হাওড়া, 24 মে : চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ ৷ বিপদের আশঙ্কায় তাই আগেভাগেই একাধিক ট্রেন বাতিল করল পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল ৷ ইতিমধ্যেই নিম্নচাপ থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যশ। সোমবার সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ উত্তাল হয়ে উঠেছে সমুদ্র ৷ শুরু হয়েছে জলোচ্ছ্বাস ৷ আবহবিদদের পূর্বাভাস, বুধবারই সাগরদ্বীপ থেকে পারাদ্বীপের মধ্যেবর্তী কোনও একটি জায়গায় স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ ৷ ইতিমধ্যেই তার মোকাবিলায় প্রস্তুত ওড়িশা ও বাংলা ৷ প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ এবং রাজ্য বির্যয় মোকাবিলা বাহিনীকে ৷ প্রয়োজনে সেনার সাহায্যও নেওয়া হতে পারে ৷
বিপর্যয় আশঙ্কা করেই আগে থেকে সতর্ক রেলও ৷ ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে 25টি ট্রেন বাতিল করা হয়েছে ৷ টুইট করে সেই ট্রেনের তালিকা প্রকাশ করেছে পূর্ব রেল ৷ একইসঙ্গে, লিখিত বিবৃতি দিয়েও তালিকা প্রকাশ করা হয়েছে ৷ আগে থেকেই রেলের তরফে এই দুর্যোগ মোকাবিলায় একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ কারশেডে ট্রেনগুলিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে ৷ ওভারহেডের তার ছিঁড়ে গেলে যাতে দ্রুত তা মেরামত করা যায়, তার প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে ৷ রেল হাসপাতালগুলিকে যে কোনও জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে ৷
ঘূর্ণিঝড় যশের জন্য যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল- 02510 গুয়াহাটি-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট, 02643 এর্নাকুলাম-পাটনা জংশন (সোম ও মঙ্গলবার বাতিল করা হয়েছে), 05228 মুজফফরপুর-যশবন্তপুর ও 05930 নিউ তিনসুকিয়া-তামবরম এবং 06578 গুয়াহাটি-যশবন্তপুর স্পেশাল (সোমবার বাতিল করা হয়েছে) ৷
আরও পড়ুন : ধেয়ে আসছে যশ, সুন্দরবনের অন্তঃসত্ত্বাদের নিরাপদ স্থানে সরাল প্রশাসন
মঙ্গলবার বাতিল করা হয়েছে 02507 ত্রিবান্দ্রম সেন্ট্রাল-শিলচর স্পেশাল, 08450 পটনা জংশন-পুরী, 02515 বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-আগরতলা স্পেশাল এবং 02516 আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্পেশাল ৷
বুধবার বাতিল করা হয়েছে 02254 ভাগলপুর-যশবন্তপুর, 02376 সিজি তামবরম, 02552 কামাখ্যা-যশবন্তপুর এবং 02611 এমজিআর চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি স্পেশাল ৷ এছাড়াও আগামী 28 ও 29 মে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ৷