13137 কলকাতা-আজমগর এক্সপ্রেস, 13026, 13027 হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, 13465, 13466 মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি, 13031, 13032 হাওড়া-জয়নগর এক্সপ্রেস বাতিল করা হয়েছে ।


পাশাপাশি 13020 কাঠ গোদাম-হাওড়া বাঘ এক্সপ্রেস বর্ধমান পৌঁছবে 13 তারিখ ও যাত্রা করবে 26 তারিখ ৷ 13044 রক্সৌল-হাওড়া এক্সপ্রেস 13 তারিখে বর্ধমান পৌঁছবে ও 15 তারিখে যাত্রা করবে ।

আরও পড়ুন : Cyclone Asani Update : উত্তাল সমুদ্রে ভেসে এল আস্ত সোনালি রথ, শ্রীকাকুলামে হইচই

13166 ডাউন সীতামাঢ়ি-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস বর্ধমান পৌঁছবে 16 তারিখ ও 23 তারিখ যাত্রা করবে । বর্ধমান ভায়া ডানকুনি হয়ে কামারকুন্ডু স্টেশনে থামবে ।

03111, 03112 শিয়ালদহ-রামপুরহাট দমদম হয়ে ডানকুনি থেকে কামারকুন্ডু লাইনে যাত্রা করবে । 37838 বর্ধমান থেকে 1টা 40 মিনিটের পরিবর্তে 2টো নাগাদ ছাড়বে । শুধু 25 তারিখ 1টা 40 মিনিট ছাড়বে ।

37748 কাটোয়া থেকে 1টার পরিবর্তে 1টা 15 মিনিটে ছাড়বে । এছাড়া 13015 আপ শিয়ালদহ-বাল্লিয়া এক্সপ্রেস, 13141 তিস্তা-তোর্সা এক্সপ্রেস নৈহাটি পর্যন্ত, ডাউন সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস মগড়া পর্যন্ত নিয়ন্ত্রিত করা হবে ।

আরও পড়ুন : Forest department advisory: সরকারি কাজের ছবি-ভিডিয়ো পোস্টে না, নয়া নির্দেশিকা বনকর্মীদের জন্য

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.